 নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী অনুষ্ঠানের শেষের অনুশীলন ১৮ই সেপ্টেম্বর রাতে পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । তখন কুচকাওয়াজ ও জনসাধারণের শোভাযাত্রাসহ উদযাপনী অনুষ্ঠানের চর্চা প্রদর্শিত হবে ।
চীনের জাতীয় দিবস উপলক্ষে উদযাপনী অনুষ্ঠানের কুচকাওয়াজ সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠবে । এবারের কুচকাওয়াজ এমন একটি কুচকাওয়াজ হবে , যার মাধ্যমে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী ৬০ বছরে অস্ত্রসজ্জার সংখ্যা ও পেশাগত সরঞ্জামের দিক থেকে চীনের সেনাবাহিনীর বৈশিষ্ট্য ফুটে উঠবে ।
কুচকাওয়াজ শেষে থিয়ান আন মেন মহাচত্বরে ২ লাখ জনসাধারণের শোভাযাত্রারও আয়োজন করা হবে । এর পাশাপাশি পেইচিংয়ের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করবে । (থান ইয়াও খাং)
1 2 |