 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ১৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে তাঁর আর্থিক সংস্কার পরিকল্পনা পুনরায় বুঝিয়ে কংগ্রেসকে যত তাড়াতাড়ি সম্ভব তা অনুমোদন করার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্টের আর্থিক সংকটের ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে, বারাক ওবামা ওয়াল স্ট্রীটে গিয়ে আর্থিক তত্ত্বাবধান সংস্কারের তিনটি মূল নীতি বর্ণনা করেছেন, তা হচ্ছে: ভোক্তাদের রক্ষা করা, আর্থিক ব্যবস্থা ও তত্ত্বাবধান ব্যবস্থার ক্রুটি দূর করা এবং আন্তর্জাতিক সহাযোগিতা জোরদার করা। তিনি বলেন, এ সব ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে সচ্ছলতা বাড়ানো ও দায়িত্বশীলতা জোরদার করা।
তিনি বলেন, এখন আর্থিক বাজার আগের চেয়ে অনেক স্থিতিশীল হয়ে উঠেছে। এতে সন্তুষ্ট হওয়ার কোন যুক্তি নেই। তিনি ওয়াল স্ট্রিটকে সতর্ক দিয়ে বলেন, তারা কোন ক্রমেই দায়িত্বহীন ,হঠকারিতামূলক আচরন করবে না।
তিনি আরো বলেন, সরকারের পুঁজি বাজার হস্তক্ষেপ করা করা উচিত। এর সংগে সংগে তিনি বলেন তিনি মুক্ত বাজারের শক্তিকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। (আকাশ)
1 2 |