ইসরাইলের উপ পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল আয়ালন জেরুজালেমে চীনের তথ্য মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে চীনের ৬০ বছরের সাফল্যের প্রশংসা করেছেন এবং চীন ও ইসরাইলের সম্পর্কের গভীর উন্নয়ন কামনা করেছেন।
আয়ালন বলেছেন, নতুন চীন প্রতিষ্ঠার ৬০ বছরে, রাজনীতি,অর্থনীতি,প্রযুক্তি,সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে।তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন শুধু আন্তর্জাতিক অবস্থান সংগিতপুর্ন তাই নয় বরং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্যও কল্যানকর।
আয়ালন বলেন, যদিও ইসরাইল ও চীনের ব্যবধান অনেক তবুও ইসরাইল চীনের খুব ঘনিষ্ঠ । এর কারণ হচ্ছে প্রাচীনকালের জাতির জনগণ হিসেবে দু'দেশের জনগণের খুব গুরুত্বপূর্ণ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য আছে।অন্য কারণ হচ্ছে ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশের সম্পর্ক দ্রুত উন্নতি হয়েছে।
আয়ালন ইসরাইল ও চীনের সম্পর্ক উন্নয়নের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং দু'দেশের সম্পর্কের গভীর উন্নয়ন কামনা করেন(লি ওয়ান লু)
|