 ১১ সেপ্টেম্বর সকালে পেনটাগন ও বিশ্ব বাণিজ্য কেন্দ্রের " গ্রান্ড জিরো" একালায় " ১১ সেপ্টেম্বর " সন্ত্রাসী হামলা ঘটনার অষ্টম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান পালিত হয়েছে। এ বছর থেকে এ দিনকে " জাতীয় পরিসেবা ও স্মরণ বিদস" বলে অখ্যায়িত হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা স্মরণ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, (রেকডিং ১)
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে, অমুক দিনে অমুক লোকেরা যখন আমাদের আত্মবিশ্বাসের ওপর আঘাত হেনেছে তখন আমরা পনরায় আমাদের অভিন্ন লক্ষ্য নির্ধারণ করেছি। আমাদের মতে থাকতে হবে যে, আমরা কীভাবে একটি ঐক্যবদ্ধ জাতি ও যুক্তরাষ্ট্র গড়ে তুলেছি।
বিশ্ব বাণিজ্য কেন্দ্রের " গ্রান্ড জিরো" এলাকার স্মরণ অনুষ্ঠানে নিউইয়ার্কের মেয়র মিছেল ব্লোমর্বাগ তাঁর ভাষণে " ১১ সেপ্টেম্বর" ঘটনায় নি:স্বার্থ স্বেচ্ছাসেবকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি বলেন,
(রেকডিং ২)
এ ঘটনায় নিহতদের জন্য স্মরণ প্রদর্শন করার পাশাপাশি আমাদেরকে ঘটনাস্থলে নি:স্বার্থ স্বেচ্ছসেবকদেরকে মনে রাখতে হবে। তাদের নি:স্বার্থ সচেতন গভীরভাবে এই শহরের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। |