 ২০০৬ সালের জুলাই মাসের এক পরিসংখ্যান অনুযায়ী নেপালের লোকসংখ্যা ছিলো দু কোটি চৌষট্টি লক্ষ বিশ হাজার । এর মধ্যে ৮৬.২ শতাংশ , ৭.৮ শতাংশ ,ও ৩.৮ শতাংশ মানুষ যথাক্রমে হিন্দু, বৌদ্ধ ও ইসলাম ধর্মে বিশ্বাস করেন । বাকী২.২ শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাস করেন ।
নেপালের রাজধানি কাঠমন্ডু মন্দিরের নগর হিসেবেপরিচিত ।
কাঠমন্ডু হলো সাংহাই বিশ্ব মেলার নেপাল ভবনের মূল বিষয়।
কল্পনার জগতে কাঠমন্ডু নগরের আত্মার সন্ধান পাওয়া নেপাল ভবন প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে ধারনা করা হয়েছে ।
কাঠমন্ডুর ইতিহাস প্রায় দু হাজার বছরের । কাঠমন্ডুকে নেপালের স্থাপত্য, কলাশিল্প ও সংস্কৃতির কেন্দ্র বলা যায় । নেপাল ভবনে স্থাপত্যের রূপান্তর প্রদর্শনে কাঠমন্ডু নগরের উন্নয়ন ও সম্প্রসারনের চিত্র পাওয়া যাবে ।
পরিবেশ সংরক্ষন , নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ স্থাপত্যের ক্ষেত্রে নেপালের উন্নয়ন প্রচেষ্টাই নেপাল ভবনের আরেকটি বৈশিষ্ট্য ।
|