v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আলোকিত দক্ষিণ এশিয়া ২০০৯/৯/১৩
2009-09-14 21:31:43
রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের নতুন রেকর্ড

বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।আগষ্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে ৯৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি সেপ্টেম্বর মাসে রেমিটেন্স আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। গত জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছে ৮৮ কোটি ৬৪ লাখ ডলার। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় অর্থ বছরের প্রথম দু'মাসের হিসেবেও দেশে এসেছে ১৮২ কোটি ২৪ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ১৫৪ কোটি ২৬ লাখ ডলার। ওই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ১৫ শতাংশ।

 ঢাবি'র নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের সোলার ওয়াটার পাম্প উদ্ভাবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র উদ্ভাবন করেছে সোলার ওয়াটার পাম্প। ফলে বাংলাদেশের কৃষিতে সেচকাজে ডিজেল অথবা বিদ্যুত চালিত পাম্পের ওপর নির্ভরতার দিন শেষ হতে চলেছে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক সাংবদিক সম্মেলনে গবেষণা কেন্দ্রের গবেষকরা বলেন, এ সোলার ওয়াটার পাম্প স্থাপনে খরচ স্বাভাবিক সেচ পাম্পগুলোর তুলনায় অনেক কম। এ ছাড়া সেচ মৌসুমের তিন মাস এ পাম্প ব্যবহারের পর বাকী ন'মাস সৌর প্যানেল ও ব্যাটারির মাধ্যমে উতপাদিত বিদ্যুত আশপাশের বাড়ি, দোকানপাটে সন্ধ্যায় বাতি জ্বালানোর কাজেও ব্যবহার করা যাবে, যা ছেলেমেয়েদের লেখাপড়া ও গ্রামীণ মহিলাদের উপার্জন কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক হবে।

 বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চার্যের তিন নম্বর তালিকায় সুন্দরবন

বাংলাদরশের সুন্দরবন বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চার্যের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে। এ তালিকায় এক নম্বরে আছে জিজু দ্বীপ ও দু'নম্বরে আছে ইউসান। তালিকার চতুর্থ স্থানে হা লং বে এবং পঞ্চম স্থানে রয়েছে মাড ভলকানোস।বিভিন্ন দেশের এ স্থানগুলোর পক্ষে প্রচারাভিযান চালানোর ফলে এ র্র্যাকিংয়ের উন্নতি ঘটেছে। উল্লেখ্য, বাংলদেশ- ভারতের সুন্দরবন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চার্যের দ্বিতীয় ধাপে উন্নীত হয়।

 স্লামডগ মিলিয়নিয়ার প্রদর্শিত হবে ঢাকায়

অস্কার বিজয়ী ছবি স্লামডগ মিলিয়নিয়ার এবার প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ছবিটি ঈদের দিন থেকে চলবে বসুন্ধরা সিটি স্টার সিনেপেক্সে। সেরা ছবি, সেরা পরিচালক,সেরা সংগীত পরিচালকসহ মোট ৭ টি বিভাগে অস্কার জয়ী এ ছবিতে অভিনয় করেছেন ভারতের খ্যাতিমান বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

নেপাল ও ভুটানে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির উদ্যোগ

বাংলাদেশ এই প্রথমবারের মত নেপাল ও ভুটানের কাছে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করতে যাচছে। দেশ দু"টি সম্প্রতি ইন্টারনেট ব্যান্ডউইথ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী এ উদ্যোগ নিচছে। নেপাল ও ভুটানে সাবমেরিন কেবল নেই। স্যাটেলাইটের মাধ্যমে প্রচুর অর্থ ব্যয় করে দেশ দু'টি টেলিযোগাযোগের জন্য ব্যন্ডউইথ বৃদ্ধি করে ব্যবহার করছে। এ কারনে এ দু"টি দেশ সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) নামের একটি সংস্থার মাধ্যমে এডিবি"র আর্থিক সহায়তায় বাংলাদেশ ও ভারত থেকে ব্যন্ডউইথ নেয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ও ভারত এ সংস্থার সদস্য।

আইএমএফকে ১ হাজার কোটি ডলার দেবে ভারত

উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির সহায়ক অর্থ হিসেবে ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে ১ হাজার কোটি মার্কিন ডলার সাহায্য দেয়ার আশ্বাস দিয়েছে। গত সপ্তাহে লন্ডনে জি-২০ সম্মেলনে যোগ দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জী এ সাহায্যের আশ্বাস দেন। একই সংগে তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফএর মত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হওয়া উচিত।

পর্যটকদের ওপর পরিবেশ কর আরোপ করবে মালদ্বীপ

বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপিষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির মুখে পর্যটকদের ওপর পরিবেশ কর আরোপ করবে মালদ্বীপ। পর্যটকদের জন্য আকর্ষণীয় দ্বীপ দেশ মালদ্বীপ জলবায়ু পরিবর্তন রোধে সরব। দেশটির মোট দেশজ উতপাদনের এক চতুর্থাংশেরও বেশি আসে পর্যটন থেকে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সম্প্রতি বলেছেন, মালদ্বীপের পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে প্রতিটি পর্যটকের কাছ থেকে তিন ডলার করে কর আদায় করা হবে।

দ্রুত স্থলমাইন অপসারনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করেছে শ্রীলংকা

যুদ্ধ ক্ষেত্র থেকে দ্রুত স্থলমাইন অপসারনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করেছে শ্রীলংকা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায, স্লোভাকিয়া থেকে এ সব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। সেনাবাহিনীর সংগে আরো ৮টি সংস্থা যুদ্ধ ক্ষেত্র থেকে মাইন অপসারনের কাজে নিয়োজিত রয়েছে। এ বছরের শেষ নাগাদ সাম্প্রতিক যুদ্ধে বাস্তুচ্যুত তিন লাখ নাগরিকের মধ্যে ৮০ শতাংশকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে শ্রীলংকা সরকার। ( মফিজুর রহমান )

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China