চীন আন্তর্জাতিক বেতারের উদ্যোগে আয়োজিত বৃহদাকার গণমাধ্যম সাক্ষাত্কার দল "চীনকে-জানুন চীনের সাংবাদিকদের সীমান্ত অঞ্চলের অভিযাত্রা"লিয়াও নিং প্রদেশের ইয়ান পিয়ান দলে একজন ভারতের সাংবাদিক আছেন।তাঁর নাম এন্থোনি ক্লিটাস । লিয়াও নিং প্রদেশের ইয়ান পিয়ান শহর তাঁর মনে কি কি দাগ কেটেছে? এ ব্যপারে তাকে প্রশ্ন করা হয়।
সাক্ষাত্কার দলের ইয়ান পিয়ান শহরের প্রথম ধারণা হচ্ছেঃ পরিচিত সংগীত 'আ লি লাং', বিরামহীন সবুজ রঙ, লাল বা নীল রঙের ছাদ এবং সাদা দেয়াল পিশিষ্ট কোরিয়া জাতির বসতি, কোরিয়া বা চীনা ভাষায় লেখা রাস্তার নির্দেশনা। স্থানীয় বিশেষ এ দৃশ্য ভারতের সাংবাদিক এন্থোনি ক্লিটাসের জন্য আকর্ষনয়।তিনি আনন্দচিত্তে বলেছেন, তিনি এখানকার জীবনযাপন খুব উপভোগ করেছেন।তিনি মনে করেন, ইয়ান পিয়ান শহর একটি সুন্দর জায়গা যা প্রকৃতির সঙ্গে মিশে গেছে ।
ইয়ান পিয়ান শহরে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া-এ তিন দেশের সংলগ্ন ।উত্তর পূর্ব চীনের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর হিসেবে ইয়ান পিয়ান শহরের বিশেষ অবস্থান রাশিয়া ,উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ বিভিন্ন দেশের মানুষের সীমান্ত বাণিজ্য ও ভ্রমনে আসার জন্য আকর্ষন করে।এন্থোনি ক্লিটাস বলেছেন, 'আমি জানি যে ইয়ান পিয়ান শহরের অর্থনীতির উন্নয়ন ভাল।হুই ছুন বন্দরের মাধ্যমে রাশিয়ায় যাতায়াত করা যায় এবং থু মেন বন্দরের মাধ্যমে চীন এবং উত্তর কোরিয়ার অর্থনীতি ও বাণিজ্য ভালভাবে সংযুক্ত হয়েছে'।ইয়ান চি শহর ও হুই ছুন শহরে আপনি নানা ধরনের ভাষা শুনতে পাবেন,যেমন চীনা ভাষা, রুশ ভাষা ও কোরিয় ভাষা।অনেক রাশিয়ান এমন কি মঙ্গোলিয়ার মানুষও এ খানে ভ্রমনে আসেন।
সাক্ষাত্কার দল হেলং শহরের আশা নামে একটি শিশুলয়ে একজন সহৃদয়বান পরিচালক লি ওয়েন চে'র সঙ্গে সাক্ষাত্ করেছে।পরিচালক কোরিয় জাতির লোক ।১৯৭৪ সাল থেকে এ পর্যন্ত ৩০ বছরে লি ওয়েন চে ১৩০ জনেরও বেশি অনাথ ছেলে মেয়ে এবং দরিদ্র ছাত্রছাত্রী পালন করছেন।এ সব শিশুরা হান জাতি, কোরিয় জাতি, মান জাতিসহ বিভিন্ন জাতির।
সাক্ষাত্কার শেষে এন্থোনি ক্লিটাস আমাদেরকে বলেছেন, তাঁর একটি ছেলে এবং একটি মেয়ে আছে, শিশুদের দেখে তাঁর খুব আপন মনে হয়। লি ওয়েন চের কাহিনী তাঁকে খুব মুগ্ধ করেছে।
অল্প কয়েক দিনে, সাক্ষাত্কার দলটি ইয়ান পিয়ানের অনেক অধিবাসীর সাথে যোগাযোগ করেছেন, তাঁরা আন্তরিক এবং সরল। তিনি মাঝে মাঝে দু'হাত জড়িয়ে তাঁদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এখানকার মানুষ আন্তরিক এবং অতিথিপরায়ণ ,তাঁরা আমাদেরকে অনেক তথ্য সরবরাহ করেছেন, এ জন্য আমি খুব মুগ্ধ হয়েছি। (লি ওয়ান লু) |