v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হাইতিতে চীনের শান্তি রক্ষী দাংগা পুলিশ দল জাতিসংঘের উচ্চ পর্যায়ের মূল্যায়ন পেয়েছে
2009-09-14 17:21:28

     হাইতির শান্তি ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে জাতিসংঘের আমন্ত্রণে চীন সরকার পর্যায়ক্রমে হাইতিতে মোট আটটি দাংগা পুলিশ দল পাঠিয়েছে । এ বছরের ১৩ জুন হাইতিতে চীনের অস্টম শান্তি রক্ষী দাংগা পুলিশ দল হাইতিতে পৌঁছে দায়িত্ব পালন করার পর, সভ্য, পেশাদার এবং পরিশ্রমীর ভাবমূর্তি জাতিসংঘের কর্তকর্তাদের মূল্যায়ন পেয়েছে। যা পুরোপুরিভাবে চীনের দায়িত্বশীল বৃহত্তম দেশের ভাবমূর্তি প্রদর্শিত হয়েছে। এখন শুনুন এ সম্পর্কে আমাদের নিজস্ব সংবাদদাতার পাঠানো একটি রেকর্ডিং ভিত্তিক প্রতিবেদন।

    ২০০৪ সালের ১৭ অক্টোবর চীন প্রথমবারের মত হাইতিতে ১২৫জন কর্মীকে নিয়ে গঠিত একটি শান্তি রক্ষী দাংগা পুলিশ দল পাঠিয়েছে। এ পর্যন্ত চীন পর্যায়ক্রমে হাইতিতে মোট আটটি দাংগা পুলিশ দল পাঠিয়েছে । তারা হাইতির শান্তি ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে ইতিবাচক অবদান রেখেছে। জাতিসংঘের হাইতি বিশেষ দলের সাধারণ তত্ত্বাবধায়ক মামাদৌ মৌন্টাগা দিয়াল্লো চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ২০০৪ সালে জাতিসংঘের হাইতি বিশেষ দল গঠনের পর, তিনি হাইতিতে সব চীনা দাংগা পুলিশ দলের কর্মকান্ড প্রত্যক্ষ করেছেন। চীনের দাংগা পুলিশ দল কঠোর শৃঙ্খলা এবং ভাল নৈপুন্য প্রদর্শন করেছে। এ দল হচ্ছে হাইতিতে জাতিসংঘের পাঠানো শ্রেষ্ঠ দাংগা দলগুলোর মধ্যে অন্যতম । এ সম্পর্কে তিনি বলেন:

    " তাদের কর্মকান্ড খুবই চমত্কার। আমরা প্রায় সব সময়ই চীনা দাংগা পুলিশ দলের কাছে দায়িত্ব অর্জন করি। সিটি অব সান ,মার্টিসানের নির্মূলীকরণ অভিযান এবং জনসাধারণের সহিংসতা মোকাবিলার সময় চীনা দাংগা দমন দলের নৈপুন্য খুবই পেশাদর। ২০০৮ সালে তারা লিস কায়েস সংঘর্ষ মোকাবিলার সময় খুবই চমত্কার নৈপুন্য প্রদর্শন করেছে। আমি তাদের পেশাদর দক্ষতা ও মহতী মর্মের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি"।

    জুন মাসে হাইতিতে পোঁছা চীনের অস্টম শান্তি রক্ষী দাংগা দমন দল এখনও হাইতিতে দায়িত্ব পালন করছে। এ দলের ১২৫জন সদস্য প্রধানত চীনের ইয়ুন নান এবং কুয়াং তুং প্রদেশের গণ-নিরাপত্তা সীমান্ত বাহিনীর কর্মী। সব সদস্যেরই হাইতিতে শান্তি রক্ষীর অভিজ্ঞতা রয়েছে। তারা সেখানে ৩ মাস কাটিয়েছে, চীনের অস্টম দাংগা দল তাদের সুষ্ঠু সামরিক শক্তি বজায় রেখেছে। যা জাতিসংঘের হাইতি স্থিতিশীল বিশেষ দলের কর্মকর্তাদের মনে গভীর ছাপ ফেলেছে।

    বিশেষ দলের সাধারণ তত্ত্বাবধক মামাদৌ মৌন্টাগা দিয়াল্লো মনে করেন, চীন সরকার দাংগা দলকে দেয়া ব্যাপক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে তিনি বলেন:  " তাদের নৈপুন্য খুবই চমত্কার। এটি আমার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাদের সাজ-সরঞ্জামও খুবই ভালো। অবশ্যই , এটি চীন সরকারের ব্যাপক সহায়তা দেয়ার সঙ্গে সম্পর্কিত"।

    আমাদের বেতারের সংবাদদাতা হাইতিতে সাক্ষাত্কার নেয়া উপলক্ষে ঠিক চীনের দাংগা দল জাতিসংঘের ১৫দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়ার কথা। প্রশিক্ষণ গ্রুপে ৬জন জাতিসংঘের প্রশিক্ষক রয়েছেন। সুইজারল্যান্ডের প্রশিক্ষণ গ্রুপের একজন কর্মকর্তা ক্রিস বার্থন্ড বলেছেন, এটি হচ্ছে জাতিসংঘের প্রথমবারের মত সারা বিশ্বের বিভিন্ন দায়িত্বশীল অঞ্চলে অভিন্ন মানদন্ডের পুলিশ বাহিনীর ওপর প্রশিক্ষণ দেয়া। তিনি প্রশিক্ষণকালে চীনা দাংগা দমন দলের ভাল নৈপুন্যের পুরোপুরি স্বীকৃতি প্রদান করেন। এ সম্পর্কে তিনি বলেন:

    " প্রশিক্ষণের বিষয় এখানে সুষ্ঠুভাবে চালিয়েছে। চীনা দাংগা দমন দলের পেশাদার মান , শৃঙ্খলা এবং সাজ-সরঞ্জাম আমাদের মনে দৃঢ় ছাপ ফেলেছে"। প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা হাইতিতে চীনের শান্তি রক্ষী দাংগা পুলিশ দলের জাতিসংঘের উচ্চ পর্যায়ের মূল্যায়ন পেয়েছে সম্পর্কিত একটি প্রতিবেদন শুনলেন। শোনার জন্য ধন্যবাদ --ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China