v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ই'ইউ'র সর্বেশেষ পরিসংখ্যান অনুযায়ী তার অর্থনীতি সতর্কতামূলক ইতিবাচক দিকে এগুচ্ছে
2009-09-15 17:25:31
ই'ইউ'র কমিটির ১৪ সেপ্টেম্বর প্রকাশিত তার অর্থনীতির মধ্যবর্তী অনুমান রিপোর্টে বলেছেন, ইউরো ব্যবহৃত অঞ্চল ও ই'ইউ'র অর্থনীতি এ বছরের তৃতীয় তিন মাসে পতন থেকে বের হবে। কিন্তু পুনরুদ্ধারের অনিশ্চয়তা রয়েছে। এটি হচ্ছে আর্থিক সংকট ঘটার পর ই'ইউ'র কমিটির প্রথমবারের মত ইতিবাচক অনুমান। সেজন্য সকল এর ওপর ঘনিষ্ঠ দৃষ্টি রাখছে।

ই'ইউ'র কমিটি'র একটি রিপোর্টে জানা গেছে, ই'ইউ'র অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রবণতা গত শরত্কাল থেকে স্পষ্টই হয়ে উঠেছে। এ রিপোর্ট অনুযায়ী এ বছরের তৃতীয় তিন মাসে ই'ইউ'র অর্থনীতি আগের তিন মাসের চেয়ে ০.২ শতাংম বাড়বে। যার মানে আনুষ্ঠানিকভাবে অবনতিশীল অবস্থান থেকে বের হয়েছে। চতুর্থ তিন মাসে বৃদ্ধির হার ০.১ শতাংশ। এ বছরের তৃতীয় তিন মাসে জার্মানির অর্থনীতির বৃদ্ধির হার ০.১ শতাংশ, ফ্রান্সের ০.৪ শতাংশে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও বৃটেনসহ সাতটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী এ অনুমারা করা হয়েছে। এ সাতটি দেশের জি.ডি.পি ই'ইউ'র ২৭টি দেশের জি.ডি.পি'র ৮০ শতাংশ।

এ বছরের দ্বিতীয় তিন মাসে ই'ইউ'র অর্থনীতি পুনরুদ্ধারের প্রবণতা দেখানো ছিল। আগে প্রকাশিক পরিসংখ্যান থেকে জানা গেছে, এ বছরের প্রথম তিন মাস ই'ইউ'র অর্থনীতি আগের তিন মাসের চেয়ে ২.৪ শতাশ কমেছে। দ্বিতীয় তিন মানে হ্রাসের হার মাত্র ০.২ শতাংশ। আসলে দ্বিতীয় তিন মাসে জার্মানি, ফ্রান্সের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে। যেমন জার্মানির বিখ্যাত শিল্প কোম্পানি থিসেনক্রাপ এ.জি এবং বিশ্বের বিখ্যাত মেড-আপ কোম্পানি ল'ওরিয়াল অর্থনীতিবিদদের চিন্তার বাইরে সুষ্ঠু ফলাফল অর্জন করেছে।

ই'ইউ'র কমিটির অর্থনীতি ও মুদ্রা বিষয়ক সদস্য জোয়েকুইন আলমুনিয়া মধ্যবর্তী অনুমান রিপোর্ট প্রকাশের পর একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ই'ইউ'র অর্থনীতি পুনরুদ্ধারের প্রধান কারণ হচ্ছে ই'ইউ'র বড় আকারের অর্থনৈতিক চাঙ্গাকারী পরিকল্পনার অবদান। ই'ইউ'র কমিটি'র মধ্যবর্তী অনুমান রিপোর্টেও এতে একমত পোষণ করে। তাছাড়া বিশ্বের অর্থনীতি বর্তমান স্থিতিশীলতায় বজায় রয়েছে বলে ই'ইউ'র কমিটি এ ইতিবাচক অনুমাণ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, এশীয় দেশসমুহ বিশেষ করে চীনের অর্থনীতির শক্তিশালী বৃদ্ধি বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের চালিক শক্তিতে পরিণত হচ্ছে।

কিন্তু ই'ইউ'র কমিটি তার রিপোর্টে এ বছরের অর্থনীতির বৃদ্ধির অনুমাণিক হার পরিবর্তন করে নি। এ বছর ই'ইউ'র অর্থনীতির হার ৪ শতাংশ হ্রাস পাবে। এ সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে, অর্থনীতি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে ই'ইউ'র শেষার্ধ বছরে অর্থনীতির অনিশ্চয়তা রয়েছে। কারণ একঃ এবারের বিশ্বের আর্থিক সংকট ই'ইউ'র ওপর গুরুতর নৈতিবাচক প্রভাব পড়েছে। অল্প সময়ে পুনরুদ্ধারের প্রবণতা দেখা হলেও পুনরুদ্ধারের গতি অত্য দ্রুত হবে না। দুইঃ অর্থনীতি পুনরুদ্ধারের কারণ হচ্ছে অর্থনীতি চাঙ্গাকারী পরিকল্পনা। আগামী বছরে অর্থনীতি চাঙ্গাকারী পরিকল্পনা শেষের পর অর্থনীতি আবার হ্রাসের সম্ভাবনা রয়েছে। ই'ইউ'র কমিটি ও ইউরোপের অর্থনীতিবিদ এ নিয়ে বেশি চিন্তিত। তিনঃ এবারের আর্থিক জনশক্তি বাজার ও গণ অর্থের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ প্রভাব অর্থনীতি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে মূল করা যায় না। যেমন কর্মচ্যুতি আগামী বছরের মাঝারি দিকে ভালো হবে বলে ই'ইউ অনুমাণ করে বলেছে।

সেজন্য জোয়েকুইন আলমুনিয়া বলেছেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো ও পরিবারের পুঁজি বিনিয়োগ পরিকল্পনা শুরুর আগে ব্যাংকগুলোর উপযোগী হার অযুযায়ী ঋণ দান নিশ্চিত করার জন্য ই'ইউ অব্যাহতভাবে অর্থনীতি চাঙ্গাকারী পরিকল্পনা বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাংকিং শিল্প পুনর্বিন্যাস করা প্রয়োজন। একই সঙ্গে ই'ইউ'র উচিত অর্থনীতি চাঙ্গাকারী পরিকল্পনা থেকে প্রত্যাহারের জন্য একটি স্পষ্ট, নির্ভরযোগ্য ও সমন্বিত কৌশল প্রণয়ন করা। যাতে গণ অর্থ আবারও টেকসই পথে এগুতে পারে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China