v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সার্কভূক্ত দেশগুলোর মধ্যে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার ব্যাপারে মতৈক্য
2009-09-07 12:24:02

**সার্কভূক্ত দেশগুলোর মধ্যে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার ব্যাপারে মতৈক্য

হিমালয় থেকে সৃষ্টি হওয়া নদী গঙ্গা, ব্রম্মপুত্র ও মেঘনাকে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনায় নিয়ে আসার ব্যাপারে একমত হয়েছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ। গত মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমন্ডুতে হিমালয়কেন্দ্রিক দেশগুলোর জলবায়ু বিষয়ক সম্মেলনের সমাপনী দিনে বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মে একটি প্রস্তাব দেয়া হলে অংশগ্রহণকারী অন্য দেশগুলো এর সঙ্গে একমত হয়। বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্তানের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে একটি অভিন্ন রূপরেখা তৈরি করেন। সম্মেলনে নেপাল, বাংলাদেশ ও শ্রীলংকার ২০জন সংসদ সদস্য অংশ গ্রহণ করেন।

**বাংলাদেশে বিনামূল্যে ২ কোটি ৬৫ লাখ বিদ্যুত্ সাশ্রয়ী বাল্ব বিতরনের উদ্যোগ

বাংলাদেশ সরকার সারাদেশে গ্রাহকদের মধ্যে বিনামূল্যে দু'কোটি পয়ঁষট্টি লাখ বিদ্যুত্ সাশ্রয়ী বাল্ব বিতরনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এর মধ্যে প্রথম পর্যায়ে আগামী মার্চে এককোটি পাঁচ লাখ এবং দ্বিতীয় পর্যায়ে এককোটি ষাট লাখ বাল্ব বিতরণ করা হবে। গ্রাম শহর নির্বিশেষে প্রত্যেক গ্রাহককে বিনামূল্যে দু'টি করে বাল্ব দেয়া হবে। বিশ্বব্যাংকের ২৬৫ কোটি টাকা অনুদানসহ প্রায় ২৯৬ কোটি টাকা ব্যয় সাপেক্ষ এ প্রকল্প বাস্তবায়িত হলে ৩৫০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুত্ সাশ্রয় হবে বলে সরকারি হিসেবে বলা হয়েছে। একটি নতুন বিদ্যুত্ কেন্দ্র নির্মান করে এই পরিমান বিদ্যুত্ উত্পাদনে প্রায় তিন হাজার কোটি টাকা প্রয়োজন হয় এবং এ জন্য সময়ও লাগে কয়েক বছর।

**ড. মুহাম্মদ ইউনূস ভারতের লোকসভায় বক্তৃতার জন্য আমন্ত্রিত

শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস ভারতের লোকসভায় বক্তৃতা দেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন। আগামী ৯ই ডিসেম্বর নয়াদিল্লীতে লোকসভা ভবনের সেন্ট্রাল হলে বক্তৃতা করবেন তিনি। ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ইউনূস লোকসভার শীতকালীন অধিবেশনে 'অধ্যাপক হিরেন মুখার্জি স্মারক বক্তৃতা' করবেন। তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি, যিনি এই বক্তৃতা দেওয়ার সম্মান পেতে যাচ্ছেন। এর আগে ২০০৮ সালে নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন প্রথম এ স্মারক বক্তৃতা করেন। অধ্যাপক হিরেন মুখার্জি পশ্চিম বঙ্গ কমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসেবে ১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাঁচবার লোকসভার সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৪ সালে পরলোক গমন করেন।

**বিশ্বভারতীকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান

শান্তি নিকেতনের রবীন্দ্র স্মৃতি বিজড়িত বিশ্বভারতীকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউনেস্কোর কাছে আবেদন করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য ও ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। ইউনেস্কোও এ ব্যাপারে একটি পরামর্শদাতা কমিটি গঠন করেছে। ২০১১ সাল কবিগুরুর জন্মের দেড় শ বছর পূর্তি উত্সব। তাঁর জন্মোত্সবটি বিশ্বব্যাপী পালনের জন্য ইউনেস্কো বিশ্বভারতীয়কে দায়িত্ব দিয়েছে।

**ভারতে এবার হতে যাচ্ছে ময়ূর শুমারি

বাঘ শুমারির পর ভারত সরকার এবার দেশে ময়ুর শুমারির উদ্যোগ নিয়েছে। ময়ূর ভারতের জাতীয় পাখি। ২০১০ সালে শুরু হবে এ শুমারি। ভারতে ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৪টি রাজ্যে কমবেশি ময়ূর রয়েছে। কিন্তু এ ময়ূরের সংখ্যার কোন হিসাব নেই ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয়ে। ভারতীয় বন্যপ্রাণী সংস্থা এর আগে শুমারির প্রস্তাব দিলেও এতোদিন তা কার্যকর হয় নি। এবার ভারত সরকার শুমারির উদ্যোগ নিয়েছে। এ কাজে সময় লাগবে ৪ থেকে ৫ বছর।

**পাকিস্তানের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে শ্রীলংকা বাহিনী

পাকিস্তানের সেনাবাহিনীকে এবার প্রশিক্ষণ দিতে যাচ্ছে শ্রীলংকার সেনাবাহিনী। শ্রীলংকার সেনাবাহিনী বলেছে, এমন সুযোগ পেলে তারা খুশি হবে। তারা আরও বলেছে, সম্প্রতি এলটিটিই গেরিলাদের পর্যুদস্ত করার পর পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এমন প্রশিক্ষণের জন্য শ্রীলংকাকে অনুরোধ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের কারণে শতভাগ শিক্ষিত মানুষের দেশ শ্রীলংকার অর্থনৈতিক অগ্রযাত্রা পিছিয়ে পড়েছে। সন্ত্রাসমূলক কর্মকান্ড বিস্তৃত হওয়ার কারণে পাকিস্তানের অবস্থাও অনুরূপ হতে যাচ্ছে।

**তামিল এলাকায় মাইন অপসারনের উদ্যোগ

শ্রীলংকায় তামিল অধ্যুষিত এলাকাগুলো থেকে স্থল মাইন অপসারনে ওই অঞ্চলে আরও সৈন্য পাঠানো হচ্ছে। তামিল টাইগারদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধের সময় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রীলংকার সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাইন অপসারনের লক্ষ্যে ওই অঞ্চলে এরই মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের চার শ' সেনা পাঠানো হয়েছে। এ কাজে অংশ নিতে সেখানে আরো কয়েক ব্যাটালিয়ন সেনা পাঠানো হবে। তামিল টাইগাররা ওই অঞ্চলে কী পরিমান মাইন পুঁতে রেখেছে সে সম্পর্কে তেমন ধারণা নেই সেনাবাহিনীর। তবে মাইন অপসারনে সেনাবাহিনীকে সহায়তা দিচ্ছে আরও ৪টি বেসরকারি উন্নয়ন সংস্থা। (মফিজুর রহমান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China