জাতিসংঘ পরিবেশ কার্যক্রম ১৮ আগস্ট একটি পরিবেশ সহায়ক বিশ্ব মেলা-২০১০ আয়োজনের জন্য চীনের শাংহাই যে প্রয়াস চালিয়েছে, সে সম্পর্কে একটি পর্যালোচনা রিপোর্ট প্রকাশ করেছে। এ রিপোর্টে জলবায়ুর গুণাগুণ, পরিবহন ও জ্বালানিসহ নয়টি ক্ষেত্রে শাংহাইয়ের প্রচেষ্টার সারসংকলন করা হয়েছে।
জাতিসংঘের উপ-মহাসচিব, পরিবেশ কার্যক্রমের নিবার্হী পরিচালক আসিম স্টেইনার এক প্রেস ব্রিফিংয়ে শাংহাইয়ের পরিবেশ সুরক্ষা কাজের প্রশংসা করেছেন এবং কিছু প্রস্তাবও উত্থাপন করেছেন। তিনি বলেন, শাংহাই গণ পরিবহণকে প্রধান যাতায়াতের পদ্ধতি হিসেবে গড়ে তোলার ব্যবস্থা চীন ও সারা বিশ্বে সম্প্রসারণ করা উচিত।
স্টেইনার আরো উল্লেখ করেছেন, অন্যান্য দ্রুতগতির উন্নয়নশীল শহরের মতো শাংহাইও শহরবাসীদের নির্মল জলবায়ু, পরিষ্কার পানি সম্পদ ও টেকসই জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ ক্ষেত্রে শাংহাই চীন তথা বিশ্বের অন্যান্য শহরকে মূল্যবান অভিজ্ঞতা সরবরাহ পারে। (ইয়ু কুয়াং ইউয়ে) |