v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আপনাদের মধ্যে অনেকের ঠিকানা একদম অস্পস্ট
2009-08-27 16:48:59
     বাংলাদেশের জামালপুর জেলার শ্রোতা আজুমাছেল ছাদী তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান শুনে আমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হচ্ছি। আপনাদের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি ও শিখতে পারছি। আপনাদের অনুষ্ঠানের মধ্যে আমার সবচেয়ে ভাললাগে অর্থনীতির অগ্রযাত্রা । তা ছাড়া আপনাদের শনিবারের অনুষ্ঠান—মিতালী আমার খুব ভাললাগে। বন্ধু আজুমাছেল ছাদী, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আমরা জানি আপনি আপনাদের শ্রোতা সংঘের একজন মহাসচিব। দীর্ঘকাল ধরে আপনি আপনাদের শ্রোতা সংঘের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে অনেক অবদান রেখেছেন। এর জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশি করি আগের মতো ভবিষ্যতেও নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং এই অনুষ্ঠান উন্নত করার জন্যে প্রচেষ্টা চালাবেন।

    শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষ হবার আগে, আপনাদের কাছে একটি অনুরোধ । তা হল, যখন আপনি আমাদের কাছে পাঠানো চিঠিতে ঠিকানা লিখেন তখন ষ্পষ্টভাবে বাংলা ভাষায় লিখবেন। আপনাদের মধ্যে অনেকের ঠিকানা একদম অস্পস্ট । তা ছাড়া, কোনো কোনো শ্রোতার চিঠির লেখাগুলোও অষ্পষ্ট। মাঝে মাঝে মিতালীতে আপনাদের চিঠি পড়তে চাইলেও শব্দগুলো অষ্পস্ট বলে পড়া সম্ভাবনা হয়না। সুতরাং, আশা করি স্পষ্টভাবে আপনাদের চিঠি আর ঠিকানা লিখবেন।

    নওযাবগন্জ জেলার শ্রোতা এম. জি. থারুক খান রাজ তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই এর বাংলা অনুষ্ঠান আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়। কারণ এখন আমরা সি আর আই এর বাংলা অনুষ্ঠান তিনবার শুনতে পাই। আমাদের ক্লাবের সদস্যরা বিভিন্ন পেশায় কর্মরত। সুতরাং যখন কেউ কেউ সন্ধ্যার অনুষ্ঠান শুনতে না পারে তখন তারা পরের দিনের সকাল ৮টার অনুষ্ঠান শুনবে।আমাদের ক্লাবের সকলেই সি আর আইএর বাংলা অনুষ্ঠান পছন্দ করে। বাংলা অনুষ্ঠানের মান আরও উন্নত হবে আমাদের বিশ্বাস। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া আমাদের অনুষ্ঠান উন্নত হওয়া অসম্ভব। আশা করি, আগের মত ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। কোন মতামত ও প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন।

     বাংলাদেশের জামালপুর জেলার শ্রোতা আজুমাছেল ছাদী তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান শুনে আমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হচ্ছি। আপনাদের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি ও শিখতে পারছি। আপনাদের অনুষ্ঠানের মধ্যে আমার সবচেয়ে ভাললাগে অর্থনীতির অগ্রযাত্রা । তা ছাড়া আপনাদের শনিবারের অনুষ্ঠান—মিতালী আমার খুব ভাললাগে। বন্ধু আজুমাছেল ছাদী, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আমরা জানি আপনি আপনাদের শ্রোতা সংঘের একজন মহাসচিব। দীর্ঘকাল ধরে আপনি আপনাদের শ্রোতা সংঘের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে অনেক অবদান রেখেছেন। এর জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশি করি আগের মতো ভবিষ্যতেও নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং এই অনুষ্ঠান উন্নত করার জন্যে প্রচেষ্টা চালাবেন।

     শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষ হবার আগে, আপনাদের কাছে একটি অনুরোধ । তা হল, যখন আপনি আমাদের কাছে পাঠানো চিঠিতে ঠিকানা লিখেন তখন ষ্পষ্টভাবে বাংলা ভাষায় লিখবেন। আপনাদের মধ্যে অনেকের ঠিকানা একদম অস্পস্ট । তা ছাড়া, কোনো কোনো শ্রোতার চিঠির লেখাগুলোও অষ্পষ্ট। মাঝে মাঝে মিতালীতে আপনাদের চিঠি পড়তে চাইলেও শব্দগুলো অষ্পস্ট বলে পড়া সম্ভাবনা হয়না। সুতরাং, আশা করি স্পষ্টভাবে আপনাদের চিঠি আর ঠিকানা লিখবেন।

