v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে চীনের রাজধানী যাদুঘরে চারটি প্রদর্শনী হবে
2009-08-19 16:09:37
নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে চীনের রাজধানী যাদুঘর ১৮ আগষ্ট থেকে চীনের প্রাচীন সভ্যতার ইতিহাস এবং নয়া চীন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত দ্রুত উন্নয়ন ও আধুনিক জীবনযাত্রার সংস্কারের প্রক্রিয়া সম্পর্কে শুরু করেছে

রাজধানী যাদুঘরের উপ পরিচালক ইয়াও আন বলেছেন, এ চারটি প্রদর্শনীতে বিভিন্ন চারটি সময়ের বিষয় রয়েছে। 'প্রাচীন চীন—চীনা জাতির সভ্যতার উত্পত্তি' নামে প্রদর্শনীর বিষয় হল খ্রীষ্টপূর্ব ৫০০০ থেকে ১৪০০ সাল পর্যন্ত চীনের ঐতিহাসিক সংস্কৃতি। 'হাজার বছরের রহস্যময় বিষয়—প্রত্নতত্ব ও আবিস্কার' নামে প্রদর্শনী শাং রাজবংশের মাঝামাঘি সময় থেকে ছিং রাজবংশের শেষ দিক অর্থাত্ বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত চীনের প্রত্নতত্বিক আবিস্কার প্রদর্শিত হয়। 'রঙিন চীন' প্রদর্শনীতে ১৮৪০ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত চীনের ইতিহাস প্রদর্শনিত হয়। 'শহরের স্নৃতি' নামে প্রদর্শনিত ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর থেকে পর্যন্ত চীনা নাগরিকদের জীবনযাত্রার পরিবর্তন বিষয় প্রদর্শিত হয়।

১৮ আগষ্ট 'হাজার বছরের গোপন—পুরাকীর্তি নিদর্শন ও আবিস্কার' এবং 'শহরের স্নৃতি' প্রদর্শনঈ শুরু হয়েছে। 'প্রাচীন চীন—চীনা সংস্কৃতির উত্পত্তি' ও 'বহু রঙের চীন' প্রদর্শনঈ সেপ্টেম্বর মাসে শুরু হবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China