v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের শেষ পর্যায়ে উত্তর কোরিয়া
2009-09-04 22:15:12

পরমাণু অস্ত্র তৈরীর কাজ প্রায় রপ্ত করে ফেলার ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া ৪ সেপ্টেম্বর বলেছে, তারা ইউরোনিয়াম সমৃদ্ধকরণের শেষ পর্যায়ে রয়েছে এবং প্লুটোনিয়াম নিয়ে অস্ত্র তৈরী করছে। জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি ৩ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে আরো বলা হয়, " আমরা এখন সংলাপ এবং নিষেধাজ্ঞা দু'য়ের জন্যই প্রস্তুত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি স্থায়ী সদস্য আলোচনার আগেই নিষেধাজ্ঞা দিতে চাইলে আমরা আলোচনা ত্যাগ করে পরমাণু অস্ত্রে বলীয়ান হয়ে এর জবাব দেব।"

জানা গেছে, উ. কোরিয়া জাতি সংঘ নিরাপত্তা পরিষদের ১৮৭৪ প্রস্তাবের প্রতি বিরোধিতা করে এবং এ প্রস্তাব কোনভাবেই মানার নয় ।

দ.কোরিয়ার পররাষ্ট্র ও বানিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুন তায়ে ইয়ং ৪ সেপ্টেম্বর জানিয়েছেন, উত্তর কোরিয়া যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের শেষ পর্যায়ে প্রবেশ করেছে , তার প্রতি দ. কোরিয়া গভীর দুঃখ প্রকাশ করেছে। তিনি বলেন , কোরিয়া উপদ্বীপে পরমানুমুক্ত এবং পূর্ব উত্তর এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশিলতা বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে। তার বিরুদ্ধে উ. কোরিয়ার প্ররোচনা কোন মতেই গ্রহণ করা যায় না। দ. কোরিয়া সংশ্লিষ্ট দেশের সংগে উ. কোরিয়া যত তাড়াতাড়ি সম্ভব পরমানু অস্ত্র ত্যাগ করে ছ'পক্ষীয় বৈঠকে পুনরায় ফিরে আসার তাগিদ দেবে। এর সংগে সংগে উ. কোরিয়ার হুমকি ও প্ররোচনা দ. কোরিয়া বরাবরের মতই দৃঢ়ভাবে মোকাবিলা করবে।

তিনি আরো জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের উ.কোরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফেন বোসওয়ার্থ এ দিন বিকেলে দ. কোরিয়া সফর করবেন। তখন দ.কোরিয়ার সংগে উ. কোরিয়ার বিষয় নিয়ে তাঁর সংগে মত বিনিময় করবেন। (আকাশ)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China