     নবাবগঞ্জ জেলার শ্রোতা নুনু ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি। আমি মনে করি, চীন আন্তর্জাতিক বেতার একটি নিরপেক্ষ বেতার । আপনাদরে কয়েকটি অনুষ্ঠান আমার পক্ষে খুব ভাল লাগে।যেমন, প্রত্যেক বুধবারের মুখোমুখি, প্রত্যেত শনিবারের মিতালী। তবে অন্যান্য অনুষ্ঠান মোটেই মন্দ নয়। আমি লক্ষ্য করেছি, গত দু' বছরে, বাংলা অনুষ্ঠান অনেক উন্নত হয়েছে। তা একটা প্রশংসনীয় ব্যাপার। আশা করি , আমার প্রত্যাশা হল ভবিষ্যতে আপনাদের অনুষ্ঠান আরও উন্নত হবে । প্রিয় বন্ধু বধ্যবাদ আমাদের অনুষ্ঠান প্রশংসা করার জন্যে। আমরা জনি, যদিও আগের চাইতে আমাদের অনু্ষ্ঠান অনেক উন্নত হয়েছে , তবু শ্রোতাদের চাহিদা পুরুণ করতে আরও অনেক করবার আছে। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য প্রয়াস চালাবো। এর সঙ্গে সঙ্গে আমরা শ্রোতাদের পরামর্শ চাই। সুতরাং আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি কোন মতামত থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    রাজবাড়ী জেলার শ্রোতা সুমীখান তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা । সম্প্রতি আমি লক্ষ্য করেছি , বাংলা বিভাগের আগের অনুষ্ঠানসূচী থেকে এখনকার অনুষ্ঠানসূচী ভিন্নতর হয়েছে। ভিন্নতর অনুষ্ঠানগুলো অনেক উন্নতি হয়েছে। এইতো এই গ্রাম সেই জীবন অনুষ্ঠানে এখন কৃষি খবর প্রচার করা হয়। এতে ভালই লাগছে। সব কিছুর মধ্যে নতুনত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। আমার কাছে অপূর্ব লাগছে অনুষ্ঠানমালা। চীনের কৃষি সম্পর্কে গ্রামের মানুষ সম্পর্কে এখন বিস্তারিত জানা যায়। খুব ভাল লাগে। সেই গ্রাম এই জীবন অনুষ্ঠানে আরও নতুনত্ব ধারা বয়ে আসুক সেই প্রত্যাশায়। প্রিয় বন্ধু, আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ। প্রত্যেক বছরের জুলাই মাসে আমাদের অনুষ্ঠান এক বার করে পরিবর্তন করা হয়। চলতি বছরের জুলাই মাসের পর আমাদের পরিবর্তিত অনুষ্ঠানে সত্যিই অনেক নতুনত্ব দেখা দিয়েছে । ভবিষ্যতে আমাদের অনুষ্ঠান আরও সুন্দর হবে আশা করা হচ্ছে। আশা করি , আগের মতো ভবিষ্যতেও আপনি আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন।

    বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শ্রোতা জোয়াদ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের প্রচারিত পবাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা । আমি আপনাদের অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি। খুব ভালো লাগে আপনাদের সকল অনুষ্ঠান। আমি সব সময় আপনাদের অনুষ্ঠান পযর্বেক্ষণ করছি। আমি মাঝে মাঝে অন্যান্য শ্রোতার সঙ্গে আপনাদের অনুষ্ঠান নিয়ে পযার্লোচনা করে থাকি। আমাদের সার্বিক বিবেচনায় আপনাদের অনুষ্ঠানের মান সন্তোষজনক। অনুষ্ঠানের প্রচার মানও খুবই উন্নত। অনুষ্ঠানের বিষয়বস্তুও শিক্ষামূলক ও বিনোদনধর্মী। আপনাদের অনুষ্ঠান আমাদেরকে ভীষণভাবে সুখী করছে। আমি বিশেষভাবে প্রত্যেক বুধবারের মুখোমুখি ও প্রত্যেক শনিবারের মিতালী পছন্দ করি। আশা করি , আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানের মান দিন দিন উন্নত হবে। সি আর আইএর বাংলা অনুষ্ঠান সত্যিই আমাদের প্রিয় অনুষ্ঠান। ধন্যবাদ আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য। আশা করি, নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন মতামত বা প্রস্তাব থাকলে আমাদের সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনাদের পরার্মশ দরকার। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলেও চিঠিতে লিখে আমাদের জানাবেন।

     চট্টগ্রামের শ্রোতা মো: সাইফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সি আর আই থেকে তাহের ভাইয়ের বিদায় আমাকে কষ্ট দিয়েছে। উনি বাংলা বিভাগের একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তাঁর উপস্থাপিত অনুষ্ঠান আমার কাছে ভীষণ ভাল লাগত। উনি এবং তাঁর পরিবার এখন কেমন আছেন? উনি এখন কোথায় এবং কি চাকরি করছেন। তাহের ভাই সম্বন্ধে আমাকে কিছু জানালে খুব খুশী হবো। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা । আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। তাহের সাহেব সি আর আরইএর বাংলা বিভাগে প্রায় দশ বছর ধরে কাজ করেছেন। সত্যিই বাংলা অনুষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান প্রশংসনীয়। উনি এবং তাঁর পরিবার এখন ঢাকায় থাকেন। এখন উনি ব্যবসা নিয়ে ব্যস্ত। যদি তাঁর বিস্তারিত ঠিকনা পাই তাহলে আপনাকে জানাব। আশা করি , আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। মাঝে মাঝে আমাদের অনুষ্ঠান সম্বন্ধে প্রস্তাব করবেন বলে আশা করি।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China