 আফগান নির্বাচন কর্তৃপক্ষ ১৬ সেপ্টেম্বর নির্বাচনের প্রাথমিক চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামিদ কারজাই ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। ই ইউ পর্যবেক্ষক কমিশন জানিয়েছে, ১৫ লাখ ভোট নিয়ে তাদের সংশয় রয়েছে।
আফগান নির্বাচন কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফল থেকে জানিয়েছে, প্রায় ৫৬.৬ লাখ ভোটের মধ্যে, হামিদ কারজাই ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট অর্থাত্ ৩০.৯ লাখ ভোট পেয়েছেন। তাঁর প্রতিপক্ষ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ২৭ দশমিক ৮ শতাংশ ভোট । এ ফলাফলকে নির্বাচন কর্তৃপক্ষ কার্যকর ঘোষণা করলে, হামিদ কারজাই জয়ী হবেন।
এ দিন ই ইউ পর্যবেক্ষক কমিশন কাবুলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, ১৫ লাখ ভোট নিয়ে তাদের সংশয় রয়েছে। এর মধ্যে ১১ লাখ ভোট কারজাইয়ের পক্ষে এবং ৩ লাখ ভোট আদবুল্লাহর পক্ষে পড়েছে।
জানা গেছে ,নির্বাচনের সবর্শেষ ফলাফল নির্বাচন অভিযোগ কমিশনের সব অভিযোগ নিস্পত্তির পরে ঘোষিত হবে। (আকাশ)
|