v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
মাদকদ্রব্য নিষিদ্ধকরণ স্বেচ্ছাসেবক সিয়াওলির গল্প
2009-08-11 21:10:31

মাদকদ্রব্য সেবন দূরীকরণের কাজটি অধ্যবসায়ের ওপর নির্ভরশীল বলে আমি মনে করতাম । কিন্তু আমি ৬ বছর ধরে চেষ্টা করলেও সফল হয়নি । ব্যর্থতার অভিজ্ঞতা তেকে আমি জানতে পেরেছি ,শুধু অধ্যবসায়ের ওপর নির্ভর করে মাদকদ্রব্যের নেশা ছাড়ানো সম্ভব নয় ।

৬ বছর আগে সিয়াওলি একজন মাদকাশক্ত ছিলেন । ৬ বছর ধরে সিয়াওলি সাফল্যের সঙ্গে নেশামুক্ত হয়ে একজন মনস্তত্ত্ববিদ হয়েছেন । তিনি এখন প্রতিদিন পেইচিং মাদকদ্রব্য নিষিদ্ধকরণ শিক্ষা কেন্দ্র এবং নিজের মাদকদ্রব্য নিষিদ্ধকরণ সার্ভিস কেন্দ্রের মধ্যে যাওয়া আসা করেন ।" শুকতারা"শিরোনামে মাদকদ্রব্য নিষিদ্ধকরণ সার্ভিস কেন্দ্র হল সিয়াওলি ও তার মতো মাদকাশক্ত ছিলেন এমন কয়েকজন বন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বেসরকারী সার্ভিস সংস্থা । সার্ভিস কেন্দ্রের কর্মীদের প্রধান কাজ হল যারা মাদকাশক্ত বা যারা মাদকদ্রব্য থেকে নেশামুক্ত হতে চায় অথবা যারা নেশামুক্ত হয়ে আরোগ্য হয়েছে তাদের সেবা দান করা ।

এখন "শুকতারা"সার্ভিস কেন্দ্রের "মাধ্যমে যারা সাফল্যের সঙ্গে মাদক থেকে নেশামুক্ত হয়েছে তারা অন্যান্য মাদকাশক্তকর সাহায্য করে । এর ফলাফল ভাল । সিয়াওলি মনে করেন, নিজের নেশামুক্ত হওয়ার অভিজ্ঞতা তার এবং সেবাগ্রহণকারীর মধ্যে ব্যবধান কমাবে এবং তাদের আস্থা পাবে ।

সিয়াওলির কাছে মাদকদ্রব্য সেবন করা মানে রোগে আক্রান্ত হওয়া । সিয়াওলির সাত বছর মাদক গ্রহণের নেশার ইতিহাস ছিল । তিনি হিরোইন,হেম্প,গুড়া K সেবন করেছিলেন বলে মাদকদ্রব্য সম্পর্কে তার গভীর আভিজ্ঞতা রয়েছে । তিনি বলেন, আমার মতে মাদকদ্রব্যের নেশা ব্যাঙ-ইফেকটের মতোভয়ংকর । ফুটানো পানি ভরা এক পাত্রের মধ্যে একটি ব্যাঙ ফেলে দিলে গরম পানি সহ্য করতে পারে না বলে ব্যাঙটা লাফালাফি করে এক লাফে বাইরে আসার চেষ্টা করবেই । কিন্তু যদি ঠান্ডা পানি ভরা এক পাত্রে ব্যাঙ ফেলে দেয় তাহালে আরাম মনে করে ব্যাঙটা নির্বিঘ্নে থাকবে । পরে পানির তাপমাত্রা কিছু বেড়ে যাওয়ায় ব্যাঙ উষ্ণ পানির আরাম অনুভব করবে । অবশেষে যখন ব্যাঙ পানির তাপমাত্রা আর সহ্য করতে পারে না এবং বাইরে আসার চেষ্টা চালায় তখন দেরী হয়ে যায় আর উঠে আসা সম্ভব হয় না । এটাই মাদকদ্রব্যের ভয়ংকর ।

২০০৩ সালে সিয়াওলিকে " সূযমুখী" চিকিত্সা কমিউনিটিতে পাঠানো হয় । কমিউনিটিতে মাদকাশক্তরা নিজেদের দ্বারা নিজেদের পরিচালনা করে এবং আত্ম-সাহায্য ও পারস্পরিক সাহায্য করার ব্যবস্থা নেয়া হয় । আস্তেআস্তে সিয়াওলি কমিউনিটিকে পছন্দ করতে শুরু করে ।

