v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিশ্বব্যাংক ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে
2009-08-03 21:36:35

**বিশ্বব্যাংক ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে

বিশ্বব্যাংক সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচিকে অগ্রাধিকার খাত হিসেবে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ কর্মসূচি সফল করার লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী সহায়তা কৌশলপত্র তৈরি করেছে। বাংলাদেশ কান্ট্রি এসিসটেন্স স্ট্রাটেজি নামের ২০০৯-২০১৪ কর্মপরিকল্পনায় বিশ্বব্যাংক ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি ও ঋণ সুবিধা সম্প্রসারনের উদ্যোগ নিচ্ছে। বুধবার ঢাকায় বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভূমি মালিকানা নিবন্ধন, জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম, বাংলাদেশ ব্যাংক, পরিসংখ্যান ব্যুরো, পুলিশের কর্মকান্ডসহ বেশ কিছু অগ্রাধিকার খাতকে চিহ্নিত করে এগুলোকে আগে ডিজিটাল করার প্রস্তাব করা হয়েছে। অগ্রাধিকার খাতগুলোকে প্রথম পর্যায়ে ডিজিটাল করা হলে তা পরবর্তী ডিজিটাল প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করবে। তারমতে, এ ক্ষেত্রে দেশে প্রাথমিক পর্যায়ে ৩০ হাজার অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে।

**আইএমএফ কার্যালয় সরবে না, আরো স্বল্প সুদে ঋণ পাবে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার মিশন বাংলাদেশ থেকে সরিয়ে নেবে না। উপরন্তু বাংলাদেশকে দীর্ঘদিন যে সুদের হারে ঋণ দিয়ে এসেছে আগামী দিনে তা আরো কমানোর ঘোষণা দিয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বুধবার ঢাকায় এ কথা জানিয়েছেন। এ দিন সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে আগত আইএমএফ মিশন প্রধান মাসাতো মিয়াজাকিও ঢাকাস্থ আবাসিক প্রতিনিধির সঙ্গে মন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

**বাংলাদেশে শিগগিরই মেধাসম্পদ আইন তৈরি করা হচ্ছে

বাংলাদেশে শিগগিরই মেধাসম্পদ আইন তৈরি করা হবে। দেশের মেধার সুষ্ঠু বিকাশের লক্ষ্যে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এ মেধাসম্পদ আইন করা হবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ২৩ ও ২৪ জুলাই জেনেভায় অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ সমুহের মেধা সম্পদ বিষয়ক সম্মেলন শেষে দেশে ফিরে বুধবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি এও জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার চিন্তাভাবনা করছে।

**বাংলাদেশ-পাকিস্তান রেল সংযোগ স্থাপনে ভারতের প্রস্তাব

দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে সুসম্পর্কও ঐক্য গড়ে তুলতে বাংলাদেশ-পাকিস্তান রেল সংযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছে ভারত। গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত সার্কভূক্ত দেশগুলোর যোগাযোগ মন্ত্রীদের বৈঠককালে ভারতের পক্ষ থেকে ভারত ও নেপালের ভূখন্ড ব্যবহার করে বাংলাদেশ-পাকিস্তান রেল সংযোগের এ প্রস্তাব দেয়া হয়। উল্লেখ্য, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ ব্যবস্থা ৪৩ বছর পর গত বছর ঢাকা-কোলকাতা রেল যোগাযোগ মৈত্রী এক্সপ্রেস চালুর মাধ্যমে পুনরায় শুরু হয়।

**ভারত থেকে বিদ্যুত্ নেবে নেপাল

নেপাল সরকার দেশের বিদ্যুতের চাহিদা মিটাতে ভারত থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করবে। নেপালের জ্বালানি মন্ত্রী প্রকাশ শরন মাহাত জানিয়েছেন, ইতোমধ্যেই ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। অপর দিকে নেপাল বিশ্বব্যাংকের সহায়তায় তাপ বিদ্যুত্ কেন্দ্রগুলো থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনেরও পরিকল্পনা করছে।

**শ্রীলংকাকে আইএমএফ ২.৬ বিলিয়ন ডলার দেবে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল শ্রীলংকাকে ২.৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে। গত মার্চে শ্রীলংকা আইএমএফ-এর কাছে ১৯০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চায়। কতিপয় পশ্চিমা দেশের চাপের মুখে আইএমএফ এ সহায়তা দিতে বিলম্ব করে।

** বিশ্ব জয়ের বাসনা এবার আফগান গায়কের

লন্ডনের পাতাল রেলের কর্মী লতিফ নানগারহারি একজন আফগান গায়ক। আর দশজন রেল কর্মীর মতই প্রতিদিন তিনি আট ঘন্টা কাজ করেন ট্রেনগুলোতে। যাত্রীদের ভ্রমন নির্বিঘ্ন হচ্ছে কিনা এসব দেখাই তার কাজ। ২৮ বছর বয়সী লতিফের জন্মভূমি আফগানিস্তানে তিনি দারুন জনপ্রিয় একজন সংগীত তারকা। তার গান হাজারো আফগানকে অনুপ্রেরণা দেয়। ৩০ বছরে লন্ডভন্ড হয়ে পড়া আফগানিস্তানের মানুষের 'বাঁচার সাহস যোগায়' তাঁর গান বলে, 'হেরে যেও না বন্ধু, পরাজয় মেনে নিয়ো না'। কোন দলমতে বিশ্বাসী নন তিনি'। এ আহবান তাঁর একান্ত নিজস্ব। অহিংসার বানী ছড়ান সুর, ছন্দ ও তালে। সম্প্রতি অষ্ট্রেলিয়ায় তিন সহস্রাধিক শ্রোতাকে মাতিয়ে এসেছেন তিনি। গানের মাধ্যমে বিশ্বজয়ের পালা শুরু হয়েছে তাঁর। লতিফ বিবিসিকে জানিয়েছেন, জন্মভূমির ইতিহাসই আমার গানের প্রেরণা।

'নানগার হারির গানে থাকে আফগানিস্তানের অতীত ও বর্তমানের সংঘাতময় পরিস্থিতির বর্ণনা। তাঁর কন্ঠের সর্বশেষ রেকর্ড করা 'আফগানিস্তান' গানটি আফগানিস্তানের রেডিও টেলিভিশনে নিয়মিত প্রচার করা হয়। স্বদেশে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে এ গান। (মফিজুর রহমান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China