v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনে বিদেশী ছাত্রছাত্রীদের দ্বিতীয় হান ভাষা সেতু প্রতিযোগিতা পেইচিংয়ে শুরু
2009-08-19 16:11:54
চীনে বিদেশী ছাত্রছাত্রীদের দ্বিতীয় হান ভাষা সেতু প্রতিযোগিতা ১৯ থেকে ৩০ আগষ্ট পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ ১১দিনের রাতে সিসিটিভির চীনা ভাষা আন্তর্জাতিক চ্যানালে সারা বিশ্বের কাছে প্রচারিত হচ্ছে। ৩০ আগষ্ট সারা বিশ্বের কাছে পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রচারিত হবে।

সিসিটিভি ১৪ আগষ্ট এ তথ্য জানিয়েছে। সিসিটিভি ও চীনের জাতীয় হান ভাষা আন্তর্জাতিক প্রচার নেতৃবৃন্দ দল যৌথ উদ্যোগে চীনে বিদেশী ছাত্রছাত্রীদের দ্বিতীয় হান ভাষা সেতু প্রতিযোগিতার বাছাই পর্বের প্রতিযোগিতা গত মে মাসে শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৪টি প্রতিযোগিতা ক্ষেত্রের ৭০টি বিখ্যাত্ বিশ্ববিদ্যালয় থেকে ৪২টি দেশের প্রায় একশোজন উত্কৃষ্ট বিদেশী ছাত্রছাত্রী বাছাই করা হয়েছে। তাঁরা পেইচিংয়ের দু'দিনব্যাপী সেমিফাইনালে অংশ নিচ্ছেন। সর্বশেষ ৩০জন ছাত্রছাত্রী ফাইনালে অংশ নেবেন।

জানা গেছে এবারের প্রতিযোগিতায় ২টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ৪টি ব্রান্ঞ্জপদক রয়েছে। স্বর্ণপদকের প্রথমকে হান ভাষার বাদু স্টারের খেতাব প্রদান করা হবেন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China