v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পাইপো থেকেই নয়া চীন
2009-09-09 18:56:46

কিছু দিন আগে পেইচিংয়ের জাতীয় থিয়েটারে 'পাইপো থেকেই নয়া চীন' শীর্ষক সিমফনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সংগীতানুষ্ঠানটির মধ্য দিয়ে সূচনা হয়েছে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনীর ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিপাইপো ছিল উত্তর চীনের হোপেই প্রদেশের এক'শটির মতো পরিবার বসবাসরত একটি সাধারণ পাহাড়ী গ্রাম। নয়া চীন প্রতিষ্ঠার আগে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, চীনা গণ মুক্তি ফৌজের সদর দপ্তর এখানে স্থানান্তর করে। ফলে এ সাধারণ পাহাড়ী গ্রামটি নয়া চীন প্রতিষ্ঠার পরিচালনা কেন্দ্রে পরিণত হয়। তখন থেকে সিপাইপো তার বিশেষ অবদানের জন্য চীনের বিপ্লবের ইতিহাসে অন্তর্ভুক্ত হয়ে একটি অমর ঐতিহাসিক স্মৃতি হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে।

এখন আপনারা 'পাইপো সিমফনি' অনুষ্ঠানের প্রথম অংশ "পাইপো'র রেখাপাত" এর অংশ বিশেষ শুনছেন। সংগীতটিতে ছন্দোময় সুরের মধ্য দিয়ে সিপাইপো'র স্বচ্ছ নদনদী, পাহাড় আর সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য বর্ণনা স্পষ্ট হয়ে উঠেছে। কন্ঠস্বরের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে ফিরে আসা বসন্তকালে পৃথিবীর সকল মানুষও প্রাণীর পুনরুজ্জীবনের ধারায় নয়া চীন প্রতিষ্ঠার অর্থ বুঝা যায়।

চলতি বছর চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি হবে। এ মহান দিবস উদযাপনের জন্য চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও কেন্দ্রীয় প্রচার মন্ত্রণালয় জুন থেকে অক্টোবর পর্যন্ত পেইচিংয়ে চীন গণ প্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সবার জন্য নন্দিত উপহার হিসেবে ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। চীনের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১১০টিরও বেশি শ্রেষ্ঠ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পেইচিংয়ের বিভিন্ন মিলনায়তনে ধারাবাহিকভাবে পরিবেশিত হবে। অনুমান করা হচ্ছে এসব অনুষ্ঠানে দর্শকের সংখ্যা ৩ লাখেরও বেশি হবে। এ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর বিষয়বস্তু ব্যাপক, তা দিয়ে সার্বিকভাবে নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর চীনের সংস্কৃতি ও শিল্পকলা ক্ষেত্রে অর্জিত লক্ষণীয় সাফল্য প্রকাশিত হবে। হোপেই প্রদেশের সিমফনি অর্কেস্ট্রা বিশেষ করে এ ধারাবাহিক অনুষ্ঠানের জন্য 'পাইপো থেকেই নয়া চীন' শীর্ষক সিমফনি সৃষ্টি করেছে।

এখন আপনারা 'মুক্তিপ্রাপ্ত দিবস' নামে সিমফনির দ্বিতীয় অংশ শুনছেন। সংগীতটিতে উষ্ণ ও আনন্দময় ছন্দ দিয়ে সিপাইপো'র কৃষকদের জমি পাওয়ার পর আনন্দ ও কৃতজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে। সংগীতে পার্কাশন বাদ্যযন্ত্র আর সিমফনির ব্যবহার নিখুঁতভাবে ঐতিহ্য ও আধুনিক তাঁর সংমিশ্রণ প্রকাশিত হয়েছে এবং এতে গভীর স্থানীয় বৈশিষ্ট বজায় রয়েছে।

নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনের জন্য হোপেই প্রদেশের সিমফনি অর্কেস্ট্রার অনুরোধে চীনের বিখ্যাত সুরকার দু মিং সিন উপদেষ্টা হিসেবে এবং যুব সুরকার দু ইয়ো ও সিয়ে ফাং যৌথভাবে 'পাইপো থেকেই নয়া চীন' শীর্ষক সিমফনির সুরারোপ করেছেন। দু মিং সিন হচ্ছে চীনের নামকরা সুরকার। তিনি মস্কোয় উন্নত মানের সুরারোপের বিষয়টি শিখেছেন এবং নৃত্যনাট্য 'লেজওয়ালী সুন্দরী' ও 'লাল মহিলা সৈন্য'সহ অনেক সুর ও সংগীত সৃষ্টি করেছেন এবং চীনা জনগণের ব্যাপক সমাদর পেয়েছেন।

এখন আপনারা সিমফনির তৃতীয় অংশ 'সুখী বসন্তকাল' শুনছেন। এটা একটি সমবেত কন্ঠের গান। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সিপাইপো পৌঁছার পর সারা দেশের জনগণকে যে ভরসা এনে দেন। এ গানটিতে সে কথাই বর্ণিত হয়েছে। গানের কথা এমন, 'বসন্তকাল উষ্ণতা বয়ে এনেছে। হাড় কাপানো শীতকাল বিদায় হয়েছে। আমি গভীর বিশ্বাসের জন্য গান গাই। আমি উজ্জ্বল ভবিষ্যতের জন্য নাচি।'

দু ইয়ো ও সিয়ে ফাং হচ্ছেন সাম্প্রতিক বছরগুলোতে চীনে অতি তত্পর যুব সুরকার। তাঁদের কর্ম ধারায় একক সুর, দ্বৈত সুর, সিমফনি, লোকসংগীত, পপ সংগীত ও চলচ্চিত্রের গানসহ নানা ধরনের সংগীত রয়েছে এবং দশক-শ্রোতাদের তা ব্যাপক প্রশংসা পেয়েছে। এবারের 'পাইপো থেকেই নয়া চীন' শীর্ষক বড় আকারের সিমফনি তাদের কর্মের আরেকটি নতুন শ্রেষ্ঠ পর্যায়ের। এবার শুনুন সিমফনির চতুর্থ অংশ 'পরিকল্পনা অনুসারে চূড়ান্ত জয়লাভ'।

এ সংগীতের অফ ট্র্যাকে কখোনো কখোনো তারবার্তার শব্দ শুনা যায়, কখনো আবার তুমুল আওয়াজ ভেসে আসে। অপেক্ষাকৃত ভিন্ন সুরের তুলনা দিয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সিপাইপোতে চীনের গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে চূড়ান্ত জয়লাভ করার প্রাণবন্ত দৃশ্য ফুটে উঠেছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সিপাইপোতে কেবল দশ মাস ছিল। কিন্তু চীনের বিপ্লবের ইতিহাসে এর উজ্জ্বলতর অধ্যায় রয়ে গেছে। এখান থেকেই নয়াচীনের সৃষ্টি হয়েছে। ফলে সিপাইপো চীনের বিপ্লবের পবিত্র স্থানে পরিণত হয়েছে। প্রতি দিন চীনের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শকের যেন শেষ নেই। জনগণ প্রবীণ বিপ্লবীদের মহান কৃতিত্বকে স্মরণ করার পাশাপাশি দূর্লভ নয়া চীনকে আরো বেশি ভালোবাসেন। সিমফনির পঞ্চম অংশ 'সিপাইপো, আমি তোমার পাঠক' এমন দেশপ্রেমের আবেগ প্রকাশিত হয়েছে।

এ সংগীতের কথা লিখেছেন ওয়াং কাং ও চেসিং। সুর দিয়েছেন ছাও সিয়ান পাং। মূল গায়ক হচ্চেন হো রিউ ওয়া। গানের কথা এমন, 'তোমার কাছে এসেই আমি তোমার শ্রেষ্ঠ রচনা সঙ্গী করেছি। আমি এ শ্রেষ্ঠ রচনা খুলি। আমি তোমার সুন্দর নদনদী ও পাহাড়কে চুম্বন করি। সিপাইপো, আমি তোমার পাঠক। তোমার গাছপালা দেখে আমি উত্সাহব্যঞ্জক প্রাণশক্তি ফিরে পাই। তোমার পাহাড় দেখে আমি উচ্চ তার কথা বুঝি। সিপাইপো, তুমি হচ্ছো আমার ভালোবাসা, তুমি আমার মাতৃভূমি।' (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China