v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পাকিস্তানের তেহেরেক-ই-তালিবানের নেতা নিযুক্ত
2009-08-24 14:33:51
    ২৩ আগস্ট পাকিস্তানের তথ্য মাধ্যমে জানা গেছে, পাকিস্তানের তেহেরেক-ই-তালিবান ২২ আগস্ট হাকিমুল্লাহ মেহসুদকে এ সংস্থার নতুন নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন। তবে পাকিস্তানের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা মনে করেন, এর আগের একটি অভ্যন্তরীণ লড়াইয়ে হাকিমুল্লাহ মেহসুদ প্রাণ হারিয়েছেন। দু ধরনের তথ্যের মধ্যে কোনটি নির্ভরযোগ্য ? এর পিছনে কী কী প্রকৃত ব্যাপার রয়েছে?

    পাকিস্তানের তথ্য মাধ্যম থেকে জানা গেছে, পাকিস্তানের তেহেরক-ই-তালিবানের দুই নম্বরের নেতা মোলভি ফাকির মোহাম্মদ টেলিফোনে বলেছেন, তালিবানের ৪২জন নেতাকে নিয়ে গঠিত সর্বোচ্চ কমিটির আয়োজিত এক বৈঠকে হাকিমুল্লাহ মেহসুদকে তালিবানদের নতুন নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছেন। এর সঙ্গে সঙ্গে আজামু তারিফ নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, পাকিস্তানের এ সংস্থার সাবেক নেতা বাইটুল্লাহ মেহসুদ খুব অসুস্থ্য । কিন্তু তিনি এখনও বেচে আছেন।

এ ই খবরটি অত্যন্ত মজার। কারণ গত ১৯ আগস্ট তিনি জানিয়েছিলেন যে তিনি পাকিস্তানের তেহেরক –ই- তালিবানের কার্যনির্বাহি নেতা । ইতোমধ্যে তিনি মুসলিম খানকে নতুন মুখপাত্র হিসেবে মনোনয়ন দিয়েছেন। কিন্তু তার কৈফিয়ত হল, এই সংস্থার স্বার্থের জন্য তিনি নেতৃত্ব ক্ষমতা পরিত্যাগ করবেন। তিনি আরও বলেন, এর আগের সংস্থার অভ্যন্তরে সতিই সত্যি বিরোধ বিরাজ করছে। কিন্তু এখন এসব বিরোধের সমাধান করা হয়েছে। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেছেন, এ সংস্থার ভিতরে এখন কোন সম্প্রদায়ের বিরোধ নেই।

     হাকিমুল্লাহ মেহসুদের বয়স প্রায় ৩০। তিনি ও বাইটুল্লাহ মেহসুদ একই উপ জাতির লোক। তিনি বাইটুল্লাহ মেহসুদের অনুচর। তিনি এক সময় একটি উপ জাতি এলাকার নেতা ছিলেন। তিনি পাকিস্তানের তেহেরক-ই-তালিবানের ভ্রম্যমান পরিচালক বলে পরিচিত। তিনি বেশ কয়েক বার ইসলামাবাদে বিদেশের দোতাবাসের ওপর আঘাত হানার হুমকি দিয়েছেন। তা ছাড়া, তিনি পেশেয়ার মুক্তা হোটেলের বিস্ফোরণ ঘটনার দায়িত্ব স্বীকার করেন। তাকে ধরার জন্য পাকিস্তান সরকার এক কোটি রুপির পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

     তিনি এই সংস্থার নতুন নেতা হিসেবে নিয়োগের খবর সম্পর্কে বিভন্ন তথ্য মাধ্যম ও বিশ্লেষকদের মধ্যে ভিন্ন ধারণা । পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কোন কোন কর্মকর্তা এ খবরে সন্দেহ প্রকাশ করেছেন। তারা মনে করেন, হাকিমুল্লাহ মেহসুদ মারা গেছেন। কমপক্ষে একটি লড়াইয়ে তিনি আহত হয়েছেন। কোন কোন কর্মকর্তারা মনে করেন, এই সংস্থার নেতাদের উদ্দেশ্য হল, হাকিমুল্লাহ মেহসুদের ভাইদের আফগানিস্তান থেকে পাকিস্তানে ফিরে আসার জন্য সময় স্থগিত রাখা। জানা গেছে, তারা অনুচররা পাকিস্তানে ফিরে অব্যাহতভাবে এই সংস্থার নেতৃত্ব দেবে।

    ডাওন পত্রিকার এক খবরে বলা হয়েছে, এ খবর জানানো একটি কারচুবি । এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, এ সংস্থার ভিতরে নেতৃত্ব ক্ষমতা নিয়ে সংগ্রাম কোন দিন থামেনি। এ পত্রিকায় মনে করা হয় যে, হাকিমুল্লাহ মেহসুদ এ সংস্থার নতুন নেতা হিসেবে নিযুত্ত হওয়ার পর পাকিস্তানের তেহেরক-ই-তালিবান ধীরে ধীরে বাইটুল্লাহ মেহসুদকে হারানোর বাস্তবতা স্বীকার করবে।

    চলতি মাসের প্রথম দিকে , পাকিস্তানের কোন কোন কর্মকর্তা ও সি আই এর কর্মকর্তারা জানিয়েছেন, গত ৫ আগস্ট মার্কিন বিমান বাহিনীর এক আঘাতে পাকিস্তানের তেহেরক-ই-তালিবানের নায়ক বাইটুল্লাহ মেহসুদ মারা গেছে।

     বিশ্লেষকরা মনে করেন, তালিবানের মনোভাব বাড়ানোর জন্য তারা এ সময় এ ধরনের খবর প্রকাশ করেছে। অন্য দিকে এ থেকে বোঝা যায় যে, বাইটুল্লাত মেহসুদ সত্যি সত্যি মারা গেছেন। এতক্ষণ আজকের প্রতিবেদন শুনলেন। আমার সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China