v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ বিষয়ে অধ্যায়নরত ফরাসী যুবক লোকমান বেনাইচা
2009-08-03 21:02:56
বিদেশে চীনা ভাষা শিক্ষার ব্যাপারে ব্যাপক সাড়া পড়েছে। আরো বেশি বিদেশী চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ সংক্রান্ত সংস্কৃতি শিখতে খুবই আগ্রহী। তারা মনে করেন, হাজার বছরেরও বেশি সময়ের ইতিহাস থাকা চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ রহস্যময়। এটি যে কেবল চিকিত্সার বিধান করতে পারে তাই নয়, বরং স্বাস্থ্য রক্ষাও করতে পারে। আজকের অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ বিষয়ের ওপর অধ্যায়নরত ফরাসী যুবক লোকমান বেনাইচার গল্প আপনাদের শোনাবো।

লোকমান বেনাইচা(lokmane benaicha) ২৮ বছর বয়সী একজন ফরাসী যুবক। বর্তমানে তিনি পেইচিং চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইনস্টিটিউটে অধ্যায়ন করছেন। তিনি আকুপাংচার ও অংগ-সঞ্চলন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আমাদের সংবাদদাতা সংলাপের সময় ফরাসী যুবক পরিস্কার চীনা ভাষা বলতে পারায় তার মনে গভীরভাবে রেখাপাত করেছে। লোকমান বেনাইচা চীনের সংস্কৃতি কেন পছন্দ করেন? জবাবে তিনি বলেছেন,

আমার বাবা একজন জুডো শিক্ষক। তার দেয়া শিক্ষায় আমি এশিয়ার উসু ও চিকিত্সা সম্পর্কে জানতে ও বুঝতে পারি। ছোট বেলায় আমি চীনের ঐতিহ্যিক সংস্কৃতি পছন্দ করি। ফ্রান্সে বসবাসের সময় আমি শাও লিন সি, উ তাং শান ও লি চিয়াও লুং সংক্রান্ত অনুষ্ঠান সব সময় দেখেছি। এরপর আমি জেনেছি যে, চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ চিকিত্সা-বিধান করা সম্ভব। এর ফলে আমার চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের প্রতি আগ্রহ শুরু হয়।

ছোট বেলায় লোকমান বেনাইচা অসুস্থ হলে তার মা তার শরীরের অংগমালিশের মাধ্যমে তাকে চিকিত্সা করেন। এরপর তিনি প্রাকৃতিক চিকিত্সার উপায় শিখতে আগ্রহী হন। অবশেষে তিনি চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের বিষয়ে শেখার সিদ্ধান্ত নেন। তিনি বলেন,

ছোট বেলা থেকেই আমি শরীরের অংগমালিশসহ বিভিন্ন প্রাকৃতিক চিকিত্সার উপায় পছন্দ করি। ফ্রান্সে আমি ভারতের অংগমালিশ, থাইল্যান্ডের অংগমালিশ, ঘুম পাড়ানী চিকিত্সা এবং ফ্রান্সের স্থানীয় প্রাকৃতিক চিকিত্সার উপায় শিখেছি। আমার চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বাছাই করার কারণ হল প্রথমতঃ চীন একটি প্রাচীন সভ্যতার দেশ। দ্বিতীয়তঃ চীনে হুয়াং তি নেই চিং'র মত সর্বোত্কৃষ্ট চিকিত্সার বই রয়েছে। আমি মনে করি, চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ আমার খুবই উপকারে আসবে।

সাত বছর আগে লোকমান বেনাইচা ফ্রান্সের রাজধানী প্যারিসের চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। স্বল্প-মেয়াদী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পেইচিং চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেয়েছেন। স্বল্প-মেয়াদী প্রশিক্ষণ কোর্স শেষে তিনি পেইচিংয়ে অব্যাহতভাবে লেখাপড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পেইচিং চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বিশ্ববিদ্যালয়ে এক হাজারেরও বেশি বিদেশী ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের সবচেয়ে পছন্দের বিভাগ হচ্ছে আকুপাংচার ও অংগ-সঞ্চলন। লোকমান বেনাইচাও এ দুটি বিভাগ বাছাই করেছেন। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের কোর্সে কেবল চিকিত্সা ক্ষেত্রের জ্ঞান রয়েছে তাই নয়, বরং চীনা ভাষা শিক্ষাদানেরও ব্যবস্থা রয়েছে। এটি বিদেশী ছাত্র-ছাত্রীদের চাহিদার সঙ্গে আরো ভালোভাবে সংগতিপূর্ণ। দু'বছর লেখাপড়ার মাধ্যমে লোকমান বেনাইচা চীনা ছাত্র-ছাত্রীর সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারেন। তিনি বলেন,

আমার আকুপাংচার ও অংগ-সঞ্চলন সংক্রান্ত কোর্স শেষ। প্রথম বর্ষে আমাদের ব্যবহারিক চর্চার কোর্স ছিল। দ্বিতীয় বর্ষে আমি হাসপাতালে ব্যবহারিক চর্চা করেছি। আগামী বছর আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।

চীনা ভাষার মান অব্যাহত উন্নয়নের পাশাপাশি লোকমান বেনাইচা চীনের ঐতিহ্যিক সাংস্কৃতিক বই সরাসরি পড়তে পারেন। এটি চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ শেখার জন্য খুব কল্যাণকর। তিনি খুব খুশি। তিনি বলেছেন,

আমি মনে করি, চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ হচ্ছে চীনের ঐতিহ্যিক সংস্কৃতির একটি অংশ। চীনাদের চিন্তাচেতনার পদ্ধতি জানার পর চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ শেখা সহজ হবে। আমি চীনের "ই চিং"নামক বই খুব পছন্দ করি। এ বইয়ের প্রধান বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর ও প্রাকৃতিক নিয়ম। এসব নিয়ম জানা ও বুঝার মাধ্যমে মানুষের স্বাস্থ্য রক্ষার নিয়মও জানতে পারা যায়।

লোকমান বেনাইচার পেইচিংয়ের বাসায় চীনের সঙ্গে সম্পর্কিত অনেক বই রয়েছে। চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ আরো ভালোভাবে শেখার লক্ষ্যে তিনি একটি অংগসঞ্চলন বিছানা কিনেছেন। তিনি বলেছেন,

আমি সবসময় বাসায় আমার বন্ধুকে অংগসঞ্চলন ও আকুপাংচার করি। সাধারণ রোগ আমি চিকিত্সা করা খুব সহজ। অংগমর্দন ও আকুপাংচারের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা করতে পারি। তবে আমার চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজের আরো বেশি জ্ঞান শেখা প্রয়োজন। আমার বাবা ও মাও আশা করেন, আমি যাতে ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ভালোভাবে শিখতে পারি।

লোকমান বেনাইচা লেখাপড়া ও ব্যবহারিক চর্চার সঙ্গে সঙ্গে না বুঝতে পারা বিষয় তার শিক্ষকের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব জিজ্ঞাস করে জেনে নেন। মনের দিগন্ত প্রসারিত হওয়ার জন্য তিনি সবসময় বেসরকারী চিকিত্সক ও শিক্ষকের সঙ্গে আলোচনা করেন। ক্লাসের বাইরে তিনি বিশ্ববিদ্যালয়ের হস্তলিপি সমিতিতেও যোগ দিয়েছেন। তার লক্ষ্য হল চীনের আরো বেশি সংস্কৃতি জানতে ও বুঝতে পারা। বর্তমানে লোকমান বেনাইচা একজন তৃতীয় বর্ষের ছাত্র। তিনি এ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রী গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটি সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে। তিনি বলেন,

আমি মনে করি, চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজের প্রধান ভূমিকা হল রোগ নিবারণী চিকিত্সা। স্নাতক হবার পর আমি ফ্রান্সে ফিরে যাওয়ার পর আমি কেবল রোগীর চিকিত্সা করবো তাই নয়, বরং তাদের কাছে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ স্বাস্থ্য রক্ষার উপায় সম্পর্কে প্রশিক্ষণ দেবো। আমি মনে করি, চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে খুব চমত্কার ও মজার।

চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বিশ্বে প্রচার ও উন্নয়নের প্রসঙ্গে লোকমান বেনাইচা বলেন,

ফরাসী চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ স্বাগত জানিয়েছে। কারণ এটি একটি প্রাকৃতিক চিকিত্সার উপায়। বর্তমানে পশ্চিমা জনগণ বেশি পাশ্চাত্য পদ্ধতির ওষুধ সেবন করে। এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। চীনারা প্রাকৃতিক নিয়মকে খুব গুরুত্ব দেয়। বিদেশী অংগ-সঞ্চলন, অংগমালিশ ও চীনের ঐতিহ্যিক ওষুধসহ বিভিন্ন প্রাকৃতিক চিকিত্সার উপায় সম্পর্কে খুব আগ্রহী। আমি বিশ্বাস করি, পরবর্তীতে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ফ্রান্স ও অন্যান্য দেশে আরো জনপ্রিয় হবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China