v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের সংখ্যালঘু জাতির ঐতিহ্যিক সঙ্গীত ও নৃত্যের কনসার্টের প্রথম অংশ
2009-08-05 20:55:49
১৩ জুন হলো চীনের সাংস্কৃতিক পুরাকীর্তি দিবস। এ উপলক্ষে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় সংখ্যালঘু জাতি'র ঐতিহ্যিক সঙ্গীত ও নৃত্যের কনসার্টের অনুষ্ঠান আয়োজন করে। আজকের সুরের ভূবন অনুষ্ঠানে এই অনুষ্ঠানের প্রথম অংশের কিছু সঙ্গীত বা গান আপনাদের শোনাচ্ছি। আমি ইয়াং ওয়েই মিং। সব শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

(রি ১)

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিনো জাতি'র বৈশিষ্টময় ড্রাম নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্দা উঠেছে। কিনো জাতি হলো চীনের সংখ্যালঘু জাতি'র মধ্যে সবচেয়ে কম সংখ্যার জাতি'র অন্যতম। এ ড্রাম নৃত্যকে কিনো ভাষায় বলা হয়, সি থু কুও। সি থু অর্থাত বড় ড্রাম। কুও মানে নাচ। তাদের ড্রামের পাশে বহু ছোট ছোট লাঠি দিয়ে সাজানো হয়। তা দেখতে সূর্যের ছবির মতো। তাই এ নৃত্যের আরেকটি নাম সুর্য্য নৃত্য। কিনো জাতি'র একটি রূপ কথা আছে। তা হলো অনেক আগে কিনো জাতি'র পূর্বপুরুষ মাই হেই এবং তার বোন মাই নিউ একটি বড় ড্রামের মধ্যে লুকিয়ে অগ্নিকান্ডের হাত থেকে বেঁচে গিয়েছিল। এ কারণে ড্রাম কিনো জাতি'র জন্য খুব গর্বের জিনিসে পরিণত হয়েছে।

(শেষ)

চীন সরকার সংস্কৃতি পুরাকীর্তি'র সংরক্ষণ এবং শিক্ষার ব্যবস্থা করেআসছে। ২০০৬ সাল থেকে সাংস্কৃতিক পুরাকীর্তি'র রক্ষা ব্যবস্থা জোরদার করতে প্রতি বছর জুন মাসের দ্বিতীয় শনিবার চীনের সাংস্কৃতিক পুরাকীর্তি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। চলতি বছরের এ দিবসটি পালন করার কাছাকাছি সময় চীনের বিভিন্ন জায়গায় বৈচিত্রময় অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ সঙ্গীত ও নৃত্যের কনসার্টে দর্শকদের আন্তরিক ধন্যবাদ পাওয়া গেছে।

এবারের অনুষ্ঠানে চীনের ১০টি প্রদেশের বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক পুরাকীর্তি অনুষ্ঠান অন্তর্ভূক্ত করা হয়েছে। এতে রয়েছে, মঙ্গোলীয় জাতি'র ছাং তিয়াও লোকসঙ্গীত, কিনো জাতি'র ড্রাম নৃত্য, ছিয়াং জাতি'র বাঁশি বাজানো, উইগুর জাতি'র মাইসি রা পু এবং তিব্বত জাতি'র শান নান ছাং কুও জুও নৃত্যসহ ১৪টি অনুষ্ঠান।

(রি ২)

আপনারা শুনছেন উত্তর-পশ্চিম চীনের খুব জনপ্রিয় লোকসঙ্গীত "হুয়া আর"। এ লোকসঙ্গীতের গুরু মা দা লিনের নির্দেশনায় অনুষ্ঠানের কয়েকজন শিল্পী "হুয়া আর" পরিবেশন করেছেন। চীনের ছিং হাই, কান সু এবং নিং সিয়ায় হুয়া আর খুব জনপ্রিয়। এ লোকসঙ্গীতের নির্ধারিত সুর আছে। গানের শিল্পীরা সুরের ভিত্তিতে নিজের ইচ্ছা মতো গানের কথা তৈরী করেন। যে গানটি আপনারা শুনছেন তা হলো তিনটি সুরের "হুয়া আর"। এ তিনটির সবই প্রেমের গান।

(শেষ)