মাদকদ্রব্য সম্পর্কিত অনেক বই পড়ে সিয়াওলি জানতে পেরেছে যে, মাদকদ্রব্যের ওপর নেশা হওয়া মানে রোগে আক্রান্ত হওয়া । নিজেকে উপযুক্ত করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি বের করলেই কেবল সত্যিকারভাবে মাদকদ্রব্যের নেশার সমস্যার সমাধান করা যায় । সিয়াওলি বলেন, মাদকদ্রব্য সেবন সর্দির মতোই প্রতিরোধের ওপর নির্ভর করতে হবে । নিজের দেহের প্রতিরোধের সামর্থ্য বাড়াতে হবে । নেশামুক্ত এবং আরোগ্য হতে চাইলে চিকিত্সা গ্রহণ করতে হবে ।

"সূর্যমুখী"কমিউনিটিতে উদ্দেশ্যমূলক চিকিত্সা পেয়েছে । মনস্তাত্বিক ও ওষুধের চিকিত্সা ছাড়াও সিয়াওলি ভালবাসাকে তার সাফল্যের সঙ্গে নেশামুক্ত হওয়ার প্রধান কারণ হিসেবে গ্রহণ করেন । তিনি মনে করেন,বাবা মার ভালবাসা,স্বামীর ভালবাসা,বন্ধুর এবং সহকর্মীর ভালবাসা তাকে সীমাহীন শক্তি দিয়েছে । তিনি বলেন,কেউ কেউ জিজ্ঞেস করেন,হিরোইনের জন্য কোনো ওষুধ আছে ?আমি মনে করি,একজন মাদকাশক্তের পক্ষে ভালবাসা সবচেয়ে উত্তম ওষুধ । একটু বেশী ভালবাসা দিলে সে সহজে নেশামুক্ত হয়ে আরোগ্য হতে পারবে ।

সাফল্যের সঙ্গে নেশামুক্ত হয়ে সিয়াওলি তার ভালবাসা সম্প্রসারিত করতে চান । নিজের অভিজ্ঞতার মাধ্যমে আরও বেশি লোককে সাহায্য করবেন বলে তিনি আশা করেন ।

২০০৪ সালের শেষ দিকে চমত্কার কাজের কারণে সিয়াওলি কমিউনিটির একজন উপদেষ্টা হয়েছেন । তিনি নেশা সম্পর্কিত বিভিন্ন বই থেকে গ্রহণ করা জ্ঞান অন্যান্যদের বুঝিয়ে দেন এবং নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। এক বছরেরও বেশি সময় ধরে অধ্যবসায়ের সঙ্গে বই পড়ার পর সিয়াওলি রাষ্ট্রের স্বীকৃতিপ্রাপ্তমনস্তত্ত্ববিদের যোগ্যতা লাভ করেছেন ।

এখন সিয়াওলি বলেছেন,নেশামুক্ত এমন কোনো লোক সহজে বলবেন না যে ,তারা সারা জীবনে আবারও মাদকদ্রব্য সেবন করবে না । বর্তমানে ভালভাবে কাজ সম্পন্ন করার অর্থ হল ভবিষ্যতের জন্য দায়িত্ব পালন করা । আজ সিয়াওলি পেইচিং মাদকদ্রব্য নিষিদ্ধকরণ এবং শিক্ষাদান কেন্দ্রের একজন স্বেচ্ছাসেবক । ২০০৮ সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করার ফলে তিনি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিতহন । তাদের "শুকতারা"সার্ভিস কেন্দ্র বিশেষ সার্ভিস হটলাইন চালু করে মাদকাশক্ত ও তাদের পরিবারপরিজনদের পরামর্শ দেয় ।আরও বেশি লোককে সাহায্য করার জন্য অদূর ভবিষ্যতে তাদের সার্ভিস কেন্দ্র একটি প্রভাবশালী সার্ভিস কেন্দ্রে পরিণত হবে বলে তারা আশা করেন ।

নিজের কাজ সম্পর্কে সিয়াওলি যথেষ্টআশাবাদী । গত অক্টোবর মাসে তার বিয়ে হয় এবং এবছরের নভেম্বর মাসে তাদের সন্তানের জন্ম হবে । সিয়াওলি বলেন, ছেলে হোক মেয়ে হোক, ভাল স্বাস্থ্য থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ।আমার বাচ্চা স্বাস্থ্যবান হবে বলে আমি আশা করি ।বড় হলে আমি তাকে আমার গল্প শোনাব। কারণ , এটা আমার সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ।নেশামুক্ত হওয়ার প্রক্রিয়া শুধু মাদকদ্রব্য সংক্রান্তসমস্যা সমাধানের প্রক্রিয়াই নয় । এটা মানুষ হওয়ারও সমস্যা ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China