v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
শেনপেইয়ের লোকসংগীত
2009-09-16 14:39:43

কণ্ঠ শিল্পী ফাং চিয়ান শুয়ে

বন্ধুরা, এখন আপনারা ফাং চিয়ান শুয়ের গাওয়া শেনপেই প্রদেশের লোকসংগীত 'গবাদি পশু পালন করা' গানটি শুনছেন। ফাং চিয়ান শুয়ে হচ্ছেন চীনের বিখ্যাত লোকসংগীত শিল্পী। তাঁর কণ্ঠ মিষ্টি ও সুরেলা। তিনি খুব ভালোভাবে চীনের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত গাইতে পারেন। শেনশি প্রদেশে জন্মগ্রহণকারী ফাং চিয়ান শুয়ে নিখুঁতভাবে এ প্রদেশের উত্তরাঞ্চলের লোকসংগীত গাইতে পারেন। 'গবাদি পশু পালন করা' গানটিতে একটি মেয়ের রাস্তার পাশে দাঁড়িয়ে তার প্রেমিকের অপেক্ষা করার দৃশ্য বর্ণনা করা হয়েছে।

উত্তর চীনের শেনশি প্রদেশের উত্তরাঞ্চলকে শেনপেই বলা হয়। সেখানে বিস্তীর্ণ পীত-মাটির মালভূমি ছড়িয়ে আছে। শেনপেই হচ্ছে লোকসংগীতের জন্মস্থান। স্থানীয় জনগণ এ লোকসংগীতের ভেতর নিজের মর্ম ও আবেগকে মিশিয়ে দিয়েছেন। লোকসংগীত হচ্ছে শেনপেই জনগণের দৈনন্দিন জীবনের কর্মকান্ডের সরাসরি প্রতিফলন।

এখন আপনারা ফাং চিয়ান শুয়ের গাওয়া 'ঘোড়া চড়া' নামে লোকসংগীত শুনছেন। গানের কথাগুলো হাস্যকৌতুকে ভরা। তা দিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করার সময় মেয়েদের লজ্জার দিকটি বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন, 'ঘোড়ায় বসে অপেক্ষায় থাকি। সে পথে পৌঁছুলে একটি জুতা ফেলে দিই। বড় ভাই আমার জন্য তুলে দিন। আমি ঘোড়ার ওপর আছি বলে নামতে পারছি না।'

শেনপেইয়ে অনেক রকম লোকসংগীত আছে। যেমন সিনটিয়ানইয়ো, ক্ষুদ্র সুর ও মদমত্ত গানসহ অনেক ধরনের গান। এর মধ্যে সিনটিয়ানিইয়ো হচ্ছে সবচেয়ে প্রতিনিধিত্বশীল। সিনটিয়ানইয়োকে 'পাহাড় আরোহণের গান'ও বলা হয়। এটা হচ্ছে শেনপেই অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত এক ধরনের লোকসংগীত। এ ধরনের লোকসংগীতের মধ্যে অধিকাংশ গানের কথা গায়ক ও গায়িকা যে স্থানে আছে, সেখানে বসে নিজেদেরই রচনা করে গাইতে হয়। এখন শুনুন কণ্ঠ শিল্পী শান সিউ রোংয়ের গাওয়া 'সিনটিয়ানইয়ো'।

গানের কথা এমন, 'সবুজ উইলো গাছ খুব উঁচু। তুমি দেখো, ছোট বোনের কী ভালো লাগে? জমিতে অনেক সাদা ফুল ফুটেছে। তুমি দেখো, ছোট বোনের কোন দিক সুন্দর? ঘোড়ার মধ্যে আমি সবচেয়ে উচ্চতাসম্পন্ন ঘোড়া বাছাই করি। মানুষের মধ্যে তুমিই সবচেয়ে ভালো।'

সিনটিয়ানইয়োর ছন্দ ও সুর মুক্ত হওয়ার মত বয়ে যায়। এর সঙ্গে শেনপেইয়ের ভৌগলিক বৈশিষ্ট্যের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। স্থানীয় মানুষদের পাহাড়ে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলা ও গান গাওয়ার অভ্যাস চিরকালের। ফলে সিনটিয়ানইয়ো থেকে আমরা স্থানীয় প্রাকৃতিক দৃশ্য, সমাজের প্রথা ও শেনপেই বাসীদের মানসিক অবস্থা উপলব্ধি করতে পারি।

এখন ছিন চিং হোংয়ের গাওয়া সিনটিয়ানইয়ো শুনুন।

কণ্ঠ শিল্পী ছিন চিং হোং

গানের কথা এমন, 'ছোট বোনকে দেখার জন্য আমি একটি একটি পাহাড় আরোহণ করি। বোনের কথা মনে পড়লে উদ্বিগ্ন লাগে। তুমি সে পাহাড়ে আছো। আর আমি এ পাহাড়ে আছি। কথা বলা যায় না। কেবল ইশারা দিতে পারি।'

ছু চোং রু চীনের প্রবীণ কণ্ঠ শিল্পী। গত শতাব্দীর চল্লিশের দশকে তিনি শেনপেই এসেছেন। বহু বছরের শিল্পী জীবনে তিনি শেনপেইয়ের লোকসংগীতের ওস্তাদে পরিণত হয়েছেন। আপনারা তাঁর গাওয়া 'চার ঋতুতেই সুচিশিল্পের কাজ করি' নামে গানটি শুনুন।

গানে মেয়েদের সুচিশিল্প দ্বারা চারা ঋতুর ফুল বানানোর দৃশ্যের কথা বর্ণনা করা হয়েছে। এ থেকে সুন্দর জীবনের ওপর মানুষের আগ্রহের কথাই বুঝায়।

শেনপেইর মানুষের হাসিখুশি, সুখ, দুঃখ, বেদনা ও ক্ষোভ সব ধরনের আবেগ এ লোকসংগীতের মধ্যে পাওয়া যায়। জনগণ তাদের মনের সব কথা ও সুর গানের মাধ্যমে প্রকাশ করেন।

কণ্ঠ শিল্পী চু সিউ ফাং

অনুষ্ঠানের শেষে শুনুন চু সিউ ফাংয়ের গাওয়া শেনপেইয়ের লোকসংগীত 'দুই হুয়া'। এটাও একটি ক্ষুদ্র গান। চীনের অনেক অঞ্চলে এ ধরনের গান রয়েছে। গানে বারো মাস ধরে ফুলের পরিবর্তনের মধ্য দিয়ে চার ঋতু বদলানোর কথা বলা হয়েছে এবং সাধারণ জ্ঞানের দিকটি প্রসারিত হয়েছে।

গানের কথা এমন, 'জানুয়ারী মাসে কোন্ ফুল ফুটে? জানুয়ারী মাসে শীতকালীন জ্যাসমিন ফুটে। মার্চ মাসে কোন্ ফুল ফুটে? মার্চ মাসে পিচ ফুল ফুটে। মে মাসে কোন্ ফুল ফুটে? মে মাসে ডালিম ফুল ফুটে।' (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China