এখন আপনারা হুয়াং হোং ইংয়ের গাওয়া 'তোমাকে হুইচৌয়ে আসার জন্য স্বাগতম' নামে গানটি শুনছেন। গানের কথা এমন, 'বসন্তকালের দৃশ্য খুব সুন্দর। চার দিকের সম্মানীত অতিথিবৃন্দ সম্মিলিত হয়েছেন। তোমার জন্য একটি পাহাড়ী গান শোনাই। গানের আওয়াজ শত ফুলের চেয়েও সুগন্ধির। আবহাওয়া গরমও না, ঠান্ডাও না। হুইচৌর চার ঋতুই সুন্দর। আবার এখানে আসলে আমার পাহাড়ী গান তোমার সঙ্গী হবে।'
হুয়াং হোং ইং দক্ষিণ চীনের কুয়াংতু প্রদেশের হুইচৌ শহরে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকে মায়ের গাওয়া হাক্কা জাতির পাহাড়ী গান শুনে শুনে বড় হয়েছেন। ১৯৭৬ সালে ১৪ বছর বয়সী হোয়াং হোং ইং স্থানীয় নৃত্য গীতি দলে যোগ দেন। বহু বছরের বাস্তব অনুশীলন আর সংগীত ইনস্টিটিউটে ধারাবাহিক প্রশিক্ষণ নেয়ার পর হোয়াং হোং ইংয়ের গাওয়ার কৌশল অনেক উন্নত হয়ে নিজের বৈশিষ্ট্যপূর্ণ প্রথা প্রতিষ্ঠিত হয়েছে।
প্রাচীনকালে মধ্য চীনের হান জাতির কিছু লোক যুদ্ধের ঝামেলা এড়ানোর জন্য দক্ষিণ চীনের কুয়াংতু ও ফুচিয়ানে স্থানান্তরিত হন। তাদেরকে 'হাক্কাবাসী' বলা হয়। তারা প্রাচীনকালে মধ্য চীনের ভাষা ও প্রথা সংরক্ষন করেছেন। এর মধ্যে হাক্কার পাহাড়ী গান হচ্ছে এ পর্যন্ত সংরক্ষিত এক ধরনের শিল্পকলার পদ্ধতি। এর বিষয়বস্তু ব্যাপক, ভাষা সরল ও প্রাণবন্ত, গভীর গ্রামীন জীবনের ভাব রয়েছে এতে। (ইয়ু কুয়াং ইউয়ে) |