চীন গণ প্রজাতন্ত্র ৬০তম বার্ষিকী উদযাপনের জন্য হংকংয়ের বিভিন্ন মহলের নারী যৌথ সমন্বয় সমিতির উদ্যোগে এক প্রীতি সম্মিলনী অনুষ্ঠান ২৮ আগস্ট সন্ধ্যায় হংকং প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান ছেন জি লি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।
তিনি বলেছেন, হংকং-এর প্রত্যাবর্তন ১২ বছরে চীনের কেন্দ্রীয় সরকার ও মূলভূভাগের সার্বিকভাবে সমর্থনে হংকংয়ের বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। এক দেশে দুই সমাজ ব্যবস্থার নীতি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাবের মোকাবেলার জন্য চীন সরকার অনেক ব্যবস্থা নিয়েছে। চীন সরকার হংকংয়ের পরিস্থিতির ওপর যথেষ্ট গুরুত্ব দেয়। হংকংয়ের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে চীন সরকার দৃঢ়ভাবে সমর্থন দেবে।(লিলু) |