 "চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী সাফল্য প্রদর্শনী" ১৯ সেপ্টেম্বর পেইচিং প্রদর্শনী কেন্দ্রে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে। খবর সিন হুয়া বার্তা সংস্থার।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, "চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী সাফল্য প্রদর্শনী" বিশ্বস্ততার সঙ্গে নয়া চীন উন্নয়নের ইতিহাস লিপিবদ্ধ করেছে, সারা দেশের বিভিন্ন জাতির জনসাধারণের চীনের নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথ অনুসন্ধান ও উন্নয়নের মহান গতিধারা পুনরায় তুলে ধরেছে এবং নয়া চীনের আকাশ-পাতাল পরিবর্তনের প্রদর্শন করেছে। তিনি বলেন, ৬০ বছরের সাফল্য পুরোপুরিভাবে প্রমাণ করেছে যে, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এবং সংস্কার ও উন্মুক্তকরণে অবিচল থাকলে এবং অবিচলিতভাবে চীনের নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথ অনুসরণ চলানো করলেই কেবল চীন দেশ, সমাজতন্ত্র উন্নয়ন এবং চীনা জাতির মহা পুনরুত্থান বাস্তবায়ন সম্ভব হবে।
"চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী সাফল্য প্রদর্শনী" বিস্তারিতভাবে নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সারা দেশের বিভিন্ন জাতির জনসাধারণের নিরলসভাবে চীনের নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথ অনুসন্ধানের মহান গতিধারার প্রদর্শন করেছে। এর মধ্য দিয়ে বিস্তারিতভাবে নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং পার্টি গঠনকাজে অর্জিত ব্যাপক সাফল্য প্রদর্শিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রের নেতৃবৃন্দ হু চিন থাও, চিয়াং চে মিন, উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, লি ছাং ছুন, সি চিন ফিং, লি খে ছিয়াং, হে কুও ছিয়াং এবং চৌ ইয়ুং খাং ১৯ সেপ্টেম্বর পৃথক পৃথকভাবে এ প্রদর্শনী পরিদর্শন করেছেন।---ওয়াং হাইমান |