v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বেনিনে সহায়তা দানকারী---নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের চিকিত্সক দল
2009-08-17 20:50:08
১৯৭৮ সালে পশ্চিম আফ্রিকার মধ্য দক্ষিণাঞ্চলের বেনিনে এক দল অতিথি আসেন। এ দল হচ্ছে চীনের নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি চিকিত্সক দল। ৩১ বছর ধরে এ দলের ১৬ দফায় ৩৬৪জন চিকিত্সক বেনিনে গিয়েছেন। ইতোমধ্যেই এদের মধ্যে তিনজন যুবক সেখানে মারা গেছেন। আজকের অনুষ্ঠানে বেনিনে চিকিত্সা সেবাদানকারী চীনের নিংসিয়াং চিকিত্সক দলের গল্প আপনাদের শুনাবো।(১)

চীনাদের কাছে বেনিন একটি দূর ও অজ্ঞাত পরিচয় দেশ। ১৯৭৬ সালে বেনিন প্রজাতন্ত্রের আমন্ত্রণে চীন সরকার প্রথম বার বেনিনে সাহায্য দানকারী চিকিত্সক দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। বেনিনে ১৫ শতাংশ লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। নিংচিয়াং হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণও ইসলাম ধর্মে বিশ্বাস করে। এ কারণে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিংসিয়া থেকে ২০জনের চিকিত্সক দল বেনিনে পাঠানোর প্রস্তাব দেয়।

বেনিনে সেবাদানকারী প্রথম দফার চিকিত্সক দলের সদস্য স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ চৌ কুয়াং জেনের বয়স এখন ৭৬ বছর। বেনিনে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, (২)

আমাকে পাঠানোর কথা প্রকাশের সময়ে আমি রাজি হয়েছি।

তবে প্রথম দফার চিকিত্সক দল বেনিনে পৌঁছানোর পর সেখানকার চিকিত্সার মান তাদের মনে হয়েছে অভাবিত। বেনিনে চিকিত্সকের সংখ্যা এক শ'রও কম। এক হাসপাতালে শুধু পরিচালকই হচ্ছেন একজন চিকিত্সক। রক্ত পরীক্ষার সাধারণ সাজ-সরঞ্জাম ও নিদ্রা দ্রব্য নেই। এমনকি পানি ও বিদ্যুতও নেই।

চীনা চিকিত্সক দল পৌঁছার তৃতীয় দিনে তারা একজন গুরুতর রোগীর চিকিত্সাভার গ্রহণ করেন। তখন চিকিত্সক দলের উপপরিচালক খোং ফাং ইউয়ান এ প্রসঙ্গে বলেন, এ পরিস্থিতিতে তারা টর্চের আলোতে অস্ত্রোপচার সম্পন্ন করেছিলেন। খোং ফাং ইউয়ান বলেন,(৩)

তখন এ রোগীর অবস্থা ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার না করলে মারা যাবে। সন্ধ্যায় এখানকার হাসপাতালে লন্ঠন নেই, বিদ্যুত্ নেই। অবশেষে আমরা সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন করেছি। আমরা খুব খুশি।

গত ৩১ বছরে বেনিনে সেবাদানকারী নিনসিয়াং চিকিত্সক দল বেনিনে পর্যায় ক্রমে চারটি চিকিত্সা কেন্দ্র গড়ে তুলেছেন। সারা রাত সেখানে জরুরী চিকিত্সার ব্যবস্থা। এমনকি চিকিত্সকরা এক রাতে সাতটি জরুরী অস্ত্রোপচার করেছেন। এ কঠিন অবস্থায় বেনিনে নিনসিয়া চিকিত্সক দল বিভিন্ন ধরণের জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন।

এর পাশাপাশি চিকিত্সক দলের সদস্যরা স্থানীয় চিকিত্সকদের ইতিবাচকভাবে প্রশিক্ষণ দিচ্ছেন এবং বিশেষ কোর্সের আয়োজন করেন। তৃতীয় দফার চিকিত্সক দলের সদস্য চোং কুই ছিং ও ফেং চিয়েন চৌ বেনিনে দু'বছরের চিকিত্সার অভিজ্ঞতার সারসংকলন করার সঙ্গে সঙ্গে বাস্তব বই লিখেছেন। এ বইয়ের নাম হল আফ্রিকায় ম্যালেরিয়া প্রতিরোধে শিশুরোগির এক শ'টি অভিজ্ঞতা। এ বই বেনিনের চিকিত্সা ব্যবস্থার বাস্তব প্রামান্য পুস্তক। চীনা চিকিত্সকের একাগ্র ধৈর্যের সঙ্গে অত্যন্ত খঁচিয়ে কাজ করার প্রশিক্ষণে স্থানীয় হাসপাতালের বেশ কিছু চিকিত্সক সাধারণ রোগ শনাক্ত ও চিকিত্সার উপায় জানতে ও বুঝতে পারেন। এটি বেনিনের জন্য খুবই কল্যাণকর।

তবে বেনিনের আবহাওয়া খুব গরম ও চিকিত্সা নিতে আসা রোগীর সংখ্যা খুব বেশি। এ পরিস্থিতি চিকিত্সক দলের সদস্যদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ২০০৩ সালের জুলাই মাসে ১৩তম দফার চিকিত্সক দলের সদস্য ওয়াং সু লা গুরুতর ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কারণে বেনিনে মারা গেছেন। তখন তার মেয়ের বয়স মাত্র সাত বছর।

চীনা চিকিত্সক দলের সদস্যদের অমায়িক আচরণ ও চিকিত্সার চমত্কার সামর্থ্য বেনিনের জনগণের উচ্চ পর্যায়ের আস্থা ও প্রশংসা পেয়েছে। এর পাশাপাশি তারা স্থানীয় জনগণের সঙ্গে গভীর মৈত্রী গড়ে তুলেছেন। দ্বিতীয় দফার চিকিত্সক দলের পরিচালক নিউ চি বলেন, চিকিত্সক দলের সদস্যরা প্রতি দু'বছরে এক বার পরিবর্তিত হচ্ছেন। তবে প্রতি দফার চিকিত্সক দলের সদস্য ও স্থানীয় জনগণের মধ্যে চমত্কার মৈত্রীর বন্ধন সৃষ্টি হয়েছে। তিনি বলেন, (৪)

স্থানীয় সব জনগণ আমাদের অতিথিপরায়ন হিসেবে প্রকাশ করেন। বেনিনের স্থানীয় নাগরিকদের মধ্যে চীনা চিকিত্সক দলকে চেনেননা এমন লোক নেই।

নিউ চি আরো বলেন, কিছু রোগী সুস্থ হওয়ার পর বাড়ি চলে গেলে আমাদের হাসপাতালের চিকিত্সকরা বাড়িতে গিয়ে বিশেষভাবে তাদের দেখেন। এসব রোগীর বাড়িঘর অনেক দূর। যদিও এসব সাধারণ মানুষের অধিকাংশই ফরাসী ভাষা বলতে পারে না। তবুও তারা অঙ্গভঙ্গীর মাধ্যমে চিকিত্সকদেরকে প্রশংসা করেছেন। কিছু লোক ডিম ও কলা খেতে দেয়ার মাধ্যমে তাদের ধন্যাবাদ জানিয়েছে।

অসম্পুর্ণ পরিসংখ্যান থেকে জানা গেছে, ৩১ বছর ধরে বেনিনে সেবাদানকারী চিকিত্সক দল ২০ লাখ রোগীর চিকিত্সা করেছেন , বিভিন্ন ধরণের ৪৭ হাজার অস্ত্রোপচার করেছেন, বিপুল সংখ্যক সাধারণ রোগীর চিকিত্সা করেছেন এবং গুরুতর রোগীর চিকিত্সার ক্ষেত্রে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেছেন। বেনিনের প্রেসিডেন্ট আগের মতই চিকিত্সক দলকে ধন্যবাদ জানিয়েছেন। চিকিত্সক দলের মধ্যে মর্যাদাপূর্ণ মেডেল পাওয়ার সংখ্যা ৩৬জন। নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বাস্থ্য বিভাগের পরিচালক লিউ থিয়েন সি বলেছেন, (৫)

চিকিত্সক দলের সব সদস্য খুব ভালো। আগের ও বর্তমানের তাদের একটি লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য হল তাদের সেবার উদ্দেশ্য ভুলে না যাওয়া, দেশের মান-সম্পন্ন বৃথা হতে না দেয়া।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China