v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সাংহাই বিশ্ব মেলার বার্সেলোনা ভবন
2009-08-19 10:18:22

গত ২৭শে জুলাই বার্সেলোনার পৌরসভার মহাসচিব ইগনাসি কার্ডেলুস সাংহাই বিশ্ব মেলার প্রদর্শন বিভাগের উপপরিচালক হুয়াঙ চিয়ান চির কাছে বার্সেলোনা ভবনের নির্মান পরিকল্পনা অর্পন করেছেন । এ পরিকল্পনা অনুযায়ী বার্সেলোনা ভবন দু'ভাগে বিভক্ত , তা হলো, এক : বার্সেলোনা কেন্দ্রস্থলের পুরানো এলাকার সংস্কার । দুই:বার্সেলোনার নতুন এলাকার বসতি নির্মান প্রকল্প ।

বার্সেলোনা ভবনের নীল নকশা অসীম কল্পনাশক্তিসূচক।মৌলিক উপাদান হিসেবে দু'টো বিরাট আয়না ভবনটির ভেতরে মুখোমুখী দাঁড়াবে । এ দুটো আয়নায় প্রতিফলিত ছবিগুলোতে বার্সেলোনার নগর জীবন , বাড়িঘর এবং সংস্কৃতি বিধৃত হবে ।

মহাসচিব ইগনাসি কার্ডেলুস সাংবাদিকদের জানান , বার্সেলোনা এক আন্তর্জাতিক মহানগর । দর্শকরা যাতে বার্সেলোনার বহুমুখী সংস্কৃতি এবং ঐতিহ্যের সংগে আধুনিকতার সমন্বয়ে নগর উন্নয়নের ধ্যানধারনার পরিচয় পান তার জন্য নকশার মৌলিক উপাদান হিসেবে আয়নাকে বেছে নেয়া হয়েছে । বার্সেলোনা ভবনে মধ্য যুগ থেকে আজ পর্যন্ত সংরক্ষিত পুরনো শহরাঞ্চলের রূপ প্রদর্শনের পাশাপাশি নবোত্থিত শিল্প সম্পন্ন বার্সেলোনার নতুন এলাকার চিত্রও তুলে ধরা হবে ।

 

বার্সেলোনা ভবনের সিলিং বস্ত্রশিল্পজাত দ্রব্য দিয়ে তৈরী করা হবে ।উপগ্রহ প্রযুক্তির সাহায্যে সিলিংয়ে বার্সেলোনার আকাশ ও মনোহর দৃশ্য প্রদর্শিত হবে ।

বার্সেলোনা ভবনের প্রধান ইঞ্জিনিয়ার ডিয়েগো সেবাসটিয়ান সাংবাদিকদের জানান, বার্সেলোনা ভবনের পাঁচটি কক্ষের প্রতিটি কক্ষের দেওয়ালে মালটিমিডিয়া প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ক্ষেত্রে বার্সেলোনার প্রকৃত নগর জীবনের চিত্র প্রদর্শিত হবে । বার্সেলোনা বৃহত শহর নয় ,তবে আয়নায় প্রতিফলিত হাজার হাজার ছবি দেখে দর্শকদের বিশাল জগত ভ্রমনের অনুভুতি উদ্রেক হতে পারে ।প্রতিটি কক্ষে যে অনেক ছবি ও দ্রব্য সাজানো হবে তা থেকে বার্সেলোনা স্থাপত্য ও নগর উন্নয়নগতি প্রকাশ পাবে ।

বার্সেলোনা ভবনের একটি খোলা জায়গায় বার্সেলোনা থেকে আসা একজন বাবুর্চি স্পেনের সুস্বাদু খাবারের রন্ধনশৈলী দেখাবেন । বার্সেলোনা থেকে আসা কয়েকজন গায়ক স্পেনের লোকসংগীত পরিবেশন করবেন ।

বার্সেলোনার সাইকেল চালক গুইম ভ্যালস সাইকেল চালিয়ে পাচঁটি মহাদেশ ভ্রমন করবেন। তাঁর দীর্ঘ যাত্রা শুরু হবে পেইচিং থেকে। মাঝপথে তিনি বার্সেলোনা ভবন প্রতিষ্ঠার লক্ষ্য অর্থাত পরিবেশ সংরক্ষনের গুরুত্ব প্রচার করবেন ।২০১০ সালে তিনি সাংহাইয়ে পৌছঁবেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China