v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের প্রণালীর দু'তীরের দ্বিতীয় সংস্কৃতি মেলা অক্টোবরে সিয়ামেনে হবে
2009-08-19 16:10:53
চীনের প্রণালীর দু'তীরের দ্বিতীয় সংস্কৃতি মেলা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে অনুষ্ঠিত হবে। এ মেলার লক্ষ্য হল দু'তীরের সাংস্কৃতিক শিল্পের যোগাযোগ ও উন্নয়ন ত্বরান্বিত করা।

এবারের মেলার প্রসঙ্গ হল 'একই পুর্বপুরুষ, নবায়ন ও উদ্ভাবন ভবিষ্যত্'। এবারের মেলায় উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক বাণিজ্য মেলা ও শহর ফোরাম অর্ন্তর্ভূক্ত রয়েছে। উদ্যোক্তা পক্ষ ব্যাপকভাবে দু'তীরের সাংস্কৃতিক শিল্প মহলের ব্যক্তিদেরকে এবারের মেলায় অংশ নেয়ার আমন্ত্রণ জানাবে।

এছাড়াও, এবারের সংস্কৃতি মেলায় নবায়ন ও উদ্ভাবন জীবন বিষয়ক ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। যেমন বেলাভূমি সংস্কৃতি উত্সব ও প্রণালীর রোক সংগীত উত্সব।

চীনের প্রণালীর দু'তীরের প্রথম সংস্কৃতি মেলা গত বছরে সিয়ামেনে অনুষ্ঠিত হয়েছে। দু'তীরের ৫শোরও বেশি শিল্প প্রথম মেলায় অংশ নিয়েছে এবং ৫ বিলিয়ন ইউয়ান রেনমিপির চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China