v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
১৯৬৪ সালে চীনের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ
2009-09-14 12:43:32

চীনের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ

১৯৬৪ সালের ১৬ই অক্টোবর চীনের প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরন ঘটানো হয়। সেই দিন বিকেল তিনটায় এই পারমাণবিক পরীক্ষা চালানো হয় পশ্চিম চীনের মরুভূমিতে। এই পারমাণবিক পরীক্ষার সাফল্যের খবর পেয়ে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ যৌথভাবে পাঠানো এক তারবার্তায় চীনের প্রথম পারমাণবিক পরীক্ষায় নিয়োজিত সব বিজ্ঞানী ,প্রকৌশলী, গণ মুক্তি ফৌজের সামরিক অফিসার ও সৈন্য এবং প্রতিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সবকর্মীদের উঞ্চ অভিনন্দন জানায়। এই অভিনন্দন বার্তায় বলা হয় , এই প্রথম পারমাণবিক পরীক্ষার সাফল্য থেকে বোঝা যায় যে ,চীনের প্রতিরক্ষার আধুনিকীকরণ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটা মার্কিন সাম্রাজ্যবাদের আণবিক একচেটিয়াপনা ও আণবিক ভীতি প্রদর্শনের নীতির ওপর মোক্ষম আঘাত হেনেছে এবং বিশ্বের শান্তিপ্রিয় জনগণের মনে ব্যাপক প্রেরণা যুগিয়েছে। ২২শে অক্টোবর চীনের পিপলস ডেলীতে আণবিক একচেটিয়াপনাকে ভেঙ্গে দিন ও পারমাণবিক অস্ত্র ধ্বংস করুন শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়।

১৯৬৪ সালের ১৬ অক্টোবর চৌ এন লাই চীনের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণের সাফল্য ঘোষণা করেন

চীনের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা সম্পর্কে চীন সরকরের প্রকাশিত এক বিবৃতিতে পারমাণবিক অস্ত্র সম্পর্কে চীনের অবস্থান ব্যাখ্যা করে বলা হয় যে , চীনের এ পারমাণবিক পরীক্ষা অনিচ্ছাকৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির সম্মুখীন হয়ে চীন হাতপা গুটিয়ে বসে থাকতে পারে না। এ বিবৃতিতে গুরুত্বের সংগে ঘোষনা করা হয় যে , চীন যে কোনো সময় যে কোনো অবস্থায় প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। পারমাণবিক অস্ত্র সার্বিকভাবে নিষেধ করা ও সম্পূর্ণভাবে ধ্বংস করার লক্ষ্যে বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব উত্থাপন করে এ বিবৃতিতে বলা হয় যে , প্রথম পদক্ষেপ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মতৈক্যে পৌঁছানো উচিত ,অর্থাত্ পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলো ও অচীরে পারমাণবিক অস্ত্র তৈরীতে সক্ষম দেশগুলো পরস্পরের বিরুদ্ধে এবং পারমাণবিক অস্ত্রবিহীন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার আশ্বাস দেবে ।১৭ই অক্টোবর চীনের তদানীন্তন প্রধান মন্ত্রী চৌ এন লাই সবদেশের সরকারপ্রধানের কাছে পাঠানো চিঠিতে পারমাণবিক অস্ত্র সার্বিকভাবে নিষেধ ও সম্পূর্ণভাবে ধ্বংস করার লক্ষ্যে চীন সরকারের বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব জানানো হয়। (পাই খাই ইউয়ান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China