এবারের অনুষ্ঠানে মোট ২৩৬জন লোকশিল্পী অংশ নিয়েছেন। এর মধ্যে ১৩জন জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তি'র প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাদের বয়স ১১ বছর থেকে ৭৮ বছর বয়স পর্যন্ত। এখন শুনুন তাদের মধ্যে মঙ্গোলীয় জাতি'র লোকশিল্পী বাতমার গাওয়া মঙ্গোলিয়ার বৈশিষ্ট্য ছাং তিও লোকসঙ্গীত "সমৃদ্ধ এবং প্রশস্ত আলাশান"।

(রি ৩)

ছাং তাও লোকসঙ্গীত কিন্তু মঙ্গোলীয় জাতি'র ঋতু'র পরিবর্তনে বিভিন্ন জায়গা বেড়িয়ে যাওয়ার জীবন অভ্যাসের সঙ্গে জড়িত। ২০০৫ সালের নভেম্বর মাসে ইউনেস্কো ছাং তিওকে "মানব জাতি'র মৌখিক এবং অবৈষয়িক পুরাকীর্তি'র প্রতিনিধি" হিসেবে বেছে নেয়। বাতমা'র গাওয়া এ গানটি উত্সবের দিন গাওয়া হয়। গানের অর্থ হলো, সমৃদ্ধ এবং প্রশস্ত আলাশান হলো আমার সুন্দর জন্মস্থান। এখানে মানুষের মধ্যে মৈত্রী মূল্যবান এবং শান্তিপূর্ন সহাবস্থান খুব গুরুত্বপূর্ণ। উত্সবের সময় আনন্দ করা উচিত। হাজার হাজার কথা শুধু মনের সত্য কথা বলার জন্য।

(শেষ)

"মাইসি রা ফু" হলো চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের খুব জনপ্রিয় এক রকম নাচ গান অনুষ্ঠানের নাম। তাতে উইগুর জাতি'র মুখাম সঙ্গীত, লোকসঙ্গীত, নৃত্য, নাটক এবং অ্যাক্রোবেটিক সব মিলিয়ে তৈরী এক রকম অনুষ্ঠান। তা হলো উইগুর জাতি'র মানুষের নিজ জাতি'র রীতিনীতি অনুসরণ এবং শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং তা উইগুর জাতি'র ঐতিহ্যিক উত্সবের সময় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখন শুনুন, এই অনুষ্ঠানটি।

(রি ৪)

আপনারা শুনলেন চীনের উইগুর জাতি'র ঐতিহ্যিক অনুষ্ঠান "মাইসি রা পু"। ইয়ুইন ইয়াইয়া এ অনুষ্ঠানের প্রধান গায়ক। তিনিও জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তি'র একজন প্রতিনিধি। তিনি তার বাবা এবং দাদা'র কাছ থেকে তাও লাং মুখামু শিখেছেন। তাও লাং মুখাম উইগুর জাতি'র তাও লাং মানুষের মধ্যে খুব বিখ্যাত। তাও লাং মানুষ তাকলামা মরুভূমি'র সীমান্ত এলাকায় বসবাস করেন। বৈশিষ্ট্যময় পরিবেশে থাকার কারণে তাদের গানও খুব বৈশিষ্ট্যময়। তাদের নৃত্য খুব রাফ টাইপের।

(শেষ)

থু চিয়া জাতি প্রধানত দক্ষিণ-মধ্য চীনের হু নান, হু পেই, ছুং ছিং এবং কুই চৌ অঞ্চলে থাকেন। তাদের গান ও নাচের ঐতিহ্য রয়েছে। যেমন "বাই শো উ", "মাও কু সি উ" এবং "দা লিউ জি"। "দা লিউ জি" হলো উত্সবের সময় বিভিন্ন বাদ্য যন্ত্রের মাধ্যমে পরিবেশিত একরকম অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শেষ দিকে আমরা থু চিয়া জাতি'র "দা লিউ জি" অনুষ্ঠানের একটি গান শোনবো। তার নাম "বিজিকা'র উত্সব"।

(রি ৫)

"দা লিউ জি" থু চিয়া জাতি'র দৈনন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যে কোনো উত্সবের দিনে তা আয়োজন করা হয়। শিল্পী থিয়েন লুং সিন এ অনুষ্ঠানের প্রধান শিল্পী। তিনি থু চিয়া জাতি'র বিভিন্ন লোকসঙ্গীত গাইতে পারেন এবং অনেক বার দেশে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছিলেন। এখন আমরা একসাথে শুনবো এ বৈশিষ্টময় অনুষ্ঠানটি।

(শেষ)

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China