v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ছোট ছাগল বাসায় ফিরতে চায়
2009-08-12 17:30:25

কণ্ঠশিল্পী গেন লিয়ান ফাং

এখন আপনারা শুনছেন পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের একটি লোকসংগীত 'ছোট ছাগল বাসায় ফিরতে চায়' নামের গানটি। গেয়েছেন চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী গেন লিয়ান ফাং। এ গানের সুরের মাধ্যমে গ্রামের বাচ্চাদের সরল আচরণের প্রতিফলিত ঘটেছে।

গেন লিয়ান ফাং হচ্ছেন পেইচিং সামরিক অঞ্চলের সহযোদ্ধা সাংস্কৃতিক দলের কণ্ঠশিল্পী। গত শতাব্দীর ৬০'র দশকে তিনি গায়িকা হওয়ার পর যথাক্রমে নানা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক, দ্বৈত ও প্রধান গায়িকা হিসেবে গান গেয়েছেন। চল্লিশ বছরেরও বেশি সময় বাস্তব অনুশীলনের মধ্য দিয়ে অন্যের বিশেষ সত্গুণ গ্রহণ করে তাঁর নিজের বৈশিষ্ট্যপূর্ণ শিল্পকলার রীতি প্রতিষ্ঠিত হয়েছে। গেন লিয়ান ফাংয়ের গাওয়া 'ঘুড়ি উড়ানো', 'ঘোড়া দৌঁড়ার পাহাড়' ইত্যাদি লোকসংগীত শ্রোতাদের জনপ্রিয়তা পেয়েছে।

একজন শ্রেষ্ঠ সামরিক গায়িকা হিসেবে গেন লিয়ান ফাং একাধিক বার চীনের জাতীয় পর্যায় ও সারা সেনাবাহিনী পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন। তাঁর গাওয়া অনেক গানের ডিস্ক চীনে খুব চলতে। গেন লিয়ান ফাং সাংস্কৃতিক দূত হিসেবে জার্মানী, পোল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরিসহ নানা দেশ ও অঞ্চলে গিয়ে পরিবেশন করেছেন এবং আন্তর্জাতিক বন্ধুভাবাপন্ন ব্যক্তিদের ভূয়সী প্রশংসা পেয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China