v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গণ স্বাস্থ্যচর্চা দিবস উদযাপিত
2009-08-13 21:07:58

গত বছরের ৮ আগস্ট পেইচিং অলিম্পিক গেমস শুরু হয়। এ বছরের জানুয়ারী মাস থেকে চীন সরকার প্রতি বছরের ৮ আগস্টকে গণ স্বাস্থ্যচর্চা দিবস হিসেবে নির্ধারণ করেছে। এ বছরের এ দিন চীনের জনসাধারণ প্রথম গণ স্বাস্থ্যচর্চা দিবস উদযাপন করেছে। গণ স্বাস্থ্য চর্চা দিবস সম্প্রসারণের জন্য চীনের বিভিন্ন স্তরের বিভাগ ও ক্রীড়া সংস্থা বিভিন্ন স্থানে ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের গণ স্বাস্থ্যচর্চা দিবস সম্পর্কে কিছু তথ্য জানাবো।

গত ৮ আগস্ট সকাল আটটায় গণস্বাস্থ্য চর্চা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান পেইচিংয়ের ওয়ার্টার কিউবে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পেইচিং অলিম্পিক গেমসের প্রথম স্বর্ণপদক জয়ী স্যু হাই ফেং জনসাধারণকে প্রতিদিন এক ঘন্টার জন্য শরীর চর্চা করার আহ্বান জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ৩৪ হাজার লোক বার্ড নেস্টের কাছাকাছি তাইছি চর্চা করেন। যা বিশ্বের রেকর্ড সৃষ্টি করেছে। বার্ড নেস্টের অদূরে জাতীয় অলিম্পিক কেন্দ্রে লাখ লাখ লোক গণ শরীর চর্চা অনুষ্ঠানে অংশ নেয়।

সে সব অনুষ্ঠানে চীনা জনগণের ব্যাপক অংশগ্রহণ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। পেইচিংয়ের নাগরিক সিয়ে ফা মিং তাইছি চর্চায় অংশ নিয়েছেন। তিনি বলেন,'এ অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে গণ স্বাস্থ্য চর্চা ত্বরান্বিত করা। এ অনুষ্ঠানটি খুব ভালো। বিভিন্ন অঞ্চলে জনগণের সাংস্কৃতিক তত্পরতা জোরদার এবং মানবিক গণাবলী উন্নতির জন্যও অনুকূল।

গণ স্বাস্থ্য চর্চার অনুষ্ঠানে রয়েছে সাতার, হু লা হুপ প্রতিযোগিতা ও গল্ফ খেলা শিক্ষাদান। বিভিন্ন অনুষ্ঠানেই মানুষের ভীড় জমে যায়। বিশেষ করে অলিম্পিক গেমসের স্বর্ণপদক জয়ী খোং লিং হুই ও ইয়ে চাও ইংসহ অনেকেই স্বাস্থ্য চর্চাকারীদের সঙ্গে মিলিত হয়েছেন। তা সবাইকে উত্সাহিত করেছে।

পেইচিংয়ের নাগরিক স্যু ছেং কাং প্রথমবারের মত সাবেক অলিম্পিক গেমসের স্বর্ণ পদক বিজয়ী খোং লিং হুই'র সঙ্গে প্রতিযোগিতা করেছেন। তিনি বলেন, 'স্বর্ণপদক জয়ীর সঙ্গে প্রতিযোগিতা করতে পেরে আমি নিজেকে গৌরব বোধ করি। গণস্বাস্থ্য চর্চা দিবস অনেক ভালো। আমাদের স্বাস্থ্য ও সুস্থ শরীর গঠনে তা অনুকূল হবে।

খোং লিং হুই চীনের পিং পং দলের শিক্ষক। তিনি পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পেইচিং অলিম্পিক গেমসে চীনের প্রতিনিধি দল ৫১টি স্বর্ণ পদক লাভ করেছে। সকল দেশের মধ্যে তা শীর্ষ স্থানে রয়েছে। প্রতিযোগী ক্রীড়া ও গণ ক্রীড়ার মধ্যকার সম্পর্ক নিয়ে তিনি বলেন, 'প্রতিযোগী ক্রীড়ায় অংশগ্রহণকারীর সংখ্যা খুব কম। কারণ এতে উত্তেজনাকর প্রতিদ্বন্দিতা রয়েছে। কিন্তু গণস্বাস্থ্য চর্চায় সকলেই অংশ নিতে পারেন। স্বাস্থ্য রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে বন্ধুত্বও জোরদার হতে পারে। সেজন্য গণ স্বাস্থ্যচর্চা

দিবস আমাদের দেশের জন্য তত্পর্যপূর্ণ। পেশাগত খেলোয়াড় ও শিক্ষক হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দেশের জন্য আরও বেশি গৌরব অর্জনের পাশাপাশি গণ স্বাস্থ্য চর্চা সংক্রান্ত তত্পরতায় সবারই সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত।

জানা গেছে, গত ৮ আগস্ট চীনের বিভিন্ন গণ স্টেডিয়াম বিনা পয়সায় খুলে দেয়া হয়। সারা চীনের ৩১টি প্রদেশ ও অঞ্চলে বড় আকারের গণ স্বাস্থ্য চর্চা সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের পূর্বাঞ্চলের চিয়াং সু প্রদেশের দশটিরও বেশি শহরের মেয়র টেলিভিশন ভাষণে স্বাস্থ্য চর্চায় নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

পেইচিংয়ের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের উপ অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের অলিম্পিক গেমস বিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক ওয়াং ইয়া লিং সম্প্রতি আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চীন সরকার পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী দিনকে গণ স্বাস্থ্য চর্চা দিবস হিসেবে নির্ধারণ করেছে।

এর লক্ষ্য হচ্ছে এক দিকে পেইচিং অলিম্পিক গেমসকে স্মরণ করা। অন্যদিকে জনসাধারণকে শুধু ক্রাড়া প্রতিযোগিতার দর্শক হওয়া তা নয়, স্বাস্থ্য চর্চায় নিজেদের এতে অংশগ্রহণ করা উচিত। তিনি বলেন, ক্রীড়ার উন্নয়ন হলো ক্রীড়া বাজার, দর্শক ও ক্রীড়ার ওপর দৃষ্টি রাখে এবং ক্রীড়া নিয়ে আড্ডা মারে এমন লোক থাকা দরকার। কিন্তু স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে নিজেকে চর্চা করতে হবে এবং চর্চার বৈশিষ্ট্য উপভোগ করতে হবে। পেইচিং অলিম্পিক গেমসের মাধ্যমে শুধু চীনের প্রতিযোগী ক্রীড়ার উন্নয়ন হয়েছে তা নয়, চীনের গণ ক্রীড়াও উন্নয়ন হয়েছে বলে আমি মনে করি। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China