
তিব্বতের চাং মু বন্দর
আমাদের সংবাদদাতা তিব্বতে সাক্ষাত্কার নেয়ার সময় লক্ষ্য করেছেন যে, সীমান্ত নগর চাং মু এখন একটি গুরুত্বপুর্ণ সমৃদ্ধ সীমান্ত নগরে পরিণত হয়েছে। এ নগরটি চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে চাং মু'র গড়পরতা উচ্চতা হচ্ছে ২৪০০ মিটার। উপক্রান্তীয় জলবায়ুর কারণে সেখানে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রয়েছে। চার পাশে বিশাল প্রাকৃতিক আদিম বন। এ এলাকা চীনের জাতীয় পর্যায়ের চুমোলোংমা শৃঙ্গ প্রাকৃতিক সংরক্ষণ এলাকার কেন্দ্রীয় অঞ্চলের আওতাধীন। চাং মু নগরের অধীনে রয়েছে চাং মু, পাং, লি সিন ও সুয়ে বু কাং এ চারটি মহল্লা কমিটি। এখানে রয়েছে মোট ৩৯০টি পরিবারের ১৪৯৭ জন অধিবাসী। এদের মধ্যে ৭৩৬ জন শেরপা জাতির লোক। চীন সরকার ১৯৮৩ সালে আনুষ্ঠানিভাবে এ নগরকে বন্দর নগরী হিসেবে নির্ধারণ করেছে। এখন চাং মু হচ্ছে তিব্বত স্বায়ত্তসাশিত অঞ্চলের একমাত্র জাতীয় পর্যায়ের স্থল বাণিজ্যিক বন্দর নগর।

শেরপা জাতির মানুষের বিরাট পরিবর্তিত জীবন
চাং মু'র বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজের দিন দিন উন্নতি হচ্ছে। এখানকার অর্থনীতি দিনে দিনে সমৃদ্ধির দিকে যাচ্ছে। চাং মু হচ্ছে তিব্বতের বৈদেশিক উন্মুক্তকরণ আর পরিবহনের গুরুত্বপূর্ণ জানালা। এখানে পাহাড়ের নিচে নানা ধরণের স্থাপত্য ধাপে ধাপে নির্মিত হয়েছে। ২০০৩ সালের শেষ দিক পর্যন্ত চাং মু নগরের পার্টি কমিটি ও গণ সরকার অর্থনৈতিক নির্মাণকাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে কেন্দ্র করে জনসাধারণের আয় বাড়ানোর উদ্দেশ্যে স্থানীয় বৈশিষ্ট্যপূর্ণ অর্থনীতি উন্নয়নের চেষ্টা করে আসছে। যথাক্রমে গাড়ি ধোয়া, বালি ও পাথর সংগ্রহসহ বেশ কিছু মফস্বল শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে চাং মু নগর অভ্যন্তরীন ও বৈদেশিক উন্মুক্তকরণের মাত্রা আরো জোরদার করে সক্রিয়ভাবে সীমান্ত বাণিজ্য বিকাশ করেছে, উত্পাদনের পণ্যদ্রব্যের কাঠামো সুবিন্যস্ত করেছে, বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ দ্রুত করেছে, অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের সুস্থ পরিবেশ সৃষ্টি করেছে। তারা মৈত্রী সেতুতে অবস্থিত সীমান্ত বাজার সম্প্রসারণ করেছে, দেসকাং থেকে মৈত্রী সেতুগামী ৮.৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ককে পুনসংস্কার করেছে, শেরপা জাতির বিনোদন গ্রাম নির্মান প্রকল্পও শুরু করেছে। ২০০৩ সালে চাং মু নগরের জি.ডি.পি হয়েছে ৯২ লাখ ৬৬ হাজার ইউয়ান রেনমিনপি এবং মাথাপিছু আয় ৩৯৯৪.১৪ ইউয়ান রেনমিনপি। (ইয়ু কুয়াং ইউয়ে)

দিন দিন সমৃদ্ধ হওয়া চাং মু নগর
|