v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
গত আগস্ট মাসে ইয়ুন নান প্রদেশের সি.পি.আই'র হার আগের মাসের চেয়ে ০.৩ শতাংশ বেশি 
2009-09-17 17:40:57
ইয়ুন নান প্রদেশের বাণিজ্যিক বিভাগের একটি সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, ২০০৮ সালে সারা প্রদেশে ২২৮টি বৈদেশিক পুঁজি প্রকল্প গৃহীত হয়। এ সময় এবং মোট ১৬৯ কোটি মার্কিন ডলারের চুক্তি হয় এবং ৭৭.৭ কোটি মার্কিন ডলারের পুঁজি এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৩৩.৩ শতাংশ, ২৯.৬ শতাংশ ও ৫৪.৫ শতাংশ বেশি। এ তিনটি মানদন্ড ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

ইয়ুন নান প্রদেশের বাণিজ্যিক বিভাগের উপ-মহাপরিচালক চু সিয়াও ইয়াং জানিয়েছেন, গেলো বছরের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সারা প্রদেশে বৈদেশিক পুঁজি বিনিয়োগের বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়। এর মধ্যে চীন ও বিদেশের যৌথ পুঁজি প্রতিষ্ঠানের সংখ্যা ৬৬টি এবং তাতে ২৯ কোটি ৪৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার পুঁজি হিসেবে বিয়োগ করা হয়েছে। চীন ও বৈদেশিক সহযোগিতার প্রতিষ্ঠানের সংখ্যা ২১টি এবং এতে ৪৫ কোটি ২৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করা হয়। প্রধানত রিয়েল এস্টেট ও প্রক্রিয়াকরণ শিল্পে বৈদেশিক পুঁজি বেশি ব্যবহৃত হয়েছে। এর পর রয়েছে পরিসেবা শিল্প, কৃষি ও মত্স শিল্প এবং বিদ্যুত ও গ্যাস শিল্প।

বর্তমানে ইয়ুন নান প্রদেশের খুন মিং, ছু চিং, তেং হোং ও তা লিসহ বিভিন্ন কেন্দ্রীয় ও পর্যটন শহরে বেশির ভাগ পুঁজি নিয়োগ করা হয়। এ শহরগুলোতে যথাক্রমে ৬০.১৭৮, ৩০৮.২, ২৪৫.৬ ও ২৪৫.৫ মার্কিন ডলারের বৈদেশিক পুঁজি বিনিয়োগ করা হয়েছে। যা পুরো প্রদেশের মোট পরিমাণের ৭৭.৫, ৪, ৩.২ ও ৩.২ শতাংশে দাঁড়িয়েছে। হংকং, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, কানাডা থাইল্যান্ড ও সিঙ্গাপুরের পুঁজির মোট পরিমান ৬৪ শতাংশে দাঁড়িয়েছে।

চু সিয়াও ইয়াং আরও বলেন, বিশ্বের অর্থ সংকটের কারণে বর্তমানে ইয়ুন নান প্রদেশের বেশি কয়েকটি বৈদেশিক প্রতিষ্ঠান বিভিন্ন মাত্রায় তাদের পুঁজি প্রত্যাহার করেছে। এ বছরে ইয়ুন নান প্রদেশে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে গত কয়েক বছর আন্তর্জাতিক পর্যায়ের কোম্পানিগুলোর ইয়ুন নান প্রদেশে বিনিয়োগ করার আগ্রহ বাড়ছে। অসমপূর্ণ এক পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বের শ্রেষ্ঠ ৫০০টি কোম্পানির মধ্যে ২০টিরও বেশি ইয়ুন নান প্রদেশে তাদের শাখা স্থাপন করেছে। ইয়ুন নান প্রদেশের সরকার অব্যাহতভাবে পরিবেশ পরিবর্তন করে বৈদেশিক কোম্পানির জন্য সুষ্ঠু পরিবেশসহ বিভিন্ন সক্রিয় ব্যবস্থা নেবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China