v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বাংলাদেশ ব্যাংককে গ্লোবাল কাস্টোডি সার্ভিস দেবে সিটি গ্রুপ
2009-08-31 18:53:49

**বাংলাদেশ ব্যাংককে গ্লোবাল কাস্টোডি সার্ভিস দেবে সিটি গ্রুপ

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংককে গ্লোবাল কাস্টোডি সেবা দেয়ার অনুমতি পেয়েছে সিটি সিকিউরিটিজ অ্যান্ড ফান্ড সার্ভিসেস। গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসের একটি বিভাগ সিটি গ্রুপ, বাংলাদেশ ব্যাংককে সারা বিশ্বে সম্পদ হেফাজত, আয় সংগ্রহ, হিসাবরক্ষণ ও সম্মিলিত প্রতিবেদন পেশ করাসহ নানা ধরনের কাস্টোডি সেবা দেবে। প্রাথমিক পর্যায়ে সিটি বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বাংলাদেশ ব্যাংককে এ বিশেষ সুবিধা দেবে। এ চুক্তির মাধ্যমে সিটির সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাজারে বিনিয়োগ সম্প্রসারণে যেতে পারবে।

**বাংলাদেশ পুলিশের রূপচর্চার প্রশিক্ষণ

বাংলাদেশ পুলিশ রূপচর্চার প্রশিক্ষন নিতে যাচ্ছে। রাস্তায় তাদের দেখতে যাতে আরো স্মার্ট ও আত্মবিশ্বাসী লাগে এ জন্যই এ প্রশিক্ষণের ব্যবস্থা। আর এ জন্য পুলিশ প্রশাসন শরনাপন্ন হয়েছে বিশিষ্ট বিউটিশিয়ান কানিজ আসলাম খানের। বার্তা সংস্থা এএফপি'র খবরে বলা হয়েছে ঢাকা ছাড়াও থাইল্যান্ডে বিউটিপার্লার পরিচালনাকারী এই বিউটিশিয়ান নতুন নিয়োগপ্রাপ্ত ১৪০ জন পুলিশ সদস্যকে রূপ চর্চার ব্যাপারে তালিম দেবেন। কানিজ বলেন, পুলিশ প্রশাসনের এমন প্রস্তাবে বিস্মিত হয়েছি ঠিকই তবে লোকজন যে নিজেদের চেহারার ব্যাপারে সচেতন হচ্ছে এটাই আনন্দের কথা।

**বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহ

বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানী বিনিয়োগকারীরা। সম্প্রতি পাকিস্তানের ফয়সলাবাদ চেম্বারের সভাপতি মিয়া হামিদ জাভেদের নেতৃত্বে ১১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ বিকে এমই নেতাদের সঙ্গে সাক্ষাত্ করে এ আগ্রহের কথা জানান।

বিকে এমই'র সভাপতি ফজলুল হক পাকিস্তানী দলকে বাংলাদেশের বিশাল সম্ভাবনাময় খাত ভাইস কেমিক্যাল খাতে বিনিয়োগের আহ্বান জানান। প্রতিনিধিরা জানান, বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ তুলনামূলক কম ব্যয়বহুল। এ ছাড়া ইইউভুক্ত দেশ ছাড়াও জাপান, কানাডা, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা পাচ্ছে যা বিনিয়োগকারীরা কাজে লাগাতে পারবেন।

**পাকিস্তানের জন্য জাতিসংঘের নতুন পদ সৃষ্টি

পাকিস্তানে মানবিক সংকট মোকাবিলায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন একটি নতুন পদ সৃষ্টি করেছেন। মহাসচিবের মুখপাত্র মিশেল মন্টাস বলেছেন, জাতিসংঘে ফরাসী রাষ্ট্রদূত জ্যাঁ মোরিসকে পাকিস্তানের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ করা হয়েছে। পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি পুনরুদ্ধার এবং উদ্বাস্তু সংকট মোকাবিলায় সে দেশের সরকারকে সহায়তা করাই হবে জাতিসংঘ দূতের প্রধান কাজ। পাকিস্তানে চলমান সহিংসতায় ১৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে।

**ভারতকে ১৪'শ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উন্নয়নে ভারতকে ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এ ব্যাপারে দু'পক্ষের বৈঠক সফল হওয়ায় সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দু'পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। বিশ্বব্যাংকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সন্দীপ মজুমদার বলেছেন, ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উন্নয়নে ২০০ কোটি এবং আইআইএফসি'র বিকাশে ১২০ কোটি ডলার ঋণ দেয়া হবে। বেসরকারি ব্যাংকগুলোর সাথে প্রতিযোগিতায় এঁটে ওঠার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উন্নয়নে এ সাহায্য চেয়েছিল নয়াদিল্লি। তিনি আরো বলেন, আগামী তিন বছরে বিভিন্ন খাতে বিশ্বব্যাংক ভারতকে ১৪ শ'কোটি ডলার ঋণ দেবে। এর মধ্যে প্রথম দফায় দেওয়া হচ্ছে ৩২০ কোটি ডলার।

** মালদ্বীপে রাডার সিস্টেম গড়ে তুলবে ভারত

ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মালদ্বীপকে প্রতিরক্ষা সহায়তা দেবে ভারত। এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী একে এন্টোনি সম্প্রতি মালদ্বীপ সফর করেছেন। প্রস্তাবিত চুক্তিতে ভারত মালদ্বীপের চতুর্দিকে রাডার সিস্টেম স্থাপনে সহায়তা প্রদান করবে। এ রাডার সিস্টেম ভারতের উপকূলবর্তী নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংযোগ রক্ষার ব্যাপারে গণ মাধ্যমে বলা হয়েছে যে, মালদ্বীপের সমুদ্র সীমায় ভারতীয় নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনী টহল দেবে। এই দ্বীপদেশের দক্ষিণাঞ্চলে ভারত একটি নৌখাঁটি নির্মান করতে যাচ্ছে বলে আলজাজিরা অনলাইন নিউজে বলা হয়েছে।

**শ্রীলংকার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বিদেশী বিনিয়োগ আসছে

আড়াই দশকের জাতিগত যুদ্ধের পর শ্রীলংকার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের অবকাঠামো পুনর্নির্মানে বিদেশী বিনিয়োগ পাচ্ছে দেশটি। সরকারি সূত্রে জানা গেছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলে যুদ্ধবিধ্বস্ত জনপদে পর্যটন খাতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস নিয়ে বড় ধরনের বিনিয়োগ করবেন বলে বিশ্লেষকরা আশা করছেন।

কলম্বোর জন বিলস স্টক ব্রোকারের প্রধান গবেষক চিন থাকা রানাসিংঘে বলেছেন, এ অঞ্চলে স্কুল, টেলিফোন ও বিদ্যুতের লাইন নতুন করে নির্মান জরুরি হয়ে পড়েছে। এ সব খাতে বিনিয়োগের পুনঃবাধ্যবাদকতা রয়েছে। তবে সরকার আশা করছে, যুদ্ধ বিধ্বস্ত তামিল অঞ্চলে ২০০৯ সালের শেষে মাইন অপসারণ করে যুদ্ধে উদ্বাস্তু হওয়া প্রায় তিন লাখ লোকের মধ্যে কমপক্ষে ৮০ শতাংশকে পুনর্বাসন করতে পারবে। (মফিজুর রহমান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China