v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ছাতার নৃত্য সংগীত
2009-09-08 18:47:35

কণ্ঠশিল্পী ইয়ু শু ছিন

আপনারা চীনের কণ্ঠশিল্পী ইয়ু শু ছিনের গাওয়া 'ছাতা নৃত্য সংগীত' শুনছেন। এটা হচ্ছে হোনানের একটি লোকসংগীত। গায়ক গান গাওয়ার সাথে সাথে নাচতে থাকেন। এক ধরনের স্থানীয় অপেরার মতো। গানের কথা এমন, 'জন্মভূমির নদনদী ও পাহাড় ছবির মতো সুন্দর। যে কোন লোক তা দেখে পছন্দ করবে। চোখে দেখে মনে আনন্দ পায়। মনে মনে হেসে ওঠে।' আপনারা ইয়ু শু ছিনের মিষ্টি কন্ঠের গাওয়া এ গানটি উপভোগ করুন।

ইয়ু শু ছিন চীনের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। ১৯৬২ সালে তিনি চীনের লোকসংগীতের জন্মস্থান শানশি প্রদেশে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাও শিল্পী। পরিবারের প্রভাবে ছোট বেলা থেকেই তিনি সংগীতকে ভালোবাসেন এবং বহু লোকসংগীত, পিকিং অপেরা, শানশির স্থানীয় অপেরা ও খুন অপেরা শিখেছেন। বড় হওয়ার পর তিনি পরীক্ষায় পাশ করে চীনের প্রাচ্য নৃত্য গীতি দলে যোগদান করেন এবং পেইচিংয়ে চলে আসেন। চীনের এ বিখ্যাত শিল্পী দলে ইয়ু শু ছিন বিশেষ করে চীনের লোকসংগীত ও পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর লোকসংগীত শিখেছেন। তাঁর গাওয়ার মানেও অনেক উন্নতি হয়েছে। ১৯৮৭ সালে তিনি গীতিনাট্য শেখার জন্য অস্ট্রেলিয়া যান। এরপর তিনি অস্ট্রেলিয়ার গীতিনাট্য মঞ্চে তত্পর হয়েছেন। ২০০১ সালে অস্ট্রেলিয়ার তথ্য মাধ্যম ইয়ু শু ছিনকে অস্ট্রেলিয়ার বছরের শ্রেষ্ঠ শিল্পী নির্বাচন করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China