v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হাইনানে লি জাতির নতুন জীবনযাপন
2009-09-08 21:10:49

দক্ষিণ চীনের হাইনান প্রদেশ একটি বহু জাতি অধ্যুষিত দ্বীপ । লি জাতি এ দ্বীপের আদিবাসী । এখন হাইনানে লি জাতির জনসংখ্যা ১০ লাখেরও বেশি ।

ওয়াং স্যু পিং হাইনানের উ চি পাহাড়ী এলাকার দর্শনীয় স্থলে লি জাতির একজন গাইড । পর্যটকদের পথনির্দেশনার পাশাপাশি তিনি পাহাড়ী লোক সংগীতও পরিবেশন করেন । এটা তার কাছে একটি খুবই আনন্দদায়ক ব্যাপার ।

তিনি একদিকে অতিথিদের জন্য পথনির্দেশনা দেন , অন্যদিকে স্থানীয় আদিম গান পরিবেশন করেন । গানে বাচ্চাদের শান্তিতে থাকা এবং তাড়াতাড়ি বড় হওয়ার বাসনা ব্যক্ত করা হয়েছে ।

ওয়াং স্যু পিং ও তার পরিবার পরিজন উ চি শান শহরের সুই মান থানায় বসবাস করেন । এ থানার জনসংখ্যা ৪ হাজারেরও কম । এ থানায় লি জাতি ও মিয়াও জাতির লোকজন বসবাস করেন । উ চি পাহাড়ী এলাকা হল হাইনানের লি জাতি অধ্যুষিত এলাকা । এ অঞ্চলও লি জাতির লোক সংগীতের প্রধান উত্পত্তিস্থল । লি জাতির লোকজন গান গাইতে পছন্দ করেন । লি জাতির নিত্য জীবনযাপনে লোক সংগীত খুবই জনপ্রিয় । লি জাতির লোক সংগীত বৈচিত্র্যপূর্ণ এবং রকমারি । এ সব সংগীত পরিশ্রমের সংগীত , প্রেমের সংগীত এবং নানা অনুষ্ঠানের জন্য ব্যবহার্য সংগীতে বিভক্ত করা হয় ।

লি জাতির নারী ওয়াং স্যু পিং ও তার পরিবার পরিজন এখন নতুন বাড়িতে বসবাস করছেন । তাদের নতুন বাড়ির নির্মাণ গত বছর সম্পন্ন হয়েছে । যখন কৃষি কাজের মৌসুম বেশি , তখন তারা চাষাবাদ করে থাকেন । শীতকালে কৃষি কাজ কম , তাই তখন তারা বাড়িতে বসে রেশমী কাপড় তৈরি করেন ।

ওয়াং স্যু পিং দশ বারো বছর বয়সে রেশমী কাপড় বানানো শুরু করেন । এখন গ্রামে তার রেশমী কাপড় তৈরীর উত্তম নৈপুণ্যের জন্য তিনি খুব সুবিদিত । আগে লি জাতির নারীরা হাতে নিত্য ব্যবহার্য দ্রব্য বানাতেন । এটা হাইনানের বৈশিষ্ট্যসম্পন্ন হস্তশিল্প পণ্যে পরিণত হয়েছে । এটা পর্যটকদের আকর্ষণ করেছে । একটি স্ক্যার্ট ৩ শ' ইউয়ান বিক্রি করা যায় । এক মাস স্ক্যার্ট বানানোর পর তার আয় কয়েক শ' ইউয়ান বেড়ে যেতো । গত কয়েক মাসে ওয়াং স্যু পিং ও তার পরিবার পরিজনের জীবনযাত্রার মান ক্রমাগত উন্নত হয়েছে । তিনি ভবিষ্যত জীবনযাপনের ব্যাপারে খুবই আশাবাদী । তার দুই সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।

সন্তানদের জন্য লেখাপড়া যত বেশি তত ভাল । বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তো আরো ভাল ।

সন্ধ্যায় ওয়াং স্যু পিং ও গ্রামের লি জাতির মেয়েরা নিজেদের বানানো সুন্দর স্ক্যার্ট পরে সংখ্যালঘু জাতির নাচ করতে শুরু করেন । তারা আনন্দের সঙ্গে গানও গাইলেন ।

উ চি পাহাড় ও সমুদ্রের তীরে লি জাতির লোক সংগীতের সুন্দর সুর সর্বত্র শোনা যাচ্ছিল । শান ইয়া শহরের ফিনিক্স থানার সুপারি গ্রাম লি জাতির লোকজনের বসবাসকারী একটি গ্রাম । এ গ্রামে বাড়িতে বাড়িতে সুপারি গাছ লাগানো হয় । নদীর পানি সচ্ছ । গ্রামবাসীদের বাড়ির প্রাঙ্গনে রঙবেরঙের ফুল ফোটে । উচুঁ সুপারি গাছের শাখায় শাখায় সুপারি ফল থরে থরে সাজানো । লি জাতির গ্রামবাসী ফু তে হুই বলেন , ফল গাছ লাগানো , মত্স চাষ ও হাঁস-মুর্গী পালনের মাধ্যমে লি জাতির কৃষকদের আয় বিপুল পরিমাপে বেড়ে গেছে ।

গ্রামে আম , ফুল গাছ , ফলমূল , শাক-সবজি , সুপারি ও রাবার চাষ করা হয় । এতে গ্রামবাসীদের প্রচুর আয় হয়েছে ।

আগে ফু তে হুই ও তার পরিবারের সদস্যরা খড়ের ঘরে বাস করতেন । পরে খড়ের ঘরের পরিবর্তে পাকা ঘর নির্মাণ করা হয় । গত বছর তার পরিবারের বড় ও পরিপাটি নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে । নতুন বাড়ি তাদের নিজেদের বসবাস ছাড়া পর্যটকদের সুবিধার্থে হোটেল হিসেবেও ব্যবহার করা হচ্ছে ।

পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে গ্রামে বেশ কয়েকটি গ্রামীণ হোটেল গড়ে তোলা হয়েছে । এ সব হোটেলে পর্যটকদের জন্য বিশ্রাম এবং তাদের খাওয়ার প্রয়োজনও মেটানো হয় ।

সুপারি গ্রাম একটি সুন্দর গ্রামীণ পার্কের মতো । গ্রামের সর্বত্র সবুজের পরিবেশে পরিপূর্ণ । সন্ধ্যায় যখন গ্রামবাসীদের কৃষি কাজ শেষ , তখন তাদের নাচ গান পরিবেশনের অনুষ্ঠানও শুরু হয় । তরুণ-তরুণীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে নাচ গান করেন ।

বাঁশের নাচ হাইনানের লি জাতির এক ধরনের ঐতিহ্যবাহী নৃত্য । স্বর্গ ও দেবতার প্রতি এটাও লি জাতির লোকজনের শ্রদ্ধা নিবেদনের এক ধরনের ধর্মীয় অনুষ্ঠান । যার মাধ্যমে লি জাতির পূর্বপুরুষের উপাসনা করা হয় । এ ধরনের নাচ এখন লি জাতির শরীর চর্চা ও আমোদ প্রমোদের বিশেষ উপায়েও পরিণত হয়েছে ।

চীনের চন্দ্রবর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন লি জাতির সবচেয়ে আড়ম্বরপূর্ণ দিবস । এ উত্সব উদযাপন উপলক্ষে লি জাতির লোকজন উত্সবের রঙবেরঙের পোশাক পরে জমায়েত হন। তারা গানের সঙ্গে সঙ্গে নাচ করেন । তখন তীরন্দাজ , কুস্তিসহ লি জাতির বৈশিষ্ট্যসম্পন্ন ও বৈচিত্র্যপূর্ণ ক্রীড়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । অন্ধকারে তরুণ-তরুণীরা উদ্দীপনার সঙ্গে মদ পান করে এবং মধ্যরাত না হওয়া পর্যন্ত নাচ গান করে থাকেন ।

চন্দ্রবর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন লি জাতি এবং হাইনানের বিভিন্ন জাতির লোকজনের একটি গুরুত্বপূর্ণ উত্সব হয়ে দাঁড়িয়েছে । এতে লি জাতির ঐতিহ্যবাহী আচার ব্যবস্থার প্রকাশ পেয়েছে । (থান ইয়াও খাং)

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China