নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান আয়োজনের সময় বাকি রয়েছে আর মাত্র এক মাসেরও কম। তারিখ যতই ঘনিয়ে আসছে ততই যেন চীনের বিভিন্ন অঞ্চলে জাতীয় দিবস উদযাপনের পরিবেশও ক্রমে ক্রমে উত্তাল জোয়ার জেসে উঠছে।
১ অক্টোবর পেইচিংয়ের থিয়েন-আন-মেন মহাচত্বরে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপনী সভা অনুষ্ঠিত হবে। এখন পেইচিংয়ে জাতীয় দিবস পালনের সংশ্লিষ্ট প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে। জাতীয় দিবসে কুচকাওয়াজ ও জনসাধারণের শোভা যাত্রা করার প্রধান সড়ক হিসেবে চাংআন সড়কের বিগত দশ বছরের মধ্যে প্রথমবারের মতো মেরামতের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। থিয়েন-আন-মেন মহাচত্বরের তোরণ-ভবন ও পরিদর্শন মঞ্চ চুনকাম করে সাজানোর প্রকল্পও প্রায় শেষ। তা ছাড়া চাংআন সড়কের দু'পাশে, থিয়েন-আন-মেন মহাচত্বর, অলিম্পিক কেন্দ্রীয় এলাকা আর শহরের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ফুল দিয়ে সাজানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। অনুমান অনুযায়ী, জাতীয় দিবসে ৪ কোটিরও বেশি আন্তর্জাতিক পর্যায়ের প্রচলিত ফুল দিয়ে পেইচিং শহরকে সাজানো হবে।
জাতীয় দিবস উদযাপনের জন্য চীন সরকার প্রস্তুতিমূলক কাজ পুরোদমে করার পাশাপাশি চীনের বিভিন্ন অঞ্চলের জনসাধারণও নিজ নিজ পদ্ধতিতে এ উত্সব পালন করবেন। তাঁরা ভাস্কর্য সৃষ্টি এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি নিজের গাড়িতে 'জাতীয় দিবসের স্লোগান' লাগানোসহ নানা পদ্ধতিতে নিজের আবেগ ও অনুভূতি প্রকাশ করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |