v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নেপালের কাঠমন্ডু বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ২ বছর পূর্তি
2009-09-02 14:27:48
    ১৩ জুন সকালে নেপালের কাঠমন্ডু বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে তার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে । নেপালে চীনের রাষ্ট্রদূত ছুই কুও হোং , কাঠমন্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য শর্মা , কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এবং ৩০ জনেরও বেশী নেপালে চীনা ভাষা শিক্ষাদানকারী চীনের স্বেচ্ছাসেবকসহ ১০০ জনেরও বেশী লোক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

    "শৈশবকালে মা আমাকে জানিয়েছেন , পাহাড়ের ওপর হচ্ছে চীন দেশ ——একটি বিশাল-অঞ্চল এবং দীর্ঘ-ইতিহাসের সুন্দর দেশ । আমি সে দেশকে খুব পছন্দ করি । কিন্তু আমার যোগাযোগের ভাষা খুবই দুর্বল । এটা আমার সবচেয়ে বড় বাধা । তারপরে একদিন আমি কনফুসিয়াস ইনস্টিটিউটে যাই । সুতরাং তরুণ না হয়েও নয় আমি পুনরায় স্কুল ব্যাগ নিয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের ক্লাসে প্রবেশ করেছি ।"

    এ সবই নেপালের ছাত্র-ছাত্রীদের বক্তব্য । কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতি তাঁরা তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

    অনুষ্ঠানে ৩০ জনেরও বেশী ছাত্রছাত্রী উপাচার্য্য শর্মার হাত থেকে কনফুসিয়াস ইনস্টিটিউটের স্নাতক হওয়ার মানপত্র গ্রহন করেছেন । তাদের মুখে ছিল আনন্দের হাসি । নেপালের ছাত্র লানসান বলেছেন ,চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য তার পরিবার পরিজনই হিমালায় পর্ব্বত অতিগ্রম করেন । তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ,তিনি বড় হলে নেপাল ও চীন এ দুদেশের মধ্যের বাণিজ্য ক্ষেত্র আরও বাড়ানোর চেষ্টা করবেন ।

    দু' বছর আগে যখন নেপালে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় তখন মানুষ এ সম্পর্ক কিছুই জানতো না । চীনের হোপেই বাণিজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নাগরিক কমিউনিটিতে বিজ্ঞাপন দেন । তাঁরা কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে চীনা ভাষা ক্লাস শুরু করেন এবং স্থানীয় নেপালীদের সঙ্গে সহযোগিতা করে চীন-নেপাল সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান শুরু করেন । যাতে কনফুসিয়াস ইনস্টিটিউটকে বেশি পরিচিত হয় ।

    নেপালের বিভিন্ন মহলের চাহিদা মেটানোর জন্য কাঠমন্ডু বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষা ক্লাস , শিক্ষক প্রশিক্ষণ ক্লাস এবং প্রাপ্তরয়স্কদের জন্য চীনা ভাষার শর্ট কোর্স শুরু হয় এবং স্কুলের ছাত্রছাত্রীদের চীনা ভাষা শোখা ও নেপালে চীনা ভাষার গাইড প্রশিক্ষণ সহ নানা ধরনের কর্মসূচী গ্রহন করা হয় ।যাতে নেপালের জনগণের জন্য চীনা ভাষা শেখা এবং চীনকে জানার ভালো পরিবেশ সৃষ্টি করা যায় । এ সব কর্মসূচী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ব্যাপক সোড়া পাওয়া গেছে । এ বছরের দ্বিতীয়ার্ধে কনফুসিয়াস ইনস্টিটিউট নেপালী টিভিতে চীনা ভাষা শিক্ষা বিষয়ক কর্মসূচি শুরু করবে এবং চীন দক্ষিণ-এশিয়া গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China