v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
উ পাং কুও ও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকারের মধ্যে বৈঠক(ছবি)
2009-09-10 19:27:08

যুক্তরাষ্ট্র সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও ৯ সেপ্টেম্বর সকালে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা জলবায়ু পরিবর্তন, আর্থিক সংকট ও পালার্মেন্টের যোগাযোগ জোরদার করাসহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন। এখন শুনুন

একই দিন পেলোসির সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত্ করার সময় উ পাং কুও তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফরের প্রধান উদ্দেশ্য, তাত্পর্য ও কর্মসূচি জানিয়েছেন। তিনি বলেন, 'স্পীকার পেলোসির আমন্ত্রণে আমি যুক্তরাষ্ট্র সফর করছি। এটা হচ্ছে গত বিশ বছরের মধ্যে চীনের জাতীয় গণ কংগ্রেসের কোন চেয়ারম্যানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। আমার সফরের উদ্দেশ্য হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়ন আরো ত্বরান্বিত করা। পালার্মেন্টের বন্ধুদের সঙ্গে সাক্ষাত্ ছাড়া আমি প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের সঙ্গে সাক্ষাত্ করবো। আমি বিশ্বাস করি, এবারের সফর চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে নতুন প্রাণশক্তি যোগাবে।'

পেলোসি চীনের উন্নয়নের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি মনে করেন, সারা বিশ্ব চীনের উন্নয়ন থেকে জ্ঞান লাভ করতে পারে। তিনি বলেন, 'চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুওকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানাতে পেরে আমি গর্বিত বোধ করছি। এ বছরের মে মাসে আমার চীন সফরকালে আমি চীনের বিরাট সাফল্য দেখেছি। নিঃসন্দেহে সারা বিশ্ব চীনের উন্নয়ন থেকে জ্ঞান অর্জন করতে পারে। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পরস্পরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা।'

বৈঠকে দু'নেতা পৃথক পৃথকভাবে বর্তমান চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নের ইতিবাচক মূল্যায়ন করেছেন। উ পাং কুও মনে করেন, 'চীন ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নয়ন হচ্ছে। এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তত্পর এবং অন্তর্নিহিত শক্তির সবচেয়ে বেশি দ্বিপক্ষীয় সম্পর্ক। আর্থিক সংকট, আঞ্চলিক সমস্যা ও জলবায়ু পরিবর্তনসহ বিশ্বজুড়ে চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে এবং উভয়ই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। '

পেলোসি মনে করেন, যে কোন ক্ষেত্র থেকে দেখে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব বলাবাহুল্য। তিনি বলেন, 'চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ যে কোন ক্ষেত্র থেকে বলা যায়, এ দু'দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এমনকি সারা বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।'

জলবায়ু পরিবর্তন মোকাবিলা হচ্ছে উ পাং কুও ও পেলোসির বৈঠকের প্রধান আলোচ্য বিষয়ের অন্যতম। পেলোসি মনে করেন, সংশ্লিষ্ট ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা গোটা বিশ্বে প্রভাব ফেলবে। তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে এ বছরের শেষ দিকে কোপেনহেগেন সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। চীন ও যুক্তরাষ্ট্রের ভূভাগ বিশাল, আন্তর্জাতিক মর্যাদা অদ্বিতীয়। চীন ও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সারা বিশ্বের উন্নয়নে প্রভাব পড়বে।'

একই দিন উ পাং কুও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চীন সম্পর্কিত গ্রুপের প্রধান, সিনেটের ভারপ্রাপ্ত স্পীকার সিনেটের অধিকাংশ সংখ্যালঘু ও সংখ্যাগুরু পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China