v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
মুক্তা নগর ---রুইলি
2009-08-21 16:01:31
যদি আপনি চীনের ইউন্নান প্রদেশের দেহোং থাই জাতি ও চিংপো জাতি স্বায়ত্তশাসিত বিভাগে গিয়ে রুইলি না যান, সেটা সত্যি আপনার জন্য হবে পরিতাপের ব্যাপার। কারণ আপনি নামকরা মুক্তা নগর ভ্রমণের সুযোগ হারিয়েছেন।

১৩ আগস্ট চীন আন্তর্জাতিক বেতারের সাংবাদিক দল হালকা বৃষ্টির মধ্য দিয়ে রুইলি গিয়ে সাক্ষাত্কার নিয়েছে। রুইলি হচ্ছে চীনের বিখ্যাত মুক্তা নগর।

প্রথমে আমরা রুইলির জেড-পাথরের কাঁচামাল বাজারে গিয়েছি। সেখানে আমরা দেখেছি, ছোট বড় নানা আকারের জেড-পাথর টেবিলের ওপরে রেখে বিক্রি হচ্ছে। এ পাথরগুলোর রং ভিন্ন। সবুজ, নীল, সাদা, হলুদ ও কালো সবই আছে। জেড-পাথরের প্রাকৃতিক সৌন্দর্য এতো আকর্ষণীয়, প্রক্রিয়াজাত না করলেও তার কাঁচামাল দেখেই বুঝা যায়। বাজারে চীনা ছাড়া আরো রয়েছে অনেক বর্মী। আমরা লক্ষ্য করেছি, রুইলি শহরের সাইনবোর্ডগুলো সবই চীনা ও বর্মী ভাষায় লেখা হয়। এ থেকে বুঝা যায় যে, এখানে দু'দেশের জনগণের ঘনিষ্ঠ যাতায়াত হয়।

একজন স্থানীয় কর্মকর্তা আমাদের বলেছেন, রুইলি শহরে গড়পরতা প্রতি দশ জনের মধ্যে এক'জন মুক্তা ও জেড-পাথর ব্যবসা করেন। সাম্প্রতিক দু'তিন বছরে রুইলি শহর সত্যিকার 'মুক্তা নগর' প্রতিষ্ঠা করার প্রস্তাব উত্থাপন করে। রুইলি শহরের মুক্তা ও জেড-পাথর সমিতি একটি 'সততা সংঘ' গঠন করেছে। রুইলির যে কোন তালিকাভুক্ত দোকান থেকে কেনা জেড-পাথর কর্মের একটি প্রশংসা পত্র আছে। যদি ক্রেতারা এখান থেকে কোন নকল জেড-পাথর কিনে ফেলেন, তাহলে যে কোন সময় প্রশংসা পত্র নিয়ে পণ্য ফেরত দিতে পারেন।

জেড-পাথরের কাঁচামাল বাজার থেকে বের হয়ে আমরা উত্পন্নিত জেড-পাথর বাজারে গিয়েছি। এখানে জেড-পাথর দিয়ে তৈরি মালা ও চুড়িসহ নানা ধরনের অলংকার বিক্রি হয়, তা খুব সুন্দর। মিয়ানমার হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ শক্ত জেড-পাথর উত্পাদনের দেশ। ফলে এখানকার বেশির ভাগ জেড-পাথরের কাঁচামাল মিয়ানমার থেকে এসেছে। আরো কিছু কাঁচামাল ইউন্নান প্রদেশের থাংচোং ও বাওশান থেকে আসে। এখানে আমরা বিভিন্ন বর্ণের মানুষকে দেখেছি। মুক্তা বাজারের চীনা ব্যবসায়ী আমাদের বলেছেন, এখানে চীনা ব্যবসায়ী ছাড়া আরো রয়েছেন মিয়ানমার, ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা।

মুক্তা বাজারে ২০ ইউয়ান থেকে কয়েক লাখ ইউয়ান রেনমিনপি মূল্যের জেড-পাথরে তৈরি অলংকার ও ভাস্কর্য সবই পাওয়া যায়। একটি দোকানে আমি প্রায় অর্ধ মিটার উচ্চতার একটি জেড-পাথর ভাস্কর্য দেখেছি। এ ভাস্কর্যের ওপর এক একটি সাদা মেঘ, ছোট সেতু ও নদী, নকল পাহাড় ও আরামদায়ক মানুষের মুর্তি ভাস্কর্য করা আছে। এ পণ্যের দাম ৮ লাখ ইউয়ানেরও বেশি। খুব দামি, তবে সত্যি চমত্কার। জানা গেছে, এটাও সবচেয়ে দামী পণ্য নয়।

সত্যি কথা রুইলির মুক্তা বাজারে দেখার মতো জিনিষ অনেক আছে। সুযোগ থাকলে আপনারা অবশ্যই রুইলিতে আসবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China