v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
উপকূলীয় অঞ্চলে চাকরি করা সিন চিয়াংয়ের চিয়া সি শহরের কৃষকদের নতুন বাছাই
2009-07-30 21:34:55

২০০৫ সাল থেকে চীনের পশ্চিমাঞ্চলের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের চিয়া সি শহর কর্তৃপক্ষউপকূলীয় অঞ্চলে শ্রমিক পাঠানোর কাজ শুরু করেছে। পেইচিং, থিয়েন চিন, চেচিয়াং, চিয়াংসু ও শানতোংসহ ৭টি উপকূলীয় শহরের ৩৫টি শিল্পপ্রতিষ্ঠানে তারা তাদের দক্ষশ্রমিকদের পাঁঠিয়েছে। সে কারণে চিয়া সি শহরের প্রায় ৩০ শতাংশ জনশক্তির কর্মসংস্থান সমস্যারও সমাধান হয়েছে এবং এর ফলে স্থানীয় কৃষকদের আয়ও কিছুটা বেড়েছে।

'সিন চিয়াংয়ের চিয়া সি শহরের একটি পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রের একটি শ্রেণী কক্ষে গ্রামের ৪০জনেরও বেশি সংখ্যালঘু যুবতি নারী চীনা ভাষা শিখেছন। বর্তমানে এ ধরণের তিনটি প্রশিক্ষণ ক্লাস চলছে। যারা প্রশক্ষিণ নিচ্ছেন, তারা সবাই অতিরিক্ত কৃষক জনশক্তি। তিনমাসব্যাপী চীনাভাষায় কথাবলা এবং পেশাগত দক্ষতা অর্জনের পর তারা পূবাঞ্চলের উপকূলীয় অঞ্চলের বস্ত্রশিল্পপ্রতিষ্ঠান, পুতুল প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান ও প্যাকেজিং শিল্পপ্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেবেন।

দক্ষতা অনুযায়ী তারা কমপক্ষে আটশ এবং সর্বোচ্চ ২৮শ ইউয়ান আয় করতে পারেন। সিন চিয়াংয়ে চাষ করার তুলনায় এ আয় অনেক বেশি ।

চিয়া সি শহরের জনশক্তি রপ্তানি ও পেশাগত প্রশিক্ষণ বিষয়ক দায়িত্বশীল একজন কর্মকর্তা রেহমান উমাইর বলেছেন, এ বছরের প্রথম দিকে চিয়া সি শহর কর্তৃপক্ষ কর্মসংস্থানের জন্য তিন হাজার আটশ জনকে শ্রমিক হিসেবে পাঁঠিয়েছে। এ শহর কর্তৃপক্ষ এ পর্যন্ত আরও ৫৫০জনের অর্ডার পেয়েছে। তিনি বলেন, 'আমরা এখন চাহিদা মেটাতে পারি না। বিভিন্ন শিলপপ্রতিষ্ঠানের চাহিদা অনেক বেশি। এখন আমাদের হাতে চেচিয়াং প্রদেশের ইয়ো তা শিল্পপ্রতিষ্ঠানের জন্য ৫০জন, ইয়ৌঙ্গর কোম্পানির জন্য ১৫০জন এবং থিয়েন চিন মহানগরের চিন শান কোম্পানির জন্য ১০০ জনের অর্ডার রয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের প্রতিক্ষণে জনশক্তি পাঁঠায়।

চিয়া সি শহরর স্থানীয় সরকার বাইরে কর্মরত শ্রমিকদের ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেয়। প্রতি ৫০ জন নিয়ে গঠিত দলের মধ্যে একজন নেতা, দু'জন উইগুর ও চীনা ভাষার দোভাষী শিক্ষক এবং একজন মুসলিম পাচক রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের চিকিত্সা ও কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। বেতন পাওয়ার আগে প্রশিক্ষণ, খাওয়া-দাওয়া ও যাওয়া-আসাসহ সব বিল স্থানীয় সরকার বহন করছে। সি চিয়া শহরের জনশক্তি উন্নয়ন সম্পর্কে রেহমান উমাইর বলেছেন, 'আমাদের এখানে উচ্চ শিক্ষা গ্রহণকারী মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা কম। মাধ্যমিক স্কুল থেকে স্নাতকের পর তারা স্বদেশে ফিরে আসছে। আমাদের এখানে শিল্প প্রতিষ্ঠান অনেক কম। ছাত্রছাত্রীদের বাবামাও কৃষক। সেজন্য আমরা তাদের জন্য একটি পথ বের করতে চাই। একজন কৃষক ছেলেমেয়ের প্রশিক্ষণ, খাওয়া-দাওয়া ও যাওয়া-আসাসহ সব ব্যয় স্থানীয় সরকার ব্যয় করে। তারপর তাদের বেতন থেকে কিস্তিতে তা ফেরত নেয়া হবে। তবে খুব গরিব মানুষের জন্য স্থানীয় সরকার নিজেদের থেকে সব ব্যয় বহণ করছে। তারা সেখানে গিয়ে এক্ষুণি টাকা আয় করতে পারে।

সি চিয়া শহরের কৃষক তুর্সান ইসলামের দু'মেয়ে গত মার্চ মাসে চে চিয়াং প্রদেশে চাকরি করছেন গত মার্চ মাস থেকে এ পর্যন্ত তারা মেয়েদের কাছ থেকে কয়েক হাজার ইউয়ান পেয়েছে। প্রতি তিন দিনে তারা মেয়েদের সঙ্গে একবার ফোনে কথা বলেন। তিনি বলেন, "শুরুর দিকে আমরা একটু চিন্তিত ছিলাম। তবুও আমরা সরকারকে বিশ্বাস করি। এ পর্যন্ত দু'টি মেয়ে আমাদের কাছে ছ'হাজার ইউয়ান পাঠিয়েছেন। দু'মেয়ে সেখানে থেকে যাবার থাকার কথা জানিয়েছেন। আমরা রাজি হয়েছি। আমাদের জীবন-যাপন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। দু'মেয়ের একজনের প্রতি মাসে আয়ের পরিমাণ ৮০০ থেকে এক হাজার ইউয়ানের মধ্যে। গত সপ্তাহে আমরা আবারও তাদের পাঠানো ২৩০০ইউয়ান পেয়েছি।

বাইরে যাওয়া চাকরি করার কারণে অনেকের অভিজ্ঞতা অনেক বেড়েছে। স্বদেশে ফিরে আসার পর তারা নিজেদের ব্যবসা শুরু করেন। সি চিয়া শহরে ২০ বছর বয়সী কুলিহালিছিয়াম আবুদুরিম নামের একজন মেয়ে একসময় থিয়ে চিন মহানগরে একটি পোষাক তৈরীকরণ কোম্পানিতে কাজ করতেন। ছ'হাজার ইউয়ান আয় করার পর থেকে তিনি স্বদেশে ফিরে এসে একটি পোষাকের দোকান দিয়েছেন। তাদের দোকান থেকে এখন প্রতি দিন একশ ইউয়ান আয় করতে পারছে। তার মা বলেছেন, আমার মেয়ে বাইরে গিয়ে চাকরি করার মাদ্যমে নিজের মানের অনেক উন্নয়ন করেছেন। সে এখন জানে কীভাবে ভালো কাজ করতে হয়। আমার মনে হয়, সুযোগ হলে বাইরে কাজ করা ভালো। আমি এখন একা একা থাকি। তা না হলে তাকে বাইরে চাকরি করতে দিতে রাজি হতাম।

২০০৬ সাল থেকে সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সি চিয়া শহর কর্তৃপক্ষ জনশক্তি অর্ডারের মাধ্যমে অন্য অঞ্চলে ২০ হাজার শ্রমিক পাঠিয়েছে। এ শহরের ৭০ হাজার অতিরিক্ত জনশক্তির ৩০ শতাংশের কর্মসংস্থানের সমস্যার সমাধান হয়েছে। ভবিষ্যতে সি চিয়া শহরের আরও বেশি শ্রমিক বাইরে চাকরি করতে যাবে। সি চিয়া শহরে জনসাধারণের আয় বৃদ্ধি পাবে। তাদের জীবন-যাপনের মানেরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China