v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সীমাসন্ধিকে প্রশ্ন করো
2009-08-05 00:12:46

কণ্ঠ শিল্পী লি ডান ইয়াং

 আপনারা চীনের বিখ্যাত সামরিক কণ্ঠ শিল্পী লি ডান ইয়াংয়ের গাওয়া 'সীমাসন্ধিকে প্রশ্ন করো' গানটি শুনছেন। লিউ শি সিন এ গানের কথা লিখেছেন। সুর দিয়েছেন লেই ইউয়েন শেং। গানের কথা এমন, 'শুনেছি, অসীম মরুভূমিতে দেশের সীমারেখা আছে। শুনেছি, সেখানে সবুজ নেই, নেই কোন মানুষজন। শুনেছি, প্রাচীনকাল থেকেই তুমি একাকী আর তোমার নাম সীমাসন্ধি। সীমাসন্ধিকে প্রশ্ন করি, কেন তুমি কঠিন অবস্থাকে ভয় করো না? আমার লক্ষি ভাইটি। কেন তুমি পদচিহ্ন একে দিয়ে সবসময় সামনের দিকে যাও?'

লি ডান ইয়াং হচ্ছেন চীনের সেনা সদস্য ও শ্রোতাদের জনপ্রিয় সামরিক কণ্ঠশিল্পী। তিনি অনেক সামরিক গান গেয়েছেন। তাঁর গানের মধ্যে সৈনিকের গভীর ভাব ও স্পষ্ট জাতিগত বৈশিষ্ট্য রয়েছে।

গত শতাব্দীর ৯০'র দশকের পর লি ডান ইয়াং বহু বার চীনের বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। তিনি জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ফিলিপাইনসহ অনেক দেশও সফর করেছেন। তাঁর মঠুর কন্ঠ ও আবেগাপ্লুত গানের কৌশল ব্যাপক বিদেশী দর্শকদের প্রশংসা পেয়েছে। লি ডান ইয়াং আশা করেন, তাঁর সবচেয়ে সুমধুর গানের মধ্য দিয়ে তাঁর প্রতি সেনাবাহিনীর সকল সদস্য ও বন্ধুদের সমর্থনের সাড়া পাবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China