v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করবে ২০১১ সালে
2009-08-25 21:03:30

**বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করবে ২০১১ সালে

২০১১ সালে ডিজিটাল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আগামী বছরের জুন নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা দেয়া হবে। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি ঢাকায় 'রোডম্যাপ ফর ডিজিটাল বাংলাদেশ' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার মাধ্যমে দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ হলে সব ধরনের কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা তৈরি হবে। এলক্ষ্যে ২০১০ সালকে ডিজিটাল বর্ষ ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

**বিদেশীরা হাইটেক পার্কে বিনিয়োগ করলে বাংলাদেশের নাগরিকত্ব পাবেন

বাংলাদেশে নির্মাণাধীন প্রথম হাইটেক পার্কে মাত্র ৭৫ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করলেই যে কোন বিদেশী পাবেন নাগরিকত্ব। একই সঙ্গে এ পার্কে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা পাঁচ থেকে সাত বছরের কর অবকাশ সুবিধাসহ বৈদেশিক বিনিয়োগে ১৫ বছরের দ্বৈত কর পরিহার সুবিধা পাবেন। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই সরকার এ সব সুবিধা দিতে যাচ্ছে বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। হাইটেক পার্কটি নির্মিত হচ্ছে ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈরে। ২৩২ একর সরকারি জায়গার ওপর নির্মানাধীন এ হাইটেক পার্কের নির্মান কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। উল্লেখ্য, চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভিয়েতনামে এ ধরনের হাইটেক পার্ক রয়েছে।

**৯ম সার্ক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে হিম্পুতে

ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম সার্ক বাণিজ্য মেলা-২০০৯। ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ বাণিজ্য মেলায় ঢাকা চেম্বার অব কমার্সের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভূটানের তিন সদস্যের এক সরকারী প্রতিনিধি দল চলতি মাসেই বৈঠক করেছেন চেম্বার নেতৃবৃন্দের সাথে। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা চেম্বারের এ মেলায় প্রতিনিধিত্ব ও সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

**ভারতীয় রেলওয়ের ১৫৫ বছর উপলক্ষে হেরিটেজ ট্রেন

ভারতের পূর্বাঞ্চলীয় রেলের ১৫৫ বছর পূর্তি উপলক্ষে কোলকাতার হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত 'হেরিটেজ বিশেষ' ট্রেন চালিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৬ আগস্ট হাওড়া স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে ট্রেনের যাত্রার সূচনা করেন রেল দপ্তরের প্রতিমন্ত্রী আহমেদ। ১৮৫৪ সালের ১৫ই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত পূর্বভারতের প্রথম রেলযাত্রার সূচনা হয়েছিল যে কয়লার ইঞ্জিনে হেরিটেজ যাত্রায় সেই একই ধরনের ইঞ্জিনে ট্রেনটি চালানো হয়। পুরনো আমলের ২০ কামরা নিয়ে ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে কয়লার ইঞ্জিন 'শাহেনশা' ছুটেছে হাওড়া থেকে ব্যান্ডেল। ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রে তৈরি রেলের এ ইঞ্জিনটি ১৯৮৭ সাল থেকে বন্ধ রাখা হয়।

**আফগানিস্তানে নারী সমাজে প্রগতির হাওয়া

রক্ষণশীল মুসলিম দেশ আফগানিস্তানে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তালেবান শাসনে ভোটাধিকার ছিল না সে দেশের নারী সমাজের। ২০ আগস্ট সে দেশের প্রেসিডেন্ট নির্বাচন নারীদের ভোটাধিকারের সুযোগ এনে দিয়েছে। দেশের প্রেসিডেন্ট নির্বাচনে মহিলারা এই প্রথম ভোটদান করেন। তালেবান সরকারের পতনের ৮ বছরে দেশটিতে ৫০ লাখ মহিলা ভোটার তালিকাভুক্ত হয়। যা দেশের মোট ভোটারের ১৭ শতাংশ। ১৮ বছরের তরুনিরাও এবার ভোটদান করেছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট নির্বাচনে আফগানিস্তানে ৪১ জন প্রার্থীর মধ্যে দু'জন মহিলা প্রার্থীও ছিলেন। এর মধ্যে শাহলা আতানামের ৪২ বছর বয়সী মহিলা প্রার্থী সেজেগুজে কাবুলে নির্বাচনী প্রচারনাও চালিয়েছেন।

**নেপালে বর্জ্য থেকে বিদ্যুত্ উত্পাদনের উদ্যোগ

এ বারে বর্জ্য থেকে বিদ্যুত্ উত্পাদনের উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। রাজধানী কাঠমন্ডু উপত্যকার কঠিন বর্জ্য ব্যবহার করে বিদ্যুত্ কেন্দ্র নির্মানের আগ্রহ প্রকাশ করেছে সে দেশের ১২টি বেসরকারি কোম্পানী। নেপালের দি হিমালয় টাইমস পত্রিকা ১৬ আগস্ট এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কাঠমন্ডু উপত্যকায় প্রতিদিন আনুমানিক ৬ শ'টন কঠিন বর্জ্য জমা হয়। নেপালের স্থানীয় উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ 'কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদ আহরণ সেন্টারের' জেনারেল ম্যানেজার ডক্টর সৌমিত্র অমত্য বলেছেন, উপত্যকার আবর্জনাকে কাজে লাগিয়ে বিদ্যুত্ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য শিগ্গিরই টেন্ডার আহ্বান করা হবে। বিদ্যুত্ কেন্দ্রের জন্য ইতোমধ্যেই সরকার জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে।

**শ্রীলংকায় তামিলদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির পরামর্শ দিয়েছে মার্কিন কূটনীতিক

আলোচনার মাধ্যমে তামিলদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য শ্রীলংকা সরকারকে পরামর্শ দিয়েছেন একজন শীর্ষ স্থানীয় মার্কিন কূটনীতিক রবার্ট ব্লেক। তিনি বলেছেন, ক্ষমতা ভাগাভাগিতে ব্যর্থ হলে নতুন করে সহিংসতা সৃষ্টি হতে পারে। তিনি এও বলেন, আলোচনায় বিলম্ব হলে তামিল টাইগাররা আবারও সংগঠিত হওয়ার সুযোগ পাবে। মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ব্লেক, যুদ্ধের কারণে গৃহহীন হাজার হাজার তামিলকে দ্রুত পুনর্বাসনের জন্যও শ্রীলংকা সরকারের প্রতি আহ্বান জানান। কিন্তু শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকশে সম্প্রতি বলেছেন, আগামী বছর তার পুনর্বার প্রেসিডেন্ট নির্বাচনের পর তামিল সংকটের রাজনৈতিক সমাধান বেরিয়ে আসতে পারে। (মফিজুর রহমান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China