v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সার্ককে ইউরোপীয় ইউনিয়নের আদলে গড়ে তোলার উদ্যোগ
2009-08-17 14:46:25
     দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি সমৃদ্ধির মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লীতে সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্য মন্ত্রীরা একটি বৈঠক করেছেন। প্রাথমিকভাবে পরিষেবা ক্ষেত্র বাড়ানোর উদ্দেশ্যে আন্ত:রাষ্ট্রীয় বৈঠকে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সার্কের একটি দেশ যাতে সার্কভুক্ত অন্য দেশে আরো বেশী বিনিয়োগের সুযোগ পায় সে ব্যাপারে একটি চুক্তি খুব শিগগিরই স্বাক্ষরিত হতে যাচ্ছে। এতে সার্কভুক্ত দেমগুলোর পরিষেবা ক্ষেত্র পরস্পরের কাছে আরো বেশি উন্মুক্ত হবে। এ লক্ষ্যে ব্যাংক, বীমা, পযর্টন , পরিবহন সহ ২২টি পরিষেবা ক্ষেত্র। শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত ,ভূটান মালদ্বীপ , আফগানিস্তান প্রত্যেকেই প্রতিবেশী দেশের কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় তার তালিকাও তৈরি করেছে।

     বাংলাদেশ, ভূটান ও নেপালের মধ্যে প্যাকেজ কর্মসূচি শুরুর আহ্বান

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পযর্টকদের আকৃষ্ট করতে প্যাকেজ কর্মসূচি শুরু করার আহ্বান জানিয়েছেন ভুটান ও নেপারের তিনটি দেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভুটান ও নেপালে রয়েছে পাহাড় এবং বাংলাদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ৯ আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভটানের রাষ্ট্রদূত বাপো কেসাং প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাত্কারে এলে প্রধানমন্ত্রী পর্যটকদের জন্য প্যাকেজ কর্মসূচির এ আহ্বান জানান । এ সময়ে তারা দ্বিপাক্ষিক ব্যাসা বাণিজ্য আরো সম্প্রসারন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মংলা বন্দর ও ভুটানের জলবিদ্যুত শক্তি ব্যবহারসহ পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

      নোবেল বিজয়ী ড ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত

যুক্তরাষ্ট্রের সর্বেচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেলেন শান্তিতে নোবেল পুরু স্কার বিজয়ী বাংলাদেশের অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসা বুধবার বাংলাদেশ সময় গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকাভাবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ পদক পরিয়ে দেন। জাতীয় স্বার্থ, বিশ্বশান্তি, সংস্কৃতি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে আরও ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে এ পদক দিয়ে সম্মানিত করা হয়।

     পাকিস্তানের প্রথম সংখ্যালঘু খুটনীতিক জ্ঞান চাঁদ গত রোববার কাজে যোগ দিয়ে বলেছেন, তার এ নিয়োগ প্রমান করে পাকিস্তান একটি মহনশীল ও সম-অধিকার ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। পাকিস্তানের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় প্রথম হওয়ায় তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। সিন্দু প্রদেশের যারপারকার এলাকার অধিবাসী জ্ঞান চাঁদ একটি টিভি চ্যানেলকে বলেছেন, তার এনিয়োগ দেশের সংখ্যালখুদের জন্যে এই বিশেষ বার্তা বহন করে যে, পাকাস্তানে এখন তাদের জন্যে কাজ করার সমান সুযোগ রয়েছে।

      আই এম এফ পাকিস্তানকে অতিরিক্ত ৩২০ কোটি ডলার সহায়তা দেবে

     আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ পাকিস্তানের জন্য অরিরিক্ত ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে পাকিস্তান আরো সহায়তার অনুরোধ জানানোর পর , আই এম এফ ৭ আগস্ট এ ঋণ অনুমোদনের ঘোষণা দেয়। আই এম এফ এর এ বিবৃতিতে বলা হয়, ঋনের অতিরিক্ত এই অর্থ পাকিস্তানের বর্ধিত লেনদেনের প্রয়োজনীয় ভারসাম্য মোকাবিলায় সহায়ক হবে এবং ঋনের মোট পরিমান বেড়ে দাঁড়াবে ২ হাজার ২৩০ কোটি ডলার।

     মাষ্টার দা সূর্যসেনকে নিয়ে ছবি হচ্ছে বলিউডে

    বৃষ্টিশ বিরোধী আন্দোলনের নেতা চট্রগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক মাষ্টার দা সূর্যসেনকে নিয়ে এবার ছবি তৈরি হচ্ছে বলিউডে। আর এ ছবি তৈরি করবেন ভারতের লাগনখ্যাত চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকার। ছবিতে মাষ্টার দার চরিত্রে অভিনয় করতে রাজী হয়েছেন ভারতের বর্তমান প্রজম্মের প্রখ্যাত নায়ক অভিষেক বচ্চা। মাষ্টা র দাকে নিয়ে লেখা মানিনী চট্ট্রোপাধ্যায়ের বই ' ডু অর ভাই' অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

       আফগানিস্তানে নির্বাচনী প্রচারনায় নারী প্রেসডেন্ট প্রার্থি

     আফগানিস্তানে সব সেয়েকেই বাইরে যেতে হলে বোরকাসহ পর্দা করতে হয়। আর তাদের সাজগোজেও রয়েছে সীমাবন্ধতা। অথচ সেখানেই এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রয়েছেন দু'জন নারী প্রার্থী। এর মধ্যে একজন হচ্ছেন ৪২ বছর বয়সী শাহলা আতা। ২০ আগস্ট আনুষ্ঠেয় নির্বাচনে যদিও তার জয়ী হওয়ার কোন সুযোগ নেই তবুও তিনি বোরকা ছাড়া সেজেগুজে কাবুলের আশেপাশে প্রচারনায় নেমেছেন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China