 জাপানের ডেমোক্রাটিক পার্টির চেয়ারম্যান ইউকিও হাতোইয়ামা ১৬ই সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত জাপানের বিশেষ কংগ্রেসে ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নিবার্চিত হয়েছেন ।
এর আগে সাংবাদিকদের এক সাক্ষাত্কার দেয়ার সময় তিনি বলেছেন ,
এ ঐতিহাসিক সময়ের জন্য আমি খুব উত্তেজিত , এর পাশাপাশি আমিও জানি আমার কাছে ইতিহাস সৃষ্টি করার দায়িত্ব আছে ।
নির্বাচিত হওয়া ইউকিও হাতোইয়ামা মন্ত্রীসভা গঠন করবেন , মন্ত্রীসভার নাম তালিকা ঘোষণা করবেন এবং ডেমোক্রাটিক পার্টি , সোস্যাল ডেমোক্রাটিক পার্টি এবং পিপলস নিউ পার্টিকে নিয়ে যৌথ সরকার গঠন করবেন । (শুয়েই ফেই ফেই)
1 2 |