v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সাংহাই বিশ্ব মেলার ভারত ভবন
2009-08-05 21:12:48

সাংহাই বিশ্ব মেলার ভারত ভবনের নির্মানকাজ শুরু হয়েছে। এ ভবনের আয়তন ৪০০০ বর্গমিটার ।ভারতের প্রাচীনতম ইমারতের স্থাপত্যরীতির অনুকরণে এর নকশা তৈরী করা হয়েছে ।ভারত ভবনের গোলাকার খিলান তৈরী হবে এলাহাবাদে অবস্থিত সিদ্ধিসৈয়দ মন্দিরের নির্মানশৈলী গ্রহণ করে । ওয়ানানাসির লালপুর মন্দিরের মত ভারত ভবনের সামনের মহাচত্তর নির্মিত হবে পোঁড়া মাটি ও কালো পাথর দিয়ে, যার নীচে থাকবে শীতাতপ ব্যবস্থা । শংজি স্তুপের গঠনশৈলীর অনুকরণে ভবনটির যে গম্বুজ তৈরী হবে তা ভারতের অদ্বৈত্ববাদের প্রতীক । গোটা ভবনের নির্মানকাজে হিন্দু, বৌদ্ধধর্ম , ইসলাম ধর্ম ,জৈন ধর্ম ,শেখ সম্প্রদায় , এমন কি খ্রীস্টান ধর্মের স্থাপত্যরীতির সম্মিলন ঘটবে । ভিতরে গেলে কোনো একটি তীর্থে প্রবেশ করেছে বলে দর্শকদের ভ্রম হবে এবং সংগে সংগে তাদের মন শান্ত হবে ।

সাংহাই বিশ্ব মেলার ভারত ভবনের ডিজাইনার নৈদু বলেন , ভারত ভবনের প্রাচীন স্থাপত্যশৈলীর সংগে মিশ্রিত হয়েছে হাই টেকের প্রচুর উপাদান ।এর বেশীর ভাগ নির্মান উপকরণ পুনরায় ব্যবহার করা যায়। শক্তি-সাশ্রয়ী উপকরণ ব্যবহারের উদ্যোগকে বিশেষ উত্সাহ দেয়া হয়েছে । সর্বাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ ও বৈদুতিক বাতি ব্যাবহারের কারণে প্রচুর বিদ্যুত বাঁচানো যাবে । বায়ু-চালিত ক্ষুদ্র বিদ্যুত উত্পাদনকারী যন্ত্র এবং সৌরশক্তির ব্যাটারি ব্যবহার করে পুনর্ব্যাহার্য শক্তি বহুলপরিমানে পাওয়া যাবে । কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার না করার জন্য দূষণ সমস্যা সৃষ্টির সম্ভাবনা নেই। ভবনটি থেকে নি:সৃত ময়লা পানি কারখানায় পরিশোধনের পর গাছ ও ঘাসের জন্য সেচ করা যাবে । পাশাপাশি বৃষ্টির পানি সংগ্রহের সুব্যবস্থাও থাকবে ।

ভারতের প্রদর্শনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরা সাংবাদিকেদের জানিয়েছেন , প্রতি ঘন্টায় দেড় হাজার দর্শক ভারত ভবন ঘুরে ঘুরে দেখতে পারবে । তারা চলচ্চিত্র ,অভিনয় ও ভারতের স্বকীয় পণ্যদ্রব্য দেখা এবং সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণের মাধ্যেম ভারতের সংগে পরিচিত হতে পারবে

জানা গেছে , ভারতের শহরের বৈচিত্র্য ও সামঞ্জস্য দেখানোই ভারত ভবন নির্মানের অন্যতম প্রধান লক্ষ্য । খ্রীষ্টপূর্ব দু'তিন হাজার বছর পূর্বের মহেন্জোদারো ও হরপ্পা সভ্যতা থেকে শুরু করে মধ্যযুগের মহাল্লাহস সভ্যতা পর্যন্ত ভারতের বিভিন্ন যুগের নগর জীবন সুন্দরভাবে ফুটিয়ে তোলার পদক্ষেপ নেয়া হচ্ছে ।

ভারত ভবনে নগর জীবন বিবর্তনের চিত্রও দৃষ্টিগোচর হবে । ক্রমবর্ধমান জনসংখ্যা ও গুরুতর পবিবেশ দূষণ সমস্যার চাপে ভারতের বিভিন্ন মহল এবং সরকারের বিভিন্ন বিভাগ মিলিতভাবে সমাজের সুষম জীবন নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে ।

তা ছাড়া , ভারত ভবনে ভারতের তথ্য প্রযুক্তি, উপগ্রহ টেলিযোগাযোগ প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির সর্বশেষ উন্নতির পরিচয়ও পাওয়া যাবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China