v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বো আও এশীয় ফোরামের দ্বিতীয় আন্তর্জাতিক পুঁজি শীর্ষ সম্মেলন চীনের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্ব দেয়
2009-09-16 15:55:52
বো আও এশীয় ফোরামের দ্বিতীয় আন্তর্জাতিক পুঁজি শীর্ষ সম্মেলন ১৫ সেপ্টেম্বর ব্রিটেনের রাজধানী লন্ডনে শুরু হয়েছে। দুদিনব্যাপী এবারের সম্মেলন গুরুত্বপূর্ণভাবে আর্থিক সংকট সৃষ্টির পর বিশ্বে চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সুযোগ এবং চীনের অর্থ বাজার উন্মুক্ত করায় পশ্চিমা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বয়ে আনা সুযোগ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এবারের বো আও এশীয় ফোরামের আন্তর্জাতিক পুঁজি শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হলো: বিশ্ব অর্থনীতির নতুন প্রেক্ষাপটে চীনের চরিত্র এবং চীনের কোম্পানিগুলোর বিকাশের উপায়'।

বো আও এশীয় ফোরামের মহাসচিব লোং ইয়োং থু ভাষণ দেয়ার সময় বলেছেন,

অনেকে মনে করেন, কথিত বাড়াবাড়ি আর্থিক সৃজনশীলতা থেকে এবারের আর্থিক সংকটের উদ্ভব হয়েছে। তবে আমাদের আর্থিক সৃজনশীলতা এবং চীন আরো বেশি মাত্রার মধ্য দিয়ে আর্থিক শিল্প উন্নয়ন বিলম্বিত করবে না। এর মধ্যে রয়েছে অধিকতরভাবে চীনের পুঁজি বাজার উন্মুক্ত করা। বো আও ফোরাম চীনের শিল্পপ্রতিষ্ঠান মহল এবং বিশ্বের শিল্পপ্রতিষ্ঠান মহল বিশেষ করে আর্থিক মহলের জন্য একটি সংলাপ ও শেখার সুযোগ সৃষ্টি করে দেয়। কারণ শুধু সংলাপ ও যোগাযোগের মাধ্যমেই সমঝোতা গভীরতর করা যায়। শুধু সমঝোতা গভীরকরণ, ব্যবসায়িক সুযোগ খুঁজে বের করা এবং পারস্পরিক উপকারিতা ও উভয়ের জন্য কল্যাণকর লক্ষ্য বাস্তবায়িত হবে।

লোং ইয়োং থু জোর দিয়ে বলেছেন, বিশ্ব অর্থনীতি বিশেষ করে অর্থ শিল্প গুরুত্বপূর্ণ পরিবর্তন হওয়ার সময় চীনের অর্থনীতির মৌলিক নীতি পরিবর্তিত হয়নি, অর্থনীতির সামগ্রিকায়নের প্রবণতা পরিবর্তিত হয়নি। বাজার অর্থনীতি উন্নয়ন বিশেষ করে আর্থিক বাজার উন্নয়নের ব্যাপারে চীনের অব্যাহতভাবে পশ্চিমা দেশের কাছ থেকে শিখা দরকার।

ব্রিটেনের সাধারণ প্রধান আমমোক্তার নেইল ডেভিডসন বলেছেন, এবারের শীর্ষ সম্মেলন দু'পক্ষের শিলপপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি সমঝোতা ও আর্থ-বাণিজ্যিক যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। ব্রিটিশ সরকার ব্রিটেনে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সেতু সৃষ্টি করবে।

চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ছেন চিয়ান বলেছেন, চীন অর্থনীতির বিশ্বায়নের ইতিবাচক অংশগ্রহণকারী। উন্মুক্তকরণের প্রক্রিয়ায় বাইরের পরিবেশের অস্থায়ী অস্থিরতার কারণে উন্মুক্তকরণ নীতি পরিবর্তন করবে না। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের অস্থায়ী অবস্থা কঠিন হওয়ার কারণে সংরক্ষণবাদী ব্যবস্থা নেবে না। তিনি তিনটি প্রস্তাব দিয়েছেন। প্রথমত, সংরক্ষণবাদী বাণিজ্য ও পুঁজি বিনিয়োগবাদীর প্রতিরোধ করা। দ্বিতীয়ত, অধিকতরভাবে বাজার উন্মুক্ত করা। তৃতীয়ত, সক্রিয়ভাবে জ্বালানী সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করার মধ্য দিয়ে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা যায়।

ইতিবাচক বৈদেশিক অর্থনৈতিক নীতি চালু করার কারণে আন্তর্জাতিক অর্থ ক্ষেত্রে চীনের অবস্থান আরো স্পষ্ট হয়ে উঠছে। পাশাপাশি পশ্চিমা কোম্পানিগুলোর জন্য আরো বেশি সুযোগ এনে দিয়েছে। সম্মেলনে স্বাগতিক হিসেবে লন্ডন অর্থ শহরের মেয়র এলডার্মান ইয়ান লুডার বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় চীনের গুরুত্বপূর্ণ ভুমিকার ইতিবাচক মূল্যায়ন করেছেন। তিনি বলেন,

সত্যিকার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে লন্ডন শহর বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় চীনের আরো বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করাকে স্বাগত জানায়। বিশেষ করে ব্রিটেন ও চীনের মধ্যে বৃদ্ধি পাওয়া বাণিজ্য। আমরা দু'দেশের শক্তিশালী ও ক্রমধর্বমান সম্পর্কের ওপর গুরুত্ব দেই। হংকংয়ের মত পরিপক্ক আর্থিক কেন্দ্র এবং সাংহাইয়ের মত নতুন আর্থিক কেন্দ্রের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা দু'পক্ষের অভিন্ন সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গোল্ডম্যান স্যাকস গ্রুপের প্রধান অর্থনীতিবিদ জিম ওনেইল ভবিষ্যতে চীনের অর্থনীতির উন্নয়নের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন,

আমি বিশ্বাস করি, চীনের পরবর্তী বৃদ্ধি আরো টেকসই বৃদ্ধির দিকে যাচ্ছে। এটা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্রিটিশ এমনকি বিশ্বের অন্যান্য কোম্পানিগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। চীন বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ত্বরান্বিতকরণ ভুমিকা পালন করবে।

খোং চিয়া চিয়া

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China