v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আকাশ
2009-09-01 18:30:51

 চীনের সংগীত জগতে এমন একজন কণ্ঠ শিল্পী আছেন। কেউ সঠিকভাবে তাঁর সম্পূর্ণ রূপ বর্ণনা করতে পারেন না। কেবল অনেক দূর থেকে তাকে দেখা যায়। দেখি, তিনি ইচ্ছা মতো হাসি, শান্তভাবে গান গান, সংগীত জগত থেকে বিদায় নেন, বিয়ে করেন, সন্তান গ্রহণ করেন। তাকে চীনা সংগীত মহলের প্রথম রাণী বলা হতো। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের 'টাইমস পত্রিকার' প্রথম পৃষ্ঠায় প্রকাশিত প্রথম চীনা কণ্ঠ শিল্পী। তাঁর নাম ওয়াং ফেই। ২০০৪ সালে তিনি চুপে চুপে সংগীত মহল থেকে সরে গেছেন। এখন তাঁর অনুরাগীরা কেবল তাঁর পুরোনো গানগুলো শুনে তাঁর কথা স্মরণ করতে পারেন। এখন আমরা একসাথে তাঁর প্রতিনিধিত্ব কর্ম 'আকাশ' নামে গানটি শুনবো। উপভোগ করুন।

গানের কথা এমন, 'আমাদের আকাশ কবে সংযুক্ত হবে? বিশ্বের দু'পারে একাকী হয়ে আমরা এক এক বছর অতিক্রম করছি। তোমার জন্য প্রেমের কথা জমে যায়।'

১৯৯৪ সালে ওয়াং ফেই প্রথম বার 'আকাশ' নামে এ গানটি গেয়েছেন। তাঁর পরিষ্কার গণ্ঠ বাতাসের মধ্যে ভাসানো পালকের মতো মুক্তভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে। অবশেষে তোমার মনে থেমে যায়।

বন্ধুরা, চেনা অচেনা চীন অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China