v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সিআরআই'র বাংলা অনুষ্ঠান একদিন না শুনে থাকতে পারি না
2009-09-03 17:54:56
বাংলাদেশের ঝিনাইদহ জেলার 'সোনার বাংলা রেডিও ক্লাবে'-র গোলাম রসুল তাঁর চিঠিতে বলেছেন, 'আমি সিআরআই'র একজন অতি ভক্ত ও অনেক পুরানো শ্রোতা। আমি সিআরআই'র অনুষ্ঠান প্রচারের শুরু থেকে আজ পর্যন্ত নিয়মিত অনুষ্ঠান শুনিছি ও চিঠি লিখে আসছি।' তিনি আরো বলেছেন, তিনি আজ পর্যন্ত কোন প্রতিযোগিতায় কোন পুরুস্কার পান নি। আচ্ছা, প্রথমেই আমি বাংলা বিভাগের সবা সদস্যের পক্ষ থেকে আপনাকে আমাদেরকে সমর্থনের জন্য ধন্যাবাদ জানাই। আমরা আপনার আগ্রহে অনেক মুগ্ধ হয়েছি। এখন আমি আপনাদেরকে আমাদের প্রতিযোগিতার পুরস্কার বাছাই'র নিয়মগুলো আবার জানাবো। হাজার হাজার শ্রোতা আমাদের প্রতিবারের প্রতিযোগিতায় অংশ নেন। সেজন্য আমরা যিনি সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়েছেন, তাকে বাছাই করি। এরপর আমরা সিআরআই নির্ধারিত পুরস্কারের সংখ্যা অনুযায়ী বিজয়ী শ্রোতাদের লটারীর মাধ্যমে বাছাই করি। সেজন্য আপনাদের উত্তর সঠিক হলেও অনেক সময় পুরস্কার অর্জন নিশ্চিত হয় না। কিন্তু এখন থেকে আমরা প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে প্রতিযোগিতার আয়োজন করবো। এতে আপনাদের পুরস্কার লাভের আরো বেশি সুযোগ যারবে এবং আরো বেশি পুরস্কার দিতে পারবো। আমি বিশ্বাস করি, আপনি প্রতিবার প্রতিযোগিতায় অংশ নিলে অবশ্যই পুরস্কার লাভ করবেন। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শ্রোতা জোয়াদ কামাল তাঁর চিঠিতে বলেছেন, 'সিআরআই আমআর এক বিশ্বস্ত বন্ধু। সিআরআর'র অনুষ্ঠানগুলো ভীষণ ভীষণ ভাললাগে। তাই সিআরআইকে ভালবাসি। সিআরআই'র ভালবাসায় আমরা ধন্য। আজীবন আমি এবং আমাদের সদস্যরা সিআরআই'র পাশে থাকতে চাই। সিআরআই আমাদের পাশে থাকবে তো? সিআরআইকে নিয়মিত চিঠি লিখি। চিঠি না লিখে পারিনা। হ্যাঁ বদ্ধু প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই আন্তরিকতার জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে থাকতে চাই। আমরা আপনাদের জন্য ভাল ও সুন্দর অনুষ্ঠান তৈরী ওপর বেশন করতে চাই। এটি আমাদের দায়িত্ব। কিন্তু বাংলাদেশের নাটোর জেলার ইন্টারন্যাশনাল রেডিও এন্ড টিভি ডিএক্স ক্লাবের রূমানা আফরোজ মল্লিক তাঁর চিঠিতে বলেছেন, 'আমাদের সবচাইতে ভাল লাগে মিতালী অনুষ্ঠান, মুখোমুখি এবং এসো চীনা শিখি ইত্যাদি। আশা করি পত্রের উত্তর দিবেন।' প্রিয় বন্ধু, আমরা প্রতি মাসে হাজার হাজার শ্রোতার চিঠি পাই। এবং আমরা প্রতিটি চিঠি পড়ে দেখি। কিন্তু আমাদের প্রতিটি চিঠির উত্তর দেয়ার জন্য সময় যথেষ্ট নেই। সুতরাং আমরা আপনাদের পাঠানো পত্রের মধ্যে নেবে ভালো পত্রটিকেই বাছাই করি। আমরা আশা করি, আপনারা আমাদেরকে সমঝোতা করেন। আমরা অবশ্যই সবার চিঠির উত্তর দেয়ার চেষ্টা করবো। আমরা অনুষ্ঠানগুলো ওয়েবসাইটে দেই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, ওয়েবসাইটে সরাসরি পাঠাতে পারেন। ওয়েবসাইটে উত্তর দিলে তা আরো সুবিধাজনক হবে। বাংলাদেশের নারায়নগন্জ জেলার কেমিক্যাল এন্ড ডাইস মিনার ইন্ডাসট্রিজ (প্রা:) লি:'র স্টোর কিপার এইচ, এম, তারেক তাঁর চিঠিতে আমাদের কয়েকজন সদস্যের অনুষ্ঠানের বিষয় মুখস্ত করেছেন। শুলে আমরা খুব খুশি হয়েছি। বুঝতে পেরেছি সত্যিই আপনি অনেক মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠান শুনেন। হ্যাভাই এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন। এছাড়াও, আপনিপ্রশ্ন করেছেন যে, চীনের মোট শহর কয়টি? হ্যাঁ,ভাট ডানিয়ে দিচ্ছি চীনের প্রদেশে পর্যায়ের শহর ৩৪টি, বিভাগের পর্যায়ের শহর ৩৩৩টি ও জেলার পর্যায়ের শহর ২৮৬২টি। বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই,পি,এম ফ্যান ক্লাবের সভাপতি সুখদেব কুমার ঘোষ তাঁর চিঠিতে বলেছেন, 'আমি ৩০ বছর ধরে সিআরআই'র সঙ্গে আছি। সিআরআই আমার খুব প্রিয় বেতার। সিআরআই'র বাংলা অনুষ্ঠান একদিন না শুনে থাকতে পারি না।' আপনি একটি খবু ভাল প্রস্তাব করেছেন, শ্রোতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে আবারও সিআরআই'র মাসিক কুইজের আসর চালু করার জন্য এবং কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে আবারও মাসিক ও বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন হবার কথাও বলেছেন। ভাই সুখদের আসলে আমরাও মনে করি, প্রতি মাসে একজন শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করা উচিত। আমরা আপনার প্রস্তাবটি বিবেচনা করবো। ভাই আপনি এখনো প্রতিযোগিতায় কোনপুরস্কার লাভ করেন নি। বলে দুঃখ পেয়েছেন। আমি আগেও বলেছি, আমরা এখন থেকে প্রতি মাসে ওয়েবসাইটে প্রতিযোগিতার আয়োজন করবো এবং পুরস্কার প্রাপ্তদের ছবি ওয়েবসাইটে দেবো। পুরস্কার পেতে চাইলে অবশ্যই আমাদের মাসিক প্রতিযোগিতায় অংশ নেবেন। আপনি প্রশ্ন করেছেন যে, চীনের জনগণের বার্ষিক মাথাপিছু আয় কত? ২০০৮ সালে চীনের গ্রামের জনগণের বার্ষিক মাথাপিছু আয় ছিল ৪৭৬১ ইউয়ান রেনমিনপি এবং শহরের জনগণের বার্ষিক মাথাপিছু আয় ছিল ১৫৭৮১ ইউয়ান রেনমিনপি।
